আস সালামু আলাইকুম । আসা করি সবাই ভালই আছেন। এত দিন আমি অন্নের ID ব্যবহার করতাম। সেখানে ইলেকট্রনিক্স এর অনেক টিউন করেছি। আমার নতুন ID দিয়া প্রথম টিউন।
বিদ্যুতের যে অবস্থা দিনে রতে ৫-৭ বার বিদ্যুৎ যাওয়া আসা করে। বার বার বাতি অন অফ করা একটা বিরক্তি কর কাজ মনে হয়। তাই এমন একটা উপায় বের করা যাই যার মাধ্যমে বাতি একা একাই জ্বলবে, আর বিদ্যুৎ আসা মাত্রই একা একাই নিভবে। কথা না বাড়িয়ে মূল টিউনে যাই।
১. 5volt Realy
২. সাদা LED
৩. ব্যবহার করা হয়না এমন একটা মোবাইল চারজার
৪. Battery
৫. সংযোগের জন্য পরিমান মতো তার।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
১. রাং
২. রজন
৩. কাটিং প্লাস
৪. সোলডারিং আইরন
কর্ম পদ্ধতিঃ
নিচের ছবির মতো করে সংযোগ করুন আর মজা দেখুন।
যেভাবে এটি কাজ করেঃ বিদ্যুৎ থাকা অবস্থাই relay battery সংযোগ ছিন্ন থাকে তাই বাতি অফ থাকে বিদ্যুৎ চলে গেলে সংযোগ পাই । নিচের ছবি দেখুন............
No more today.......................
আমি আব্দুল হালিম জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু
ধন্যবাদ, চালিয়ে যান।