আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৪] :: এবার খুব সহজে আপনি অবশ্যই অডিও অ্যাম্পিলিফায়ার তৈরী করতে পারবেন!

সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ছোট একটা অডিও অ্যাম্পিলিফায়ার সার্কিট উপহার দিব। আপনি যদি কখনোই অডিও অ্যাম্পিলিফায়ার তৈরী করে সফল হতে না পারেন , তাহলে এই সার্কিট তেরী করতে পারেন। তবে অডিও আউটপুটের ওয়াট অনুযায়ী এই সার্কিটে খরচ একটু বেশি পড়বে। তাই শুধুমাত্র আপনার অভিজ্ঞতার জন্য এটা তৈরী করতে পারেন। এই সার্কিটে ব্যবহৃত সকল কম্পোনেন্টগুলোই আয়তনে অনেক বড়। তাই অনায়াসে এটা তৈরী করতে পারবেন। আপনি যদি এটি বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ১. একটি ১০০ ওহমের ৫ ওয়াট সিরামিক রেজিস্ট্যান্স।
  • ২. একটি ৩৩ ওহমের ৫ ওয়াট সিরামিক রেজিস্ট্যান্স।
  • ৩. একটি 100uF 25v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৪. একটি 2N3055 মানের ট্রানজিস্টর।
  • ৫. একটি ১২ ভোল্টের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার।
  • ৬. একটি ৪ ইঞ্চি মাইক। তাহলে আপনি ২.৫ ওয়াট আউটপুট পাবেন। যদি ৬ ইঞ্চি মাইক লাগান, তাহলে ৪ ওয়াট আউটপুট পাবেন।
  • এবার চিত্রের মত করে কম্পোনেন্টগুলো সংযোগ করুন।

    TTC Tunes

    সার্কিটে ১২ ভোল্ট ট্রান্সফরমারের শুধু সেকেন্ডারী ওয়েন্ডিং মানে আউপুট ব্যবহার হবে।

    সার্কিটটি পিউর ডিসি ১২ ভোল্টে চলবে। তাই আপনাকে ১২ ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করে একটি পাওয়ার সাপ্লাই তৈরী করতে হরে এবং 7812 মানের রেগুলেটর আইসি এর মাধ্যমে সার্কিটে ১২ ভোল্ট প্রবেশ করাতে হবে।
    ট্রানজিস্টরের সাথে Heat Sink অবশ্যই লাগাতে হবে।

    তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
    যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

    বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Level 2

    আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Apnar Tune er jonno oshonnkho dhonnobad. Ami onek din thekei ei rokom ekta tune er jono wait korcilam. Bujtei parcen amar onek kisu janar ase. Asha kori birokto hoben na.
    Amar 500 watt er ekta speaker ase. Jegulo CD dokane e jore gan bajanor jonno babhar kra hoy. Ami ei speaker er jonno koto watt er “Ampephliar” lagbo jate good quality sound pawa jabe. Ami just bashay use korbo. Amar ekhonkar “Ampephliar” er ek side down hoye gase, just curcit. Bakki shob thik ase. Amar 500w pawer supply & volume board ase. Jodi apnar jana mote valo redimate “sound cirkitboard” jana thake tahole bolben. Jodi brand er hoy tahole aro valo. Kothay pawa jabe? Amar Location Mirpur, Dhaka.
    Thanks.

      @কামাল আহমেদ: আপনার মাইক কত ইঞ্চি? যদি ৬ থেকে ৮ ইঞ্চি হয় তাহলে LA4508 or 4440 er রেডিমেট সার্কিট লাগাতে পারবেন। যদি ১০ ইঞ্চি থেকে এর উপরে হয়, তাহলে STK group এর সার্কিট ব্যবহার করতে পারবেন।

        @রুবেল টিটিসি: 6 inch. vai dokane gia kilbo jodi redimat circit er nam othoba model no. bolten tahole valo hoto

    Amar 2ta twiter ase. Egulo 100% ok. But Main Soundboard er ekpass khrap hoyar karone amar Twiter 2ta kaj kore na. Amar bass o kaj kore na. Shudhu normal sound ashe.

    Amar speaker ta 6″ (Inch) round like this http://s1.postimg.org/jvg7cxc4v/265_342_HR_0.jpg
    Asha kori apnar kas thekey amar somadhan pabo.
    Thanks

    ভাই স্পিকারের 15“ কয়েল কি ভাবে বদলাতে হয় একটু জানালে ভাল হত?