ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৫] :: বিদ্যুৎ এর সমস্যা যে সকল এলাকায় বেশী তাদের জন্য এই টিউনস।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম

আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা, আমি আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালই আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম ছোট একটি টিউন নিয়ে,

বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের যা অবস্থা আশা করি এই টিউনসটি সকলেরেই কাজে লাগবে।যদি একটু মনোযোগ সহকারে সার্কিটটি দেখেন তাহলে আমার মনে হয় সকলেই তৈরি করতে পারবেন। অটোমেটিক ইমারজেন্সি লাইট। যখন বিদ্যুৎ থাকবে লাইট অটো সিষ্টেমে অফ হয়ে থাকে, আবার বিদ্যুৎ চলে যাবার সাথে সাথে জ্বলে উঠবে। বাজারে অনেক ধরনের LED বাল্ব কিনতে পাওয়া যায়। কম দামের মধ্যে পাথর বাল্ব গুলো বেশি আলো দেয়।নিজের হাতে তৈরি করলে পাথর বাল্ব দিয়ে তৈরি করলে ভাল হয়। আপনি যদি সঠিক ভাবে সার্কিট টি তৈয়ার করেন, বাল্ব কানেকশন যদি সঠিক ভাবে লাগাতে না পারেন তাহলে কিন্তু সারকিটটি কাজ করবে না ।

আসুন এবার LED বাল্ব এর সাথে সামান্য পরিচিত হয়ে নেই। প্রতিটি LED বাল্ব এর পোলারিটি রয়েছে + এবং - এজন্যই প্রথমে আমাদের কে

LED বাল্ব এর পা গুলী ভাল করে চিনতে হবে।

এখানে LED বাল্ব এর তিনটি চিত্র দেখানো হয়েছে,  চিত্রটি দেখে যে সখল বন্ধুরা বুঝতে পারেন নাই

আসুন আপনারা আমার সাথে নিচের চিত্রটি দেখি

LED বাল্বটি দেখতে ঠিক এরকম একটি পা লম্বা এবং অপরটি ছোট, লম্বা পাটি (+) প্রোজিটিভ অপরটি (-) নেগেটিভ। যদি পা দুটি সমান লম্বা থাকে তখন +এবং - কি ভাবে বুঝব

এবারে আসুন নিচের চিত্র টি দেখি

এই চিত্র টিতে বাল্ব এর ভিতরের অংশ টুকু দেখুন একটি বড় প্লেইট অপরটি ছোট, বড় প্লেইট অর্থাৎ যে প্লেইটিতে পিলামেন্ট বসানো থাকে এটা হল (-) বা নেগেটিভ যদি LED বাল্বটি রঙিন হয়, ভিতরে অংশ টুকু না দেখা যায় তা হলে  + অথবা -  কি

ভাবে বুঝব এবারে আসুন নিচের চিত্রটি দেখি

সবুজ তীর দিয়ে যে অংশ টুকু দেখানু হয়েছে এই অংশ টুকু ভাল করে লক্ষ্য করুন রাউনড ভিটটি এক পাশে কাটা রয়েছে, আসুন আর একটি চিত্র দেখি  তাহলে সহজেই বুঝতে পারবেন।

কাটা অংশ টি নেগেটিভ অপটি প্রজেটিভ আশাকরি LED বাল্ব এর গুলির চিনতে আর কোন সমস্যা হবে না সারকিট ডায়গ্রামে যখন রেক্টিফায়ার  ডায়ড, এবং LED বাতী থাকে তখন আমরা কি ভাবে বুঝব কোনটি ডায়ড আর কোনটি LED কারন চিত্রে দেখতে দুটাই একেই রকম।

এবারে আসুন চিত্রটি দেখি

ভালো করে লক্ষ্য করুন ডায়োড এবং LED বাতি চিত্রে একেই রকম। যে চিত্রটির উপরে দুইটি তীর চিহ্ন থাকবে আমরা বুঝে নিব এটাই হল LED বাল্ব। LED বাল্ব নিয়ে কথা বলতে আর ভাল লাগতেছেনা আসুন সামনে আগাই

এগুলী হল সাদা LED বাল্ব। সাদা LED বাল্ব এর মধ্য দুই কালারের আলো হয় যেমন টিউব লাইট এর আলোর  মত দেখতে

