সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ১১ তম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
http://www.mediafire.com/download/gj6anrk2cgofrqf/7.Bluetooth_basic.zip
এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনসসস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
আশা করছি এরই মধ্যে অনেকেই Arduino নিয়ে কাজ শুরু করেছেন। আবার অনেকেই Arduino বোর্ড সংগ্রহ করা সহ, বেশ কিছু সমস্যার কারণে কাজ শুরু করতে পারেন নি। আমি প্রায়ই অনেকের কাছ থেকে ম্যাসেজ পাই , চেষ্টা করি সবাইকে আমার সাধ্যে অনুযায়ী সাপোর্ট দেয়ার। Arduino শেখার সাথে সম্পর্কযুক্ত যে কোন বিষয় যেমন Arduino বোর্ড এবং অন্যান্য যন্ত্রাংশ সংগ্রহ করা, কোর্সের কোন পার্ট সম্পর্কে বা প্রোগ্রাম সম্পর্কে কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করার পাশাপাশি আমাকে [email protected] এ মেইল করতে পারেন বা https://www.facebook.com/pages/Ashim-Kumar/1530502553863914 ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। সবার জন্য শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
Vaia Thank you ,apner post gulo khub valo legese .Ami apner post dekhe Arduino start koresi .apni chalie jan .
tobe post gulo aktu druto upload korben .
Thank’s.
MD.OBAYDUL.