220 ভোল্ট এসি LED টিউব লাইট তৈরী করুন আর সাধারণ টিউবকে বলুন গুড বায়

                         পাওয়ার সাপ্লাই সার্কিট ডায়াগ্রাম:

                               আমার তৈরীকৃত লাইটের ছবি

ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww

ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww

ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww ww

পাওয়ার সাপ্লাই সার্কিটের ভেরোবোর্ড লে-আউট:

পাওয়ার সাপ্লাই সার্কিটের পিসিবি লে-আউট:

হিটসিংকে LED বাসানোর কৌশল

Level 0

আমি ABU TOHA MOHAMMAD TAMAM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhi ai loadsheding ar dene apner tunes ta onek kaje lugbe…thanks

    ভাই, লোডশেডিং এর সময় এটা আপনার কিভাবে কাজে লাগবে তা বুঝতে পারলাম না, কারন এটা তো ব্যাটারী চালিত নয়।

ধন্যবাদ কিন্তু আমি মেবি পারবো না :3

    ভাই আপনি চেষ্টা করে দেখতে পারেন, সাহায্য করতে আমি আছি সর্বদা।

এটা আমার কাজ না। তারপরও ধন্যবাদ। যারা এই কাজ জানে তাদের উপকারে আসবে।

Level 0

ভাল লাগলো।

jodi 20 ta LED lagai tahole ki brust hobe naki cholbe
means LED number is fact ? if not then 1 LED will be same ?
thanks in advance

    সৌ্রভ ভাই, 20 টি LED ব্যবহার করতে চাইলে 4 টি 335K/400V এর পরিবর্তে টি 105J/400V আর 100uF/400V এর পরিবর্তে 100uF/250V লাগাতে হবে। আর বাকি কোন কিছু পরিবর্তিত হবে না, তবে সেক্ষেত্রে আলো কম পাবেন যা বেড রুম বা রিডিং রুমের জন্য যথেষ্ট নয়, তবে টয়লেটে বা কিচেনের জন্য পারফেক্ট। এর আগে আমি এধরনের অনেক সার্কিট তৈরী করেছিলাম কিন্তু কোনটাই স্থায়ী হয় নি, কিন্তু অনেক চেষ্টা আর হিসাব করার পর এটা তৈরী করি, আমি গত 1 বছর ধরে আমার রুমে এটা ব্যবহার করছি, আমার রুমের লাইটটি দৈনিক টানা 16 ঘন্টা জালানো থাকে।

      4 টি 335K / 400V এর পরিবর্তে শুধুমাত্র 1টি 105J /400V সংযোগ করা লাগবে। আর ২য় ক্যাপাসিটরটি 100uF /250V লাগাতে হবে।

মিয়া ভাই আপনি কোথাই ছিলেন? আমার তো এই জিনিস দরকার তাও আবার পরিক্ষিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই আপনি যে ৪পিচ ৩৩৫কিল ৪০০ ভোল্ট কেপাছিটর আর একটা ১ মেগা রেসিস্তান্স দিছেন এর কি সব গুলাকে প্যারালালে সংজগ দিছেন? অর্থাৎ সবার এপাশ ওপাশ এক করা? ।

তারিকুল ভাই, 335K ক্যাপাসিটর 4 টি আর 1 মেগা রেজিস্টান্স সব প্যারালালে সংযুক্ত, এটা 100% পরীক্ষিত,
এর আগে আমি এধরনের অনেক সার্কিট তৈরী করেছিলাম কিন্তু কোনটাই স্থায়ী হয় নি, কিন্তু অনেক চেষ্টা আর হিসাব করার পর এটা তৈরী করি, আমি গত 1 বছর ধরে আমার রুমে এটা ব্যবহার করছি, আমার রুমের লাইটটি দৈনিক টানা 16 ঘন্টা জালানো থাকে। কমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ১০০% পরীক্ষিত এই সার্কিট দেওয়ার জন্য। ব্যাটারি চালিত এই ধরনের একটি সার্কিট আমার খুব দরকার। যদি আপনার সংগ্রহে থাকে, আশাকরি পরবর্তী কোন টিউনে আমরা দেখতে পাবো। আপনাকে আবারও ধন্যবাদ।

সহজ ভাই, ব্যাটারী চালিত কি ধরনের সার্কিট চান ? ব্যাটারী, ব্যাকআপ এবং লাইটের উপর নির্ভর করে অনেক সার্কিট রয়েছে, নির্দিষ্টভাবে আপনার প্রয়োজন জানতে পারলে ভাল হয়।

সবকিছু মিলিয়ে কত খরচ হবে? একটু আইডিয়া দেন

    @জয় চৌধুরী: সার্কিট, 100 টি LED আর 16 টি হিট সিংকের এর জন্য 400 টাকার মত। আর টিউব লাইটের কেসিং মানভেদে 100-150 টাকা। সব মিলিয়ে 500-600 টাকা লাগতে পারে। তবে আমি এতটুকু বলতে পারি যে, আপনার টাকা বৃথা যাবে না কারন এই ধরনের LED টিউব লাইট এখনও আমাদের দেশে বহুল প্রচলিত নয়, শুনেছি Philips কিছু LED টিউব লাইট তৈরী করেছে যার দাম 15-20 ডলার, তবে আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে বেশীদিন দেরী নেই, খুব তাড়াতাড়ি LED লাইট আমাদের সাধারন টিউব লাইকে প্রতিস্থাপিত করবে।

আপনার কাছে কি ৯-১২ ডিসি ভোল্ট থেকে এসি ভোল্ট এ ১টা ৭ ওয়াট এনার্জি বাল্প জালানোর কোন সার্কিট আছে?

    দুঃখিত ভাই, আমার কাছে এ মুহুর্তে সার্কিটটি নেই, তবে বাজারে 12 ভোল্ট খেকে 220 ভোল্ট 7-15 ওয়াটের মিনি ইনভার্টার সার্কিট পাওয়া যায় যা দিয়ে আপনি