আপনাদের জন্য ছোট্ট PIC Experiment Kit [For 28 pin] এবং PCB ডায়াগ্রাম সহ

আসসালামু আলাইকুম , আজকে আমি আপনাদের সাথে একটা  Experiment Kit শেয়ার  করব । আশা  করি আপনাদের কাজে আসবে । আর  এটা বানাতে যা যা  লাগবে ,তা ধারাবাহিক ভাবে নিচে  বর্ননা  করা হয়েছে । আর কোথাও কোন ভুল হলে দয়া করে ক্ষমা করে দেবেন ।

যাই হোক , এবারে আলোচনা করব , এই  এক্সপেরিমেন্ট কিটে  কি কি সুবিধা আছে ।

১। USB Connector

২। Serial Connector

৩।  4 Push Button

৪। LCD Display[16x2]

৫। Female Connector for Bluetooth Device

আর একটা কথা , এই কিটে  Microcontroller এর প্রতিটি পিনের সাথে Female Connector আছে , যাতেকরে Microcontroller এর প্রতিটি পিনই আলাদা ভাবে ব্যাবহার করা যায়  । আর চাইলে কিট থেকে ব্রেড Board এ power supply ও  দেওয়া যাবে ।
Parts List :
1. IC Base 28 pin
2.IC Base 16 pin
3. capacitor  22pf ceramic   ২টা
4. capacitor 220 nf 2টা
5.capacitor  1uf 50v 5টা
6. Crystal 12MHz  1টা
7. LM 35 [Temperature Sensor]
8. DC Socket 1টা
9.Resistor 10k ohm 4টা
10. Resistor 470 0hm 6টা
11.Variable Resistor 5kohm 1টা
12. LCD Display[16x2] 1টা
13. Seven Sigment Dispay 1টা
14.Push Button 4টা
15. USB Connector B-type 1টা
16. DB9F Connector  1টা
17. IC-->  Max232
18. IC-->  Pic 18f2550[or another PIC Microcontroller ,if you want]
19.Female Connector 3টা
20.L -Shaped Male Connector 1টা  & LED 6টা [Color depends on you] .
উপরের  parts গুলো সংগ্রহ করতে হবে । যারা ঢাকার বাইরে থাকেন  তারা , TechShopBD তে যোগাযোগ করে parts সংগ্রহ করতে পারবেন ।
  TechShopBD's Website ->> http://www.techshopbd.com/

এবার এ দিকে খেয়াল করুন



এইখানে  কিছু instructions দেওয়া আছে । ক্যাপাসিটর 1uf এর position ও 470 ohm  কোথায় বসবে  ইত্যাদি । খেয়াল রাখবেন 1uf capacitor যেন কমপক্ষে ২০ ভোল্টের হয় এবং পোলার হয় যেন । আর insertion এর ক্ষেত্রে [+ /- ] ঠিক রেখে কাজ করবেন , কেননা একটু ভুল হলেই  এর প্রভাব সমস্ত circuit এ পরবে ।

Download link থেকেই  আপনারা সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন ।




আর  PCB file টিও  ডাউনলোড লিঙ্ক থেকেই পাবেন , একটা PDF ফাইল ।

এবার  PCB কিভাবে বাসায় বানাবেন , Faisal ভাই এর টিউনটিতে ছবি সহ সব বিস্তারিত দেওয়া আছে Tune link।যারা বানাতে পারবেন না , তারা  TechShopBD তে  যোগাযোগ করতে পারেন ।
এবার Microcontroller এর কোন port কিভাবে ব্যাবহার করবেন , তা আলোচনা করব ।
A0-> for LM35 [it is static and final, you cannot change it]
A1->for  another adc input[]
A2 থেকে A5 for 4 push button , those will work with logical 0 .[পিন গুলো সবসময় +5v অবস্থায় থাকবে এবং সুইচ টিপলে 0v হবে ]
এবার PORT B এর
B7 থেকে B2  for LCD Display ।

এভাবে --

sbit LCD_RS at LATB7_bit;
sbit LCD_EN at LATB6_bit;
sbit LCD_D4 at LATB5_bit;
sbit LCD_D5 at LATB4_bit;
sbit LCD_D6 at LATB3_bit;
sbit LCD_D7 at LATB2_bit;
B1 and B0 are connected with two LED .[প্রত্যেকটি লেড এর +side microcontroller এর সাথে যুক্ত , মানে port এর pin  1 হলে জলবে ও 0 হলে নিভবে  ]

আর এর প্রেক্ষিতেই  ,  আপনার Microcontroller এর জন্য Code  করতে হবে  ।





আরেক টা কথা ,  এখানে 7 Sigment Display এর অপশন  আছে । আসলে  এটার সাথে কোন Connection নেই , কোন কিছুর । Female Connector দেওয়া আছে , চাইলে  তার  দিয়ে Connection দিতে পারবেন ।

Download Link

আপনারা চাইলে  YouTube এ Experiment Kit টির  ভিডিওটি  দেখে আসতে পারেন ।

YouTube VideoLink

আমার কোথাও কোন  ভুল  হলে ক্ষমা করে দেবেন , দয়া করে ।

ধন্যবাদ  ।

Level 0

আমি Naasif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Did you make the pcb yourself? How did you add blue coat at the bottom side of the pcb? Please answer… i feel very curious. Anyway, thanks for the tune.

    Level 0

    @jhorapalok:

    Yes, I made it .
    If you would like to add Blue coat in PCB Layout , Follow the instructions ,please
    1. go to –> ‘Tools’ and Select ‘ Power Plane Generator ‘
    2 . Select , Layer –>”Inner 2″
    3.Click on OK.
    In this way i did it , Did i make you understand ? ,
    Many many thanks to you .At least you are the one who commented on my tune .
    Once again , Thank You !!

What software did you use to create the pcb layout?

    Level 0

    @jhorapalok:
    Sorry , For being late
    I used Proteus 8

Level 0

ভাই আমাকে একটু হেল্প করেন।আমি একটা PIC Programmer কিনসি আমি চাইটাসি একটা pic16f73 থেকে Hex file কপি করে অন্নতাতে Burn করতে।আমি Hex file তা কপি করি কিন্তু Hex file টা Burn করলে কাজ হয় না কেন?আমাকে মিস কল দেন ০১৯৫৫৩৮২৭৫৮।