অপরটি 100w বা 60w ক্লিয়ার বাল্ব এর মত দেখতে। আপনার পছন্দ মত  বাল্ব কিনে নিন এবারে আসুন পাথর বাল্ব গুলী দেখি=

পাথর বাল্ব নরমাল বাল্বের চাইতে আলো অনেক বেশি। LED সব বল্ব দিয়ে সার্কিট এর সাথে প্যারালাল কানেকশন করা যায় এবং সিরিজ কানেকশন করা যায়।

প্যারালাল কানেকশন সহজ সবাই করতে পারে কিন্তু সিরিজ কানেকশন সবাই পারে না তাই আসুন সিরিজ কানেকশন দেখি

সব LED বাল্ব অথবা পাথর বাল্বের সিরিজ কানেকশন একই রকম চিত্র অনুযায়ী কানেকশন করবে।

আসুন আজকের সার্কিটের পার্টস গুলো দেখে নেই

1Kরেজিষ্টর দুইটি 100 ওহুমস একটি 10 ওহুমস একি।

TIP122অথবা TIP 121 অথবা TIP120 যে কোন একটি নাম্বার হলেই চলবে সারকিটটিতে দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে অপরটি নাম্বার BC 547

এটি হলো একটি ইলেক্ট্রলাইটি কেপাসিটর যার মান এবং ভোল্ট গায়ে লেখা আছে

এটি হল 6VOL ব্যাটারির যা বাজারে কিনতে পাওয়া যায় 280 থেকে 300 টাকা হতে পারে।

এটি হলো মূল সারকিটটি এখানে সব বাল্ব গুলো প্যারালাল কানেকশন করা হয়েছে এই সারকিটটি দেখে যা বুঝতে সমস্যা হয় আসুন আর একটু সহজ করে দেন নিচের সারকিটটি দেখুন=

উপরের সারিতে চারটি ডায়োড ব্যবহার করা হয়েছে এজন্যই আপনার পছন্দ মত আলো বাড়াতে এবং কমাতে পারবেন।

এবার দেখুন সবাই বুঝতে পারেন কি না। রাত্রি গভীর হয়েছে আজকের মত এখানেই বিদায় নিলাম

আল্লাহ হাফেজ =মোঃসেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 ভাই কিন্তু একদম বাতিক্রম জিনিস উপহার দেন আমাদের। ধন্যবাদ শান্ত ভাই।

    Level 3

    @আই,টি সরদার: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

Oenk Valo Lekhcen , Thank’s for share .
R amar jonno doa korben , ami jeno ekhan theke onek kico shekhte pare .
Bcos ami ey matro ekhane NEW shodosso holam.

    Level 3

    @রাশেদুল ইসলাম: ভাইয়া তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও

Onek Valo Lekhcen , Thank’s for share .
R amar jonno doa korben , ami jeno ekhan theke onek kico shekhte pare .
Bcos ami ey matro ekhane NEW shodosso holam.

    Level 3

    @রাশেদুল ইসলাম: ভাল থাক

Level 0

ধন্যবাদ শান্তু ভাই অনেকদিন পর আপনার টিউন পেলাম । আশা করি এখন থেকে নিযমিত আপনার টিউন পাব।

    Level 3

    @rana786: আমার জন্য দোয়া করবেন

Level 0

আপনার টিউনগুলোর মধ্যে এটা মনে হচ্ছে বিস্তারিত লিখেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে চার্যিং সিস্টেম দিয়েছেন এর মাধ্যমে কি অভার চার্য কনট্রোল হবে? বল্লে উপকৃত হতাম

    Level 3

    @Haque: না ভাইয়া এখানে ছুট সার্কিটে অভার চার্য কন্ট্রোল দেয়া হয়নি

Level 0

এখানে দুটা ইন্ডিকেটর এলইডি দিলে আরও ভাল হত। বুঝাযেত কোন মুডে আছে। আর অন অফ সুইস দিলেন নাতো।

    Level 3

    @Haque: ইন্ডিকেটর এলইডি দিলে ভালই হত, সুইচ লাগানো হয়েছে উপরে সারি ডায়ডের সাথে ধন্যবাদ আপনাকে।

Level 0

এখানে দুটা ইন্ডিকেটর এলইডি দিলে আরও ভাল হত। বুঝাযেত কোন মুডে আছে। আর অন অফ সুইস দিলেন নাতো।

    Level 3

    @Haque: on /off সুইচ লাগানো হয়েছে

    Level 3

    @রাশেদ ইকবাল রাজু: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

ভালো লাগলো… এইরকম ভালো টিউনস এর জন্য ধন্যবাদ……।।

    Level 3

    @ব্লগার রাজ: ধন্যবাদ ভাইয়া

ভাই বাজারে দুই ধরনের পাথর বাল্ব পাওয়া যায়। একটার আলো খুবই বেশী ও স্পষ্ট কিন্তু অন্যটির আলো কম ও ঘোলা। আমি প্রায় ৬ মাস আগে বাল্ব কিনেছি ঐগুলোর আলো খুবই স্পষ্ট কিন্তু বর্তমানে আর ঐ বাল্বগুলো পাচ্ছি না। এখন সব দোকানে একই কোয়ালিটির বাল্ব ঘোলাটে আলোর। কি করি? আর ভাই রেজিস্টরের মানটা একটু স্পষ্ট করুন। তাছাড়া টিপ ১২০ ঐ কম্পোনেন্ট আমার কাছে অপরিচিত। ঐটা সম্পর্কে একটি ভালভাবে বুঝিয়ে বলুন ও ঐটার কাজ কি। ধন্যবাদ

    Level 3

    @মোঃ আসাদুজ্জামান আসাদ: ভাইয়া আপনি কোথায় থাকেন জানিনা বাজারে কমদামি ও বেশী দামের দুই ধরণের বাল্ব পাউয়া যায় । TIP122 একটি NPN ট্রান্জেষ্টর

:O জটিল লাগলো , তবে আমি বানাইতে পারি না

    Level 3

    @Technology Pagol: চেষ্টা করেন ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ, অনেক দিন পর ইলেক্ট্রনিক্স এর টিউন পেলাম।

    Level 3

    @Raju: ভাইয়া ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ 😀

    Level 3

    @সারোয়ার হোসেন: আপনাকে ও অনেক ধন্যবাদ

kotokhon pojjonto cholbe 6v battery full charge dile?

    Level 3

    @rana_comilla: ভাইয়া আপনার 6V ব্যাটারীটি কত এম্পীয়ার যানি না আপনার ব্যাটারির এম্পীয়ার উপর নির্ভর করবে।

ভাই অনেক সুন্দর টিউন করা জন্য ধন্যবাদ,বিদ্যুৎ থাকলে ব্যাটারি কি অটো চার্জ হবে,না আলাদা করে খুলে ব্যাটারি চার্জ করতে হবে।

    Level 3

    @kamrulsohan: ধন্যবাদ,ভাইয়া বিদ্যুৎ থাকলে ব্যাটারি অটো চার্জ হবে।

দারুন টিউন @ ধন্যবাদ

    Level 3

    @হোছাইন আহম্মদ:ভাই কেমন আছেন আপনার ফোন নাম্বারটি আমাকে দিবেন

    Level 3

    @হোছাইন আহম্মদ: হোসান ভাই আপনার সাথে আমার কিছু একান্ত কথা ছিল

nice tune

    Level 3

    @masum al islam: আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ। খুব ভাল লাগল।

    Level 3

    @skytipsbd: অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন দেয়ার জন্য।

    Level 3

    @আতিকুর রহমান: আপনাকে ধন্যবাদ

Level 0

আনেক সুন্দর হয়েছে। ভাই ৬ ভোল্ট এর ব্যাটারিতে পাথর বাল্ব কয়টি লাগানো যাবে ? পাথর বাল্ব এর ভোল্ট কত? মোবাইল এর ব্যাটারি দিয়ে পাথর বাল্ব কয়টি লাগানো যাবে? সে রকম কোন সার্কিট দিলে খুশি হব।

    Level 3

    @suchana: উপরে যে সার্কিটটি দেয়া হয়েছে এখানে চব্বিশ টি পাথর বাল্ব সুন্দর ভাবে জ্বালানো যাবে পাথর বাল্ব বিভিন্ন ভোল্টের হয়ে থাকে বাজারে নরমাল যে গুলি কিনতে পাউয়া যায় এ গুলি 3.5v দিলে ভাল হয় । ধন্যবাদ

