আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩১] :: খুব সহজে FM ট্রান্সমিটারের Tank কয়েল বানিয়ে নিন!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবায় কেমন আছেন? অনেক দিন হল সময়ের অভাবে আমি টিটিতে কোন টিউন করতে পারিনি! তবে অনেকের অনুরোধে আজ এই টিউন করা! কারণ, অনেকে FM ট্রান্সমিটার কষ্ট করে তৈরী করে, কিন্তু Tank কয়েল সঠিক ভাবে তৈরী না করতে পারার কারণে রেডিও তে কোন ফ্রিকুয়েন্সি পায় না। ফলে সব কষ্ট বৃথা যায়। এবার আমি আপনাদের শিখাবো কিভাবে সহজে এই কয়েল তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে টেবিল ফ্যানের শ্যাফ্ট সংগ্রহ করতে হবে।

TTC Tunesছবিতে দেখুন শ্যাফ্টের দুই পাশে প্যাচ আছে। এবার যেকোন এক পাশের প্যাচে কয়েলটি নিচের ছবির মত করে প্যাচ দিন।

TTC Tunes
প্যাচ দেওয়া হয়ে গেলে পুরো কয়েল ধরে উল্টা প্যাচে ঘুরান। তাহলে দেখবেন কয়েলটি সুন্দর ভাবে তৈরী হয়ে খুলে এসেছে।

TTC Tunes
তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Welcome back রুবেল ভাই।

good

এইটার কাজ টা কি? আমার রুমে রাতে ঠিক মতো রেডিও পায় না, 2-3 টা চ্যানেল পায় কিন্তু সকালে সেই স্থানে আবার 15-17 টা চ্যানেল ক্লিয়ার ভাবে শোন যায়। রাতে এই ভাবে ক্লিয়ার সব চ্যানেল শোনার কি কোন উপাই আছে?