- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০১] :: আপনার বাসার টেলিভিশানের জাপসা ছবিকে একে বারে পরিস্কার করে ফেলুন খুব সহজে, TV আর নয় ঝির ঝির ছবি।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০২] :: আপনার কম্পিটারের অথবা মোবাইল ফোনের জন্য একটি হাই ফাই এম্পলিফায়ার।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৩] :: বিদ্যুৎ ছাড়া মোবাইল ফোন চার্য করুন সহজ সিষ্টেমে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৪] :: খুব সহজে নিজের নাম লিখুন এবার ডিজিটাল সিষ্টেমে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৫] :: বিদ্যুৎ এর সমস্যা যে সকল এলাকায় বেশী তাদের জন্য এই টিউনস।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৬] :: বিনা তারে কথা বলুন, লংরেন্জ FM ট্রান্সমিটর মাত্র একটি আইসি দিয়ে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৭] :: মোবাইলের বেটারী চার্য করুন অটো সিষ্টেমে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৮] :: মোবাইলের নষ্ট ব্যাটারী কি করবেন ? আসুন কাজে লাগাই।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৯] :: FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১০] :: ডিজিটাল সিষ্টেমে ব্যাটারী চার্য করুন অল্প কয়েকটি পার্সদিয়ে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১১] :: 6VOLT = LED ইমার্জেন্সী অটো সারকিট ডায়গ্রাম
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১২] :: মোটর সাইকেল অথবা বাইসাইকেল চোর ধরুন হাতে নাথে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৩] :: LED সাউন্ড লেভেলার নিজের হাতে তৈয়ার করুন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৪] :: নিজের হাতে ওয়ারল্যাস তৈয়ার করুন আর বিনা পয়সা কথা বলুন চব্বিশ ঘন্টা।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৫] :: রুমে বসে থেকে সারা জীবন বৃষ্টির খবর নেন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৬] :: বিদ্যুত চলে গেলে ও ফ্যান চলবে অটোমেটিক সিষ্টেমে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৭] :: যখন বিদ্যুত থাকে না তখন মোবাইল কি ভাবে চার্জ করবেন ?
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৮] :: টাকা বাঁচান আর বিনা পয়সায় কথা বলোন রাত দিন ২৪ ঘন্টা একে বারে ফ্রি।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৯] :: মাত্র দুইটি ট্রান্জিস্ট দিয়ে LED বাতির নাচ দেখুন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২০] :: আপনার কম্পিউটারের সাউন্ডবক্স কে বানিয়ে ফেলুন মিক্সার এম্পলীফায়ার।কথা বলুন,আবৃত্তী করুন,মিউজক বাজান,এক সাথে তিন টি মাক্রফোন দিয়ে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২১] :: DC 12V ব্যেটারী দিয়ে রঙিন TV ও সিলিং পাখা চালান। 180W বিদ্যুৎ তৈয়ার করুন নিজের হাতে
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২২] :: আপনার কম্পিউটারের স্পিকার বক্স দিয়ে হল রুমের এবং কোন অনুষ্টানে মাক্রফোন দিয়ে কথা বলুন মনের আনন্দে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৩] :: ডিজিটাল সিস্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্ঠানের নাম লিখুন। মাত্র দুইটি আইসি দিয়ে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৪] :: লংরেন্জ FM ট্রান্সমিটার এখন আপনার হাতের মুঠোয় আসুন সবাই একবার চেষ্টা করি।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৫] :: লাইফ গেরান্টি ডিম লাইট,আপনার রুমের যে কোন বাতি কে রাত্রে ঘুমানোর আগে ডিম লাইট বানিয়ে ফেলুন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৬] :: যাদের হারমোনিয়াম বাজানোর মন চায়, নিজে তৈয়র করে হারমোনীয়াম বাজান।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৭] :: নিজেই তৈরী করুন সুরের মুর্ছনা অল্প টাকায়। সুন্দর একটি সার্কিট
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৮] :: এখন ও যারা FM ট্রান্সমিটর তৈয়ার করতে পারেন নি তাদের জন্য।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৯] :: বিদ্যুৎ চলেগেলে আর টেনশান নেই। জ্বলে উটবে অটো লাইট। সাথে কিছু FM ট্রান্সমিটর না দেখলে অনেক
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩০] :: যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩১] :: চার্মিং বার্ড কলিং বেল এখন থেকে টুনি পাখির ডাক শোনুন কলিং বেলে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩২] :: ছাদের ট্যাংকে পানি উঠান অটোমেটিক সার্কিট দিয়ে। মটরের সুইচ ON/OFF এর দিন শেষ!
