আগের পোস্টে আলোচনা হয়েছিল different types of switches নিয়ে ,
আজ জানব একটা স্পেশাল switch এবং protecting ডিভাইস নিয়ে। আপনার বাড়ির প্রতিটি ইলেকট্রিকাল যন্ত্র কে
রক্ষা করতে বহুল প্রচলিত এই ডিভাইস টি হলো এম সি বি (Miniature circuit breaker)
এটি যে কোনো যন্ত্র র সাথে সিরিজ এ যুক্ত থাকে , তার মানে যন্ত্রটি যে পরিমান কারেন্ট টানবে মেন লাইন থেকে তা ওই mcb এর মধ্য দিয়ে যাবে , যদি নির্ধারিত মাত্রার বেসি কারেন্ট যন্ত্রটি টানে (তার মানে মেশিন টি তে কোনো গোলমাল হয়েছে বা কথাও শর্ত সার্কিট হয়েছে ) তা হলে mcb টি কানেকশন কাট করে ক্ষতির হাত থেকে বাচায় , আগুন লাগতেও দেয়না ,
এখন আপনি বলবেন এই কাজ তো আমরা ফিউস দিয়েও করতে পারি। কিন্তু বার বার ফিউসে লাগাতে কি ভালো লাগবে , আর ইটা ফিউসে এর থেকে অনেক effective , এটাকে আবার hand operated switch হিসাবেও ব্যবহার করা যায় ,
মূলত যে তিনটা জিনিসের জন্য আমরা ইটা লাগাবো -১.over load protection , ২.short circuit protection ,৩.as a hand operated on /off switch
আসুন দেখে নেই আর ভিতর কার গঠন -
মূলত তিনটা জিনিস এটাকে কন্ট্রোল করে -১.একটা দিধাতব পাত ( বেসি কারেন্ট গেলে যেটা বেকে গিয়ে সার্কিট কাত করে ) ২.একটা আবেসী স্প্রিং (একইরম) ৩.হাত দিয়ে উঠান নামানো যায় এমন একটা পার্ট ,
ছবি তা ভালো করে দেখুন বুঝতে পারবেন
আমি অভিজিত মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
helping tune . tnx
https://www.techtunes.io/help-ask/tune-id/326565