সবাই কে স্বাগতম,আসাকরি সবাই ভাল আছেন।
আমার পূর্ব টিউন তৈরি করুন ট্রান্সপারেন্ট ডিসপ্লে আর চমকে দিন সবাই কে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আপনাদের অনেকের ফেসবুকে অনেকে মেসেজ করেও অনেক প্রশ্ন করেছেন ।তাদের ধন্যবাদ যানাই যারা বিষয় টি নিয়ে আমায় প্রশ্ন করেছেন। আমি মনে করি সকলের জানা দরকার এই প্রশ্ন গুলোর উত্তর।
অবশ্যই ।আমি বর্তমানে RGB নিয়ে কাজ করার চেষ্টা করছি IMAGE ডিসপ্লে করার সফল হোলে আবার পোস্ট করে আপনাদের জানাবো।
যে কোন রোবটিক্স শপ বা অনলাইন রোবটিক্স শপে পাবেন।চাইলে কষ্ট করে নিজেও তৈরি করতে পারেন তাতে টাকাটা অনেক কম খরচ হবে (250 টাকা )
একদমই না কারন আমি ব্যাবসা করছি না ।ইচ্ছা থাকলেও উপাই নেই আমার কাছে এই মুহূর্তে এতটা সময়ই নেই যে আপনার টা তৈরি করে দেবো ।আর নিজে তৈরি করুন ভাল লাগবে অসুবিধা হলে আমায় প্রশ্ন করুন ।
হ্যাঁ অবশ্যই.আপনি PIC ,ATMEGA ইত্যাদি যে কোন ডেভেলপমেন্ট বোর্ড বা PI বোর্ড দিয়ে করতে পারেন। তবে আলাদা microprocessor or controller এর ক্ষেত্রে প্রোগ্রাম একটু পরিবর্তন হবে ।
অবশ্যই হ্যাঁ ।১০০০ টা নিয়ে ও কাজ করতে পারেন ।নিজে চেষ্টা করুন ।আমি চেষ্টা করবো পরে কোন একদিন বিষয় টা নিয়ে আরও বিস্তারিত টিউন করতে। সেটা খুব শীঘ্রই ।
আপনাকে শক্ত বোর্ড টা ঘোরাতে হবে ,ছবি তে প্রদত্ত বিন্দু কে কেন্দ্র করে তাই অবশ্যই আপনাকে শক্ত বোর্ডটাকেই আটকাতে হবে।
১০০ আর পি এম এর কাছাকাছি হলেই বুঝতে পারবেন ।যদি প্রোগ্রামে প্রদত্ত্য সময় এর থেকে তাড়াতাড়ি ঘোরে তবে ঘূর্ণন এর উল্টো দিকে লেখাটা ঘুরতে দেখবেন। আর Fixed Position এ প্রিন্ট করাতে চাইলে রেগুলেটার ব্যাবহার করুন । মোটর না থাকলে দুঃখ পাবেন না টেবিল পাখা তো আছে আটকে দিন বোর্ড টা ব্লেড এর সাথে ।(আমি আমার ঘরে সিলিং পাখা তে প্রথম করেছিলাম)
Arduino টা বাদ দিলে LED আর RESISTER এর দাম খুব একটা বেশি নই।
সকল কে ধন্যবাদ যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই করুন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি।
ফেসবুকে আমি - https://www.facebook.com/shiladittyapaul
আবার পরবর্তী টিউনে দ্যাখা হবে ভাল থাকুন।
আমি শিলাদিত্য পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই উচ্চ টর্ক যুক্ত মোটর বলতে বুঝলাম না। টয় বা সিডি প্লেয়ারের মোটর ব্যাবহার করা যাবে? নাকি আর সি প্লেনের ব্রাসলেস মোটরের মতো দামি মোটর লাগবে?