কিভাবে Arduino Nano V3.0 এর USB Driver সমস্যা সমাধান করবেন।

সবাইকে প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর টিটি তে  আজ লিখতে বসলাম। আজ আমি আমার নতুন কেনা Arduino Nano V-3.0 নিয়ে সমস্যার কথা বলব।

গতকাল সকালে Facebook খুলে টাইমেলাইনে Robo Accessories Bangladesh এর দেয়া একটা বিজ্ঞাপন দেখে সাথে সাথে অর্ডার করে ফেললাম। ভাগ্য ভাল বিকাশে ওয়ালেট টাকা ছিল। না হলে সাথে সাথে অর্ডার করতে পারতাম না।

আজ বিকালে প্যাকেট হাতে পেলাম। ভালই ওদের সার্ভিস। যাই হোক Arduino Nano টা হাতে পেয়ে PC এর সাথে USB ক্যাবল দিয়ে দেখি serial communication পাচ্ছে না। Driver লাগবে । Goggle মামু রে অনেক জালাইয়্যা অনেক কষ্টে না পাইয়্যা সেলার রে মেসেজ দিলাম। তিনারা সাথে সাথে আমাকে রিপ্লেতে একটা লিংক দিল। লিংক হতে ড্রাইভার টি নামাইয়া install দিলাম।

ইতি মধ্যে বুজতে পেরেছেন আজ আমার পোস্টটি করার মুল বিষয় নতুন Arduino Nano V3.0 এর Driver সমস্যা কীভাবে সমাধান করবেন।

নতুন এবং দামে সস্তা Arduino Nano V3.0 টি ব্যবহার করতে গিয়ে আমরা সবাই USB Serial Driver সমস্যাতে পরি কারন Arduino Nano V3.0 তে CH340 USB Chip use করা হয়েছে ফলে আপনি যদি CH340 USB Driver না ব্যবহার ক্রেন তবে এই version Arduino Board ব্যবহার করতে পারবেন না।

এই সমস্যা সমাধানে ১ম এ নিচের দেয়া লিংক হতে ফাইল্ টি  ডাউনলোড করে আনজিপ করুন।

Arduino Nano CH340 USB Driver

সাথে দেয়া Text ফাইলটি পড়ুন এবং দেয়া instruction অনুযায়ী  Driver টি Install করুন।

এখন Control Panel এ Device Manger থাকা  Port এ দেখুন কোন পোর্ট টি   CH340 serial USB port হিসাবে দেখাচ্ছে। সেটা Arduino IDE তে নির্ধারণ করে দিন।

ব্যাস হ্য়ে গেল এখন আপনি ইচ্ছামত আপনার Arduino Nano Board টি ব্যবহার করতে পারেন.

বিঃদ্রঃ Driver Download link টি আমার ব্লগের নিচের অংশে দেয়া আছে।

আপনাদের মঙ্গল কামনা করে আজ শেষ করছি আমার ছোট্ট টিউন।

পোস্ট টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ki aita?ata diye ki karum?

কিনতে কত লাগলো ভাই ?

Level 0

Vai Driver Er Link Ta Thik Kore Den..

Quality Service For Everyone professional data recovery in Bangladesh service provider, Data Recovery Specialist to provide data recovery service with Safety, Reasonable pricing, Privacy protection, Satisfaction, Promising & Hassle free.
Analysis Fee Per HDD: 500TK.
Starting price up-to 60,000 taka
1.Logical failures
2.Electronic failures
3.Mechanical/Physical failures
http://datarecoverybd.com/