আমার শখের ইলেকট্রনিক্স [ পর্ব-০১] :: বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জ্বলবে বাতি নিভবে বিদ্যুৎ আসার সাথে সাথেই ১০০% পরিক্ষিত !!!!!!!!!!!

আস সালামু আলাইকুম । আসা করি সবাই ভালই আছেন। এত দিন আমি অন্নের ID ব্যবহার করতাম। সেখানে ইলেকট্রনিক্স এর অনেক টিউন করেছি। আমার নতুন ID দিয়া প্রথম টিউন।

বিদ্যুতের যে অবস্থা দিনে রতে ৫-৭ বার বিদ্যুৎ যাওয়া আসা করে। বার বার বাতি অন অফ করা একটা বিরক্তি কর কাজ মনে হয়। তাই এমন একটা উপায় বের করা যাই যার মাধ্যমে বাতি একা একাই জ্বলবে, আর বিদ্যুৎ আসা মাত্রই একা একাই নিভবে। কথা না বাড়িয়ে মূল টিউনে যাই।

এটি করতে যা যা লাগবেঃ

১. 5volt Realy

২. সাদা LED

৩. ব্যবহার করা হয়না এমন একটা মোবাইল চারজার

৪. Battery

৫. সংযোগের জন্য পরিমান মতো তার।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

১. রাং

২. রজন

৩. কাটিং প্লাস

৪. সোলডারিং আইরন


কর্ম পদ্ধতিঃ
নিচের ছবির মতো করে সংযোগ করুন আর মজা দেখুন।

যেভাবে এটি কাজ করেঃ বিদ্যুৎ থাকা অবস্থাই relay battery সংযোগ ছিন্ন থাকে তাই বাতি অফ থাকে বিদ্যুৎ চলে গেলে সংযোগ পাই । নিচের ছবি দেখুন............

No more today.......................
FACEBOOK

Level 0

আমি আব্দুল হালিম জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, চালিয়ে যান।

বুঝলাম না

    @সোহানুর রহমান:
    ভাই আমি খুবই দুঃখিত যে আপনাকে বুঝাতে পারিনি.
    কোন খানে আপনার সমস্যা সেটা বললে ভাল হতো ………….

vai aktu bistarito bolen dekhi
r pic r quality to vlo na 🙁

Level 0

ভাই নতুন কিছু করেন ,এটা পুরাতন

    @samu:
    ভাই পুরাতন থিক কিন্তু রিলে ব্যবহার করে কেও টিউন করেনি তাই
    এতি সহজ মনে হল
    পুরাতন কে নতুন ভাবে দিলাম যদি কার কাজে আসে …………………

জনি ভাই একটি রিলের কি ৫টা মাথা থাকে?

    @শ্রাবন শেখ:
    ভাই আমার ফোনর পিকচার ভাল হয় না তাই হয়তো বুঝতে পারেননি পিকচার দিয়াছি
    যে রিলের পিকচার দিয়েছি সেতি ৫ মাথা
    এবার টিউনে ভাল ছবি দেওয়ার কথা মাথাই রাখবো তাহলে বুঝতে অসুবিধা হবেনা ……………..

ভাই সংযোগ কিভাবে দিব একটু বুঝিয়ে বলেন

Level 0

ভাই আমি কী এই সার্কিটটির সাথে অটো চার্জিং সিস্টেম এ্যাড করতে পারবো যদি আপনি একটু হেল্প করতেন তাহলে ভাল হতো। যত সহজভাবে শিখতে পারবো সেইভাবে সার্কিটটি তৈরী করলে ভাল হতো। Thanks…………

    @sis.suman:
    ভাই আপনি পারবেন
    চারজারের (+ ভোল্ট) ব্যাটারির (+ ভোল্ট) এবং চারজারের (- ভোল্ট) ব্যাটারির (- ভোল্ট) সংযোগ দিন
    আর দিনের বেলা বাতি অফ রাখার জন্য অন অফ সুইচ লাগাতে পারেন

Level 0

Thanks for Replay…. আচ্ছা বেটারি কী অটো চার্জ হবে, অর্থাৎ সম্পূর্ণ চার্জ হওয়ার পর কী চার্জিং সিস্টেম অটো বন্ধ হবে। যদি না হয় তাহলে আমাকে আর কী করতে হবে ?

    @sis.suman: বেটারি অটো চার্জ হবে, কিন্তু সম্পূর্ণ চার্জ হওয়ার পর চার্জিং সিস্টেম অটো বন্ধ হবে না । চার্জিং সিস্টেম অটো করতে অনেক পার্টস সংযুক্ত করতে হবে এতে সার্কিটটি অনেক জটিল হবে।

Level 0

ভাই ব্যাটারী কি চার্জ হবে । চার্জ হওয়ার তো কোন ব্যবস্থায় নেই। অটো চার্জ ই বা হবে কি ভাবে

    @samu: ভাই ব্যাটারী চার্জ হবে ।চারজারের (+ ভোল্ট) ব্যাটারির (+ ভোল্ট) এবং চারজারের (- ভোল্ট) ব্যাটারির (- ভোল্ট) সংযোগ দিন
    আর দিনের বেলা বাতি অফ রাখার জন্য অন অফ সুইচ লাগাতে পারেনবেটারি অটো চার্জ হবে, কিন্তু সম্পূর্ণ চার্জ হওয়ার পর চার্জিং সিস্টেম অটো বন্ধ হবে না । চার্জিং সিস্টেম অটো করতে অনেক পার্টস সংযুক্ত করতে হবে এতে সার্কিটটি অনেক জটিল হবে।

Level 0

vai koto watt er light use kora jabe kisuto bollenna. apnr tune obbossoi valo hoase but onek kisu bad dia gesen. r o bistarito bolar dorkar silo. Current thakle to Light off thakbe tokhon ki battery charge hobe.? Jodi charge hoy tahole to current na jawya porjonto charge hotei thakbe r ata obossoi battery er jonne valo hobena r jodi charge na hoy tahole to battery”r charge kome gele battery khule khule charge dite hobe, atao to onek paiFull hobe….

valo…………………………

ভাই আপনার পরিকল্পনা খুব ভালো কিন্তু বুঝানোর জন্য পরিকল্পনাটা একটু খারাপ হলো । ছবির পাশাপাশি লিখে দিলে খুব …. খুব ভালো হতো । অর্ল্পের মধ্যে আনেক গুলো বাতি জলবে এমন কিছু টিউন দেন । ধন্যবাদ …………..

Level New

জনি ভাই, আমার একটা automatic charger circuit লাগবে ৷ অর্থাৎ, চার্জ ফুল হলে ব্যাটারি আর চার্জ নিবে না ৷ আবার চার্জের প্রয়োজন হলে automatic চার্জ নিবে ৷ এটা কিভাবে বানাবো বা কোথাও কিনতে পাওয়া যাবে কিনা ৷ জানালে খুবই উপকৃত হতাম ৷ Email: [email protected]