Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৯] :: ভিডিওতে Arduino বেসিক-২ এবং LED ব্রাইটনেস কন্ট্রোল প্রজেক্ট (৪০ মিনিটের মেগা ভিডিও টিউন) | কোর্সটিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনিও পেতে পারেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট

Arduino শিখুন প্রজেক্ট তৈরি করুন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৯ম পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৯ম পর্বে  আজ থাকছে PWM এবং LED ব্রাইটনেস কন্ট্রোল প্রজেক্ট উপর একটা ভিডিও টিউন।

ভিডিও দেখুন , Arduino শিখুন আর তৈরি করুন এক্সক্লুসিভ প্রজেক্ট

ভিডিওতে রয়েছে,

  • PWM সম্পর্কে বেসিক আলোচনা।
  • LED ব্রাইটনেস কন্ট্রোল প্রজেক্ট সম্পর্কে আলোচনা।
  • কিভাবে Arduino IDE ব্যবহার করে LED ব্রাইটনেস কন্ট্রোল প্রজেক্টের জন্য প্রোগ্রাম লিখবেন?
  • কিভাবে PROTEUS এ LED ব্রাইটনেস কন্ট্রোল প্রজেক্টের হার্ডওয়ার সার্কিট ডিজাইন করবেন?
  • কিভাবে PROTEUS এ হার্ডওয়ার সার্কিটে Arduino র প্রোগ্রাম  লোড করে সিমুলেশন করবেন?
  • আরো অনেক কিছু।

প্রোগ্রাম সোর্সকোড

int led = 9;
int brightness = 0;
int fadeAmount = 5;

void setup()  {
pinMode(led, OUTPUT);
}

void loop()  {
analogWrite(led, brightness);
brightness = brightness + fadeAmount;

if (brightness == 0 || brightness == 255) {
fadeAmount = -fadeAmount ;
}

delay(30);
}

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু করণীয়

প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে। Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৭] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে । আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১: প্রগ্রামে ব্যবহৃত  pinMode(led, OUTPUT); দ্বারা কি নির্দেশ করা হয়?
  • প্রশ্ন ২: brightness ভেরিয়েবলের মান সর্বোচ্চ কত হতে পারে ?
  • প্রশ্ন ২: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount ; দ্বারা কি নির্দেশ করা হয় ?

কোর্স শেষে পাবেন টেকটিউনসসস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনসসস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভিডিও টি ডাউনলোড করার উপায় কি ? ডাউনলোড করে নিতে পারলে খুব ভাল হত।

    @shariful: IDM দিয়ে Youtube থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 0

উত্তর ১: pinMode (led, OUTPUT) দ্বারা নির্দেশ করা হয়েছে যে নির্দিষ্ট পিনটি OUTPUT হিসাবে ব্যাবহার হবে।

উত্তর ২: brightness ভেরিয়েবল-এর মান সর্বোচ্চ 255 হতে পারে।

উত্তর ৩: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount -এর মাধ্যমে feading এর value কে reverse করা হচ্ছে।

    @jimad: ধন্যবাদ ভাই, শুভকামনা রইলো।

Level 0

উত্তর:
1. প্রোগ্রামে pinMode(led, OUTPUT); দ্বারা মূলত led নামক পিন কে আউটপুট হিসাবে র্নিধারন করা হয়েছে।

2. brightness variable এর মান সর্বোচ্চ 255 হতে পারে।

3. প্রোগ্রামে ব্যবহ্নত fadeAmount = -fadeAmount; মূলত যে কাজটি করে থাকে তা হল fadeAmount এর পূর্বের মানের সাইন পরিবর্তন করে দেয় । যত বার if condition true হয় ততবার এই পরিবর্তন চলতে থাকে।

    @shariful: ধন্যবাদ ভাই, শুভকামনা রইলো।

উত্তর ১: প্রগ্রামে ব্যবহৃত pinMode(led, OUTPUT); দ্বারা আউটপুট নির্দেশ করা হয়।

উত্তর ২: brightness ভেরিয়েবলের মান সর্বোচ্চ ২৫৫ হতে পারে।

উত্তর ৩: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount ; দ্বারা LED এর ব্রাইটনেস কন্ট্রোল নির্দেশ করা হয়।

ভাইয়া, প্রগ্রাম এর ভাষা গুলি আমি ঠিক বুঝতে পারছিনা। আপনি html এবং CSS যে ভাবে বিস্তারিত ভাবে বুঝিয়েছেন,সে ভাবে যদি বুঝাতেন তবে খুব ভালো হতো।
ধন্যবাদ।

    @আজিজুল ইসলাম: ধন্যবাদ ভাই, আগের লেখা এবং ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। শুভকামনা রইলো।

Level 0

উত্তর ১: এখানে pinMode (led, OUTPUT) দ্বারা নির্দেশ করা হয়েছে যে 9 number পিনটি OUTPUT হিসাবে ব্যাবহার হবে।

উত্তর ২: brightness ভেরিয়েবল-এর মান সর্বোচ্চ 255 (8 bit)হতে পারে।

উত্তর ৩: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount -এর মাধ্যমে feading এর value কে reverse করা হচ্ছে। (increase/decrease এর জন্য)

Ans 1: প্রগ্রামে ব্যবহৃত pinMode(led, OUTPUT) দ্বারা আউটপুট নির্দেশ করা হয়।
Ans 2: brightness ভেরিয়েবলের মান সর্বোচ্চ 255 হতে পারে।
Ans 3: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount দ্বারা LED ব্রাইটনেস কন্ট্রোল করা হয়।

উত্তর ১: প্রগ্রামে ব্যবহৃত pinMode(led, OUTPUT); দ্বারা আউটপুট নির্দেশ করা হয়।

উত্তর ২: brightness ভেরিয়েবলের মান সর্বোচ্চ ২৫৫ হতে পারে।

উত্তর ৩: প্রগ্রামে ব্যবহৃত fadeAmount = -fadeAmount ; দ্বারা LED এর ব্রাইটনেস কন্ট্রোল নির্দেশ করা হয়।

আজিজুল ভাইকে কৃতজ্ঞতা জানাই তার থেকে উত্তর কপি করে নেওয়ার জন্য।

Buy Arduino, shield, module, sensor and other electronics parts visit http://www.electronicsbuy.net

“wow Nice Tutorial
eeeboxbd.com এ ভালো প্রোডাক্ট পাওয়া যায় 100% real আমি কিনেসে 24 h ডেলিভারি সাথে 10% Discount.
help link: https://eeeboxbd.com/product/arduino-nano-v3-0/C8
USA VERSION:
https://eeeboxbd.com/product/arduino-uno-rev3/