Gamer দের জন্য সামসাং এর নতুন পণ্য [ মিনি টিউন ]

“Gear VR” নামে একটি ভার্চুয়াল রিয়ালিটি কনভার্টার পণ্য বাজারে নিয়ে আসছে সামসাং । আসলে তারা "Oculus" নামে কোম্পানীকে সাথে নিয়ে এই পন্যটি বাজারে এনেছে। এটি দিয়ে মূলত ভার্চুয়াল জগতের সব কিছুরই অভিজ্ঞতা নেয়া যাবে। তবে যারা hardcore Gamer তাদের জন্য এটি একটি যোগান্তকারী পণ্য। Gear VR ডিজাইন করা হয়েছে সাদা এবং কালো প্লাস্টিক আর কালো ফিতা দিয়ে। এর মধ্যে আছে Quad-HD Super AMOLED 3D display যেটা সামসাং galaxy note 4 এ ব্যবহার করা হয়েছে। এটি 96-degree field এ 360-degree তে দেখার সুযোগ করে দিবে।

gear-header

"Gear VR" এর মধ্যে আরো আছে :

উন্নত মানের লেন্স, Ventilation Holes, Proximity Sensor, Back Button, Volume Keys, Touch Pad, Focal Adjustment Wheel, USB connector, Phone lock. এটির ডাইমেনশন হচ্ছে ৯০X ১৯৮X১৬৬ mm. এছাড়াও এটি Galaxy Note 4 and Gear Circle এর সাথে কানেক্ট করা যায়। ব্যবহারকারীরা এর মাধ্যমে 3D মুভি, গেমস, educational ভিডিও দেখতে পারবে।

Samsung gear vr

এই বিষয়ে আরো জানতে ঘুরে আসতে পারেন "techykingdom.com" ব্লগ এ।

ভালো লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস