আসসালামু আলাইকুম , আজকে আমি আপনাদের সাথে একটা Experiment Kit শেয়ার করব । আশা করি আপনাদের কাজে আসবে । আর এটা বানাতে যা যা লাগবে ,তা ধারাবাহিক ভাবে নিচে বর্ননা করা হয়েছে । আর কোথাও কোন ভুল হলে দয়া করে ক্ষমা করে দেবেন ।
যাই হোক , এবারে আলোচনা করব , এই এক্সপেরিমেন্ট কিটে কি কি সুবিধা আছে ।
১। USB Connector
২। Serial Connector
৩। 4 Push Button
৪। LCD Display[16x2]
৫। Female Connector for Bluetooth Device
আর একটা কথা , এই কিটে Microcontroller এর প্রতিটি পিনের সাথে Female Connector আছে , যাতেকরে Microcontroller এর প্রতিটি পিনই আলাদা ভাবে ব্যাবহার করা যায় । আর চাইলে কিট থেকে ব্রেড Board এ power supply ও দেওয়া যাবে ।
Parts List :
1. IC Base 28 pin
2.IC Base 16 pin
3. capacitor 22pf ceramic ২টা
4. capacitor 220 nf 2টা
5.capacitor 1uf 50v 5টা
6. Crystal 12MHz 1টা
7. LM 35 [Temperature Sensor]
8. DC Socket 1টা
9.Resistor 10k ohm 4টা
10. Resistor 470 0hm 6টা
11.Variable Resistor 5kohm 1টা
12. LCD Display[16x2] 1টা
13. Seven Sigment Dispay 1টা
14.Push Button 4টা
15. USB Connector B-type 1টা
16. DB9F Connector 1টা
17. IC--> Max232
18. IC--> Pic 18f2550[or another PIC Microcontroller ,if you want]
19.Female Connector 3টা
20.L -Shaped Male Connector 1টা & LED 6টা [Color depends on you] .
উপরের parts গুলো সংগ্রহ করতে হবে । যারা ঢাকার বাইরে থাকেন তারা , TechShopBD তে যোগাযোগ করে parts সংগ্রহ করতে পারবেন ।
TechShopBD's Website ->> http://www.techshopbd.com/
এবার এ দিকে খেয়াল করুন
এইখানে কিছু instructions দেওয়া আছে । ক্যাপাসিটর 1uf এর position ও 470 ohm কোথায় বসবে ইত্যাদি । খেয়াল রাখবেন 1uf capacitor যেন কমপক্ষে ২০ ভোল্টের হয় এবং পোলার হয় যেন । আর insertion এর ক্ষেত্রে [+ /- ] ঠিক রেখে কাজ করবেন , কেননা একটু ভুল হলেই এর প্রভাব সমস্ত circuit এ পরবে ।
Download link থেকেই আপনারা সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন ।
আর PCB file টিও ডাউনলোড লিঙ্ক থেকেই পাবেন , একটা PDF ফাইল ।
এবার PCB কিভাবে বাসায় বানাবেন , Faisal ভাই এর টিউনটিতে ছবি সহ সব বিস্তারিত দেওয়া আছে Tune link।যারা বানাতে পারবেন না , তারা TechShopBD তে যোগাযোগ করতে পারেন ।
এবার Microcontroller এর কোন port কিভাবে ব্যাবহার করবেন , তা আলোচনা করব ।
A0-> for LM35 [it is static and final, you cannot change it]
A1->for another adc input[]
A2 থেকে A5 for 4 push button , those will work with logical 0 .[পিন গুলো সবসময় +5v অবস্থায় থাকবে এবং সুইচ টিপলে 0v হবে ]
এবার PORT B এর
B7 থেকে B2 for LCD Display ।
এভাবে --
sbit LCD_RS at LATB7_bit;
sbit LCD_EN at LATB6_bit;
sbit LCD_D4 at LATB5_bit;
sbit LCD_D5 at LATB4_bit;
sbit LCD_D6 at LATB3_bit;
sbit LCD_D7 at LATB2_bit;
B1 and B0 are connected with two LED .[প্রত্যেকটি লেড এর +side microcontroller এর সাথে যুক্ত , মানে port এর pin 1 হলে জলবে ও 0 হলে নিভবে ]
আর এর প্রেক্ষিতেই , আপনার Microcontroller এর জন্য Code করতে হবে ।
আরেক টা কথা , এখানে 7 Sigment Display এর অপশন আছে । আসলে এটার সাথে কোন Connection নেই , কোন কিছুর । Female Connector দেওয়া আছে , চাইলে তার দিয়ে Connection দিতে পারবেন ।
আপনারা চাইলে YouTube এ Experiment Kit টির ভিডিওটি দেখে আসতে পারেন ।
আমার কোথাও কোন ভুল হলে ক্ষমা করে দেবেন , দয়া করে ।
ধন্যবাদ ।
আমি Naasif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Did you make the pcb yourself? How did you add blue coat at the bottom side of the pcb? Please answer… i feel very curious. Anyway, thanks for the tune.