সবাই কেমন আছেন? কাজের চাপে বেশি টিউন করার সময় পাই না। তবে আমার যে সকল ভক্তবৃন্দ কোন টিউন করার জন্য বেশি করে অনুরোধ করে সেগুলো টিউন অনেক ব্যাস্ততার মাঝেও করার চেষ্টা করি। সেই রকমেরই একটা টিউন আজ আপনাদের উপহার দিব। আশা করি অনেকেরই কাজে লাগবে। আজ যেই সার্কিট আপনাদের মাঝে শেয়ার করবো, এটি আসলে কম্পিউটার ও ল্যাপটপের জন্য ব্যবহৃত মিনি অডিও অ্যাম্পিলিফায়ার সার্কিট। এটি অন্যান্য অডিও অ্যাম্পিলিফায়ার থেকে একটু আলাদা। কারণ, এটার জন্য কোন আলাদা পাওয়ারের দরকার হয় না। USB Port থেকে যেই পাঁচ ভোল্ট পাওয়া যায়, এটির মাধ্যমেই এই অডিও অ্যাম্পিলিফায়ারটি চলতে পারে। এটি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন।
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
আচ্ছা টোটাল কত খরচ পরবে, এইটা তৈরী করতে। একটু বলবেন প্লিজ।