আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩২] :: খুব সহজে আপনার কম্পিউটার ও ল্যাপটেপর জন্য একটি USB স্টিরিও অডিও অ্যাম্পিলিফায়ার বানিয়ে নিন!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন? কাজের চাপে বেশি টিউন করার সময় পাই না। তবে আমার যে সকল ভক্তবৃন্দ কোন টিউন করার জন্য বেশি করে অনুরোধ করে সেগুলো টিউন অনেক ব্যাস্ততার মাঝেও করার চেষ্টা করি। সেই রকমেরই একটা টিউন আজ আপনাদের উপহার দিব। আশা করি অনেকেরই কাজে লাগবে। আজ যেই সার্কিট আপনাদের মাঝে শেয়ার করবো, এটি আসলে কম্পিউটার ও ল্যাপটপের জন্য ব্যবহৃত মিনি অডিও অ্যাম্পিলিফায়ার সার্কিট। এটি অন্যান্য অডিও অ্যাম্পিলিফায়ার থেকে একটু আলাদা। কারণ, এটার জন্য কোন আলাদা পাওয়ারের দরকার হয় না। USB Port থেকে যেই পাঁচ ভোল্ট পাওয়া যায়, এটির মাধ্যমেই এই অডিও অ্যাম্পিলিফায়ারটি চলতে পারে। এটি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন।

  • ১. দুটি ৪৭ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী কমলা সোনালী।
  • ২. একটি ১ ওহমের রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো সোনালী সোনালী।
  • ৩. একটি ৬৮০ ওহমের রেজিস্ট্যান্স যার কালার নীল ধুসর বাদামী সোনালী।
  • ৪. দুইটি ৪.৭ ওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী সোনালী সোনালী।
  • ৫. পাঁচটি 100n মানের নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
  • ৬. চারটি 100uF 25v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৭. একটি 100uF 10v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৮. একটি TDA2822 মানের আইসি।
  • ৯. একটি 47k এর ছয় পিনের ভলিওম।এই মান যদি না পান তাহলে 100k লাগাতে পারবেন।
  • ১০. একটি সুইচ।
  • ১১. একটি লাল কালারের LED ।
  • ১২. দুইটি ৪ ওহম এক ওয়াটের মাইক। যদি না পান তাহলে যে কোন রেডিও এর মাইক লাগাতে পারবেন।
  • ১৩. একটি USB ক্যাবল।
  • ১৪. একটি স্টিরিও জ্যাক।
    এবার নিচের সার্কিটের মত করে ভেরোবোডে সংযোগ করুন।
TTC Tunes

    TDA2822 আইসির পিনের ছবি দেখুন।
TTC TunesUSB ক্যাবল কাটলে চারটি তার পাবেন যার ভিতর একটি লাল ও একটি কালো তার আছে। এই লাল কালো তার সার্কিটের সাথে লাগিয়ে USB পোর্টে প্রবেশ করান এবং স্টিরিও জ্যাক পিসি বা ল্যাপটপের অডিও আউটপুটে লাগান। কাজ শেষ। তবে আপনি চাইলে অ্যাম্পিলিফায়ারের মাইকের লাইনে একটি স্টিরিও সকেট লাগাতে পারবেন।

TTC Tunesতো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা টোটাল কত খরচ পরবে, এইটা তৈরী করতে। একটু বলবেন প্লিজ।

Level New

টোটাল কত খরচ পরবে, এইটা তৈরী করতে

রুবেল ভাই, আপনার সব টিউন আমার খু-ব-ই ভাল লাগে। নিস্বার্থক ভাবে সবাই কে আনেক উপকার করেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। ভাইজান, নকিয়া ব্যাটারী কে পেনসিল ব্যাটারী সমান আউটপোর্ট দিব, কিভাবে। (মানে নকিয়া ব্যাটারী ৩.৭ ভোল্ট কে পেনসিল ব্যাটারী ‌১.৫ আউটপোর্ট কিভাবে করব)। রিচার্জেবল পেনসিল (১.৫) ব্যাটারীকে নকিয়া চার্জার দিযে কিভাবে চার্জ করব? একটি টিউন করলে অনেক বেশি উপক্রীত হব। আপনার আশায় থাকলাম। আল্লাহ হাফেজ।০১৯৫০০৫৯০৫৬