ভাইয়া, টিউনটি খুব ভাল হয়েছে।
এই সার্কিটে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে সেটার মানটা জানাবেন।
ভাইয়া, আমার কাছে দুইটা SUNCA 6V 4.5 Ah ব্যাটারি আছে। সেগুলা সিরিজে কানেক্ট করে ১২ ভোল্ট ব্যাটারি হিসেবে ব্যবহার করি। সমস্যা হচ্ছে এদের চার্জ দিতে গিয়ে।দোকান থেকে একটা ১২ ভোল্ট এর চার্জার কিনে এনেছিলাম কিন্তু সেই চার্জার দিয়ে আধা/এক ঘন্টা চার্জ দিলেই চার্জারের ভেতর থাকা ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে যায়। এত বেশি গরম হয় যে ট্রান্সফরমার এর ভেতরের প্লাস্টিক বডিটা গলে গন্ধ বের হয়। এভাবে আমার একটা ট্রান্সফরমার জ্বলে নস্ট হয়ে গিয়েছে। আমার এক বন্ধু UPS এর 12V 7Ah (Ah সঠিক মনে নেই) ব্যাটারির জন্য একই চার্জার কিনেছে এবং তার ও একি সমস্যা হচ্ছে। আমার নস্ট হয়ে যাওয়া ট্রান্সফরমারের গায়ে কোন মান লেখা নেই তবে আমার বন্ধুর টা 12V 3000 mAh লেখা আছে জানিয়েছে।এই সমস্যার সমাধান দিলে খুবই উপকৃত হব।চার্জারে যা যা আছেঃ একটা ট্রান্সফরমার, চারটা ডায়োড এবং ডিসি লাইনের সাথে একটা 1000uF 35V ক্যাপাসিটর।কেন এই সমস্যা হচ্ছে এবং কি সমাধান প্লিজ জানাবেন।
আর একটা প্রশ্নঃ ১২ ভোল্টের চার্জার দিয়ে SUNCA 6V 4.5 Ah একটা ব্যাটারিতে চার্জ দেয়া যাবে?

    Level 3

    @রাজু চৌধুরী: (1) 6v / 1000ma ট্রান্সফরমার লাগালেই চলবে। (2) প্রথমে তোমার ডায়ড গুলী ঠিক আছে কিনা এভো মিটার দিয়ে চেক করতে হবে, ডায়ড গুলি কানেকশন ঠিক করে লাগানো হয়েছে কিনা চেক করতে হবে কেপাসিটর ঠিক করে লাগানো হয়েছে কিনা দেখতে হবে যদি সব কানেকশন ঠিক থাকে তার পড় চেক করতে হবে ট্রান্সফরমার। তামার দাম বেড়ে যাওয়া এখন বাজরে দুই নম্বারি কাজ চলছে এলমিনিয়মে তারকে তামা কালার করে সব ট্রান্সফরমার কয়েল তৈরি করা হচ্ছে যে কারণে ট্রান্সফরমা কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে কয়েলটি তামা কালার করা না অরজিনিয়াল তামা। সব কিছু ঠিক থাকার পরেও যদি কয়েল অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে দেখতে হবে কোথাও শর্ট সার্কিট হয়েছে কি না।12vথেকে 6v চার্য করা যাবে ছুট্ট একটি সারকিট তৈরি করতে হবে ।

চমৎকার টিউন । আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক টা কি দেয়া যাবে ভাই ?

    Level 3

    @শামীম: facebook.com/santo.khan.921

Kuv dorjar kaj…………………..

Level 3

ভাই ধন্যবাদ আপনাকে কিন্তু কিছুই ঝুযতে পারলাম না

শান্ত ভাই, আমি এই সাইডে নতুন, আপনার সাথে কি ভাবে যোগাযোগ করব ভেবে পাচ্ছিনে। আমার ফিলিপস্ ১৪ ইঞ্চ একটা কম্পিউটার মনিটর চারকিত এর power সাইডে কিছু parts জলে গেছে। নেট থেকে চারকিত ঠার dawagram কি ভাবে নেয়া যায়?

    Level 3

    @কায়সার মাহমুদ: বিশেষ প্রয়োজনে ফোন নাম্বার দেয়া আছে।

Level 2

good tune.. ভাল লাগল.. ভাই আমি সেইম ব্যাটারি থেকে USB / Galaxy Mobile Charger বানাতে চাই ;
please simple ভাবে একটা system বলুন ।

    Level 3

    @mdjasim505: ঠিক আছে আপনার কথা আমার মাথায় রইল।

Level 0

you are great vaiya

12 volt battery er circuit ta den pls……

Level 2

resistor koto watt ar