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৩] :: এবার ল্যাপটপ এবং মোবাইলের জন্য তৈয়ার করুন 2WATT মিনী এম্পলীফায়ার
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৪] :: জন্মদিন এবং বিয়েতে লাইটিং করুন নিজের হাতে আসুন দেখি কি ভাবে।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৫] :: আপনার রুমের কোন দরজা দিয়ে ডাকলো সহজেই বুঝে নিন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৬] :: কেমন হয় যদি রাত নামলেই বাসার বাতি গুলি অটোমেটিক জ্বলে যায়।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৭] :: যেনেনিন আপনার বয়স কত মোবাইলে এবং PC তে ==
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৮] :: দেখি কার বুকে কত সাহস এবার তৈয়ার করুন সাউন্ড অফ মেশিন গান=
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৯] :: প্রতিধ্বনি সার্কিট ডায়াগ্রাম দেখে- নিজেই তৈয়ার করুন=
- ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪০] :: রেজিষ্টর কালার কোড জেনে নিন খুব সহজে
- ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪১] :: কথা বা শব্দ নিয়ন্ত্রিত সুইচ তৈয়ার করা এখন খুব সহজ
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪২] :: এবার গান শুনুন একটি মাত্র আইসি থেকে
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৩] :: এবার আপনার কম্পিউটার থেকে মোবাইল ফোন চার্য করুন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৪] :: বাতরোমে ঢোকে যদি পানি না থাকে তখন কি করবেন ? তা হলে এই টিউনসটি আপনার জন্য
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৫] :: বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যে সখল এলাকায় এখন ও বিদ্যুৎ যায়নি তাদের জন্য।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৬] :: অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোন মোবাইল বেশী সাউন্ডে শুনুন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব ৪৭] :: দূর থেকে ফ্যান অথবা বাতী জ্বালান রিমোট ছাড়া
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৮]:: আপনার বাসায় ফ্যান রেগুলেটর কি কিছু দিন পড় পড় নষ্ট হয় তা হলে দেখুন সমাধান।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৯] :: কোটিপতি হবার স্বপ্ন যাদের, এদিকে আসুন এ টিউনটি আপনার জন্য
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫০] :: অল্প খরচে বেশী ভিট এর এম্পলী ফায়ার তৈরী করুন।
- ইলেকট্রনিক্স এর জাদু গিরি [পর্ব-৫১] :: আপনার বাসার নষ্ট এবং দুর্বল টিউব লাইট মাত্র পাঁচ মিনিটেই ঠিক করে ফেলুন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫২]:: ওয়ারলেস সিষ্টেমে, কেবল সংযোগ ছাড়া মোবাইল ফোন চার্য করুন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৩] :: কাগজ এর মাধ্যমে মোবাইল চার্জ করুন এবং বাতি জ্বালান।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৪] :: FM রেডিও ট্রান্সমিটর যেসব বন্ধুরা এখনো তৈরি করতে পারেন নাই
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৫] :: লংরেন্জ FM ট্রান্সমিটর সার্কিট ডায়গ্রাম দুই কিলোমিটর
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৬] :: অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়গ্রাম LM377
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৭] :: 12v মোটর ও প্লাস্টিক বক্স দিয়ে পানির পাম্প মেশিন তৈয়ার করুন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৮] :: হঠাৎ করে যদি আপনার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় তখন কি ভাবে রিপেয়ারিং করবেন।
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৯] :: FM ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম দিলাম সার্কিটটি 500 মিলি ওয়াট এক কিলোমিটার রেঞ্জ সার্কিট
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [র্পব-৬০] :: লংরেঞ্জ FM ট্রান্সমিটার এন্টেনা তৈয়ার করুন নিজের হাতে
- ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [র্পব-৬১] :: দিনের বেলায় অটোমেটিক বাতি নিভে যাবে আবার রাত হলে অটোমেটিক বাতি জ্বলে যাবে
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৬২] :: মুখ এবং চোখের ইশারায় চালান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
- ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৬৪] :: এবার 9V ভোল্ট ব্যাটারি দিয়ে তারের সংযোগ ছাড়াই জ্বলবে 220v ভোল্ট এনার্জি বাল্ব
আসসালামু আলাইকুম
আশা করি আমার সকল বন্ধুরা ভালোই আছেন আমিও
আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের কে
এমন একটি সার্কিট দেখাব যা হয়ত কমবেশি সকলেরই
কাজে লাগবে। বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ এর যে সমস্যা
কবে ভাল হবে আল্লাহই ভালো জানেন। এর জন্য বর্তমানে
বাজারে বিভিন্ন কোম্পানি সৌর বিদ্যুতের ব্যবসা জমজমাট
ভাবে চালিয়ে যাচ্ছে। আপনি হয়তো জানেন না কোম্পানি
একটি সৌর বিদ্যুৎ বাসায় সেট করে দিয়ে কি পরিমান টাকা বেশি নিয়ে যাচ্ছে
আপনি যদি নিজের হাতে সৌর বিদ্যুৎ সেটিং করে নিতে পারেন তাহলে প্রায় অর্ধেকের চেয়েও
বেশি টাকা আপনার বেঁচে যাবে। আসুন তাহলে দেখি সৌরবিদ্যুৎ কিভাবে নিজের হাতে সেটিং করব
এখানে কন্ট্রোল বক্স যদি আপনার হাতে তৈয়ার করে নিতে পারেন
তাহলে আরো খরচ কমে যাবে,
প্রথমে আপনাকে একটি প্যানেল কিনতে হবে বাজারে বিভিন্ন ওয়াট প্যানেল কিনতে পাওয়া যায়।
অনেকেই হয়ত প্যানেল কিতাকে চেনেন না তাই আসুন কয়েকটি প্যানেল ছবি দেখি,
এগুলো হলো সোলার পেনেল যা নাকি সূর্যের আলো থেকে বিদ্যুৎ গ্রহণ করে কন্ট্রোল বক্স হয়ে আপনার ব্যাটারি প্রয়োজন
অনুযায়ী ভোল্ট সরবরাহ করে থাকে। সোলার প্যানেল এর কাজ হল শুধু আপনার বেটারী টি চার্জ করার জন্য।
কন্ট্রোল বক্সের কাজ হল সূর্যের আলো থেকে সোলার প্যানেল এর মাধ্যমে যে ভোল্ট উৎপাদন হবে
কন্ট্রোল বক্স এর মাধ্যমে আপনার ব্যাটারির ভোল্ট এবং এম্পিয়ার অনুযায়ী ব্যাটারির ভোল্ট সরবরাহ করা এর কাজ
আপনি যখনই ব্যাটারি থেকে বাল্ব অথবা ছোট পাখা যা কিছুই চালাবেন তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে
আপনার ব্যাটারি ভোল্টের সাথে যেন মিল থাকে, যেমন আপনার ব্যাটারি যদি 12V হয় তাহলে আপনার কে
পাখা অথবা বাল্ব 12V কিনতে হবে। সোলার প্যানেল মন জায়গায় সেট করবেন যাতে করে সারা দিন
প্যানেলের ওপর যেন সূর্যের আলো পরে যদি পারেন এমন একটি লোহার পাইপ দিয়ে ষ্টেন তৈয়ার করে নিবেন
যদি মনে করেন আরো কম খরচে প্যানেল টি সেটিং করবেন তাও পারবেন আপনার ঘরের চালের উপর সেটিং করতে পারবেন
এভাবে ও সেট করতে পারেন শুধু লক্ষ্য রাখবেন প্যানেলের ওপর যেন সারাদিন সূর্যের আলো পরে।
বাজারে এখন সৌরবিদ্যুতে অনেক সুন্দর সুন্দর LED দিয়ে তৈয়ার করা বিভিন্ন ডিজাইনের বাতি কিনতে পাওয়া যায়
এই বাতি গুলি অবশ্য আলোর জন্য নয় ঘর সাজানোর জন্য অথবা কোন অনুষ্ঠানে সৌন্দর্যের জন্য জ্বালানো হয়।
220v বিদ্যুৎ এর যে চার ফুট দুই ফুট টিউব লাইট, একই ডিজাইনের LED বাতি দিয়ে তৈয়ার করা সৌর বিদ্যুৎ জন্য বাতি
এখন বাজারে কিনতে পাওয়া যায়। তা ছাড়া আরো অনেক সুন্দর বাল্ব কিনতে পাওয়া যায়
যদিও বাতিটি দেখতে ছোট কিন্তু পাথর বাল্ব দিয়ে তৈয়ার করা অনেক উজ্জ্বল আলো, এনার্জি বাতির মত সাদা আলো হয়।
যদি আপনি 6V ব্যাটারি দিয়ে তৈয়ার করতে চান তাহলে আপনাকে প্যানেল কিনতে হবে
5W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 85টাকা যেমন= 5x85=425 টাকা
5W পেনেল দিয়ে 6V 4.8A বেটারী চার্য করতে পারবেন।
10W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 75 টাকা যেমন= 10x75=750 টাকা
10W পেনেল দিয়ে 12v 7.5A বেটারী চার্য করতে পারবেন।
20W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 65 টাকা যেমন=20x65=1300 টাকা
20W পেনেল দিয়ে 12V 20A বেটারী চার্য করতে পারবেন।
এবারে আসুন কন্ট্রোল বক্স আপনি ইচ্ছে করলে নিজের হাতে তৈয়ার
করতে পারে তা হলে খরচ অনেক কম হবে আসুন কন্ট্রোল বক্স এর
সার্কিট ডায়গ্রাম টি দেখি কি ভাবে তৈয়ার করব=
12V বেটারী সবাই হয়ত দেখেছেন তার পরেও ছবিটি দিলাম
নিজের হাতে সৌরবিদ্যুৎ তৈয়ার করুন অল্প খরচে
Nice.