আস সালামু আলাইকুম । আসা করি সবাই ভালই আছেন।
আজ কোন কথা নই সুধু টিউন।
প্রথমে মোবাইল চারজারটি সকেটে প্রবেশ করান আর খেয়াল করুন কোন স্পারকিং বা ফায়ারিং হচ্ছে কিনা। যদি কোন স্পারকিং বা ফায়ারিং না হয় তখুন চারজারটি খুলে দেখুন সংযোগ খুলে আছে কিনা । সংযোগ খুলে থাকলে লাগিয়ে দিন।
সংযোগ থিক আছে – তাহলে দেখুন বিদ্যুৎ সংযোগের সাথে ১ ওহম রেজিস্টান্ট আছে (১ ওহম রেজিস্টান্ট এর কালার কোড হচ্ছে – বাদামি, কাল, সোনালি, সনালি) সেটি পরীক্ষা করুন। যদি পরীক্ষা করতে না পারেন তবে রেজিস্টান্টটি খুলে ফেলুন, ডাইরেক্ট করে দিন। সিগ্নাল বাতি জ্বলবে।
সিগ্নাল বাতি জলছে কিন্তু মোবাইল চার্জ হচ্ছেনা- চার্জারের পিনটি খুলে ফেলুন আর একটি নতুন পিন লাগিয়ে দিন। কাজ শেষ।
আজ এ পরযন্ত। পরবর্তী টিউনে দেখা হবে।
সে পরযন্ত ভাল থাকবেন।
আমি আব্দুল হালিম জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু
ভাইজান , চার্জারের পিন বলতে কি বুঝাচ্ছেন । বুঝতে পারলাম না। ছবিও দেন নাই। কিন্তু টিউনটি সুন্দর হয়েছে।