সার্কিট ডায়াগ্রাম কপি করার চেয়ে নিজেই বুঝে নিন ব্যাপার তা , নিজেই করুন নিজের সার্কিট (ধারাবাহিকপোস্ট =3)

সার্কিট ডায়াগ্রাম কপি করার চেয়ে নিজেই বুঝে নিন ব্যাপার তা , নিজেই করুন নিজের সার্কিট (ধারাবাহিকপোস্ট =3)

আগের পোস্টে diode নিয়ে আলোচনা টা দেখে নিন ,
তা  হলে একটা npn transistor কে ফরওয়ার্ড বায়াস দিয়ে একটিভ করা হলো , এবার হলো আসল ব্যাপার আমরা transistor টির বেস এ একটা ইনপুট সিগনাল দেবো ,

এখন transistor এর একটা মজার ব্যাপার হলো বেস সিগনাল কারেন্ট এ সামান্যতম পরিবর্তন হলেই , কালেক্টর পিন দিয়ে নেওয়া আউটপুট কারেন্ট এ বিশাল পরিবর্তন হয় , এই বিবর্ধিত আউটপুট আর প্রয়োগ করা ইনপুট এর অনুপাত হলো amplification factor , তার মানে কোনো transistor সার্কিট এর   amplification factor যদি ১০০ হয়  তা হলে কালেক্টর কারেন্ট বেস কারেন্ট এর ১০০ গুন হবে ,এই ভাবে যদি তিনটা transistor এর কানেকশন করা হয় তা হলে সেস মেস আউটপুট প্রায় ১০০*১০০*১০০=১০০০০০০ গুন হতে পারে ,
আমার আগের পোস্টে আমি বলেছিলাম যে সেন্সর এর আউটপুট সিগনাল এর পাওয়ার খুব কম হয় ,তার পাওয়ার এই ভাবেই কয়েকশ গুন বাড়ানো হয় ,

Level 0

আমি অভিজিত মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগল

Khubi valo ioyché . Osombob súndor.poroborti tune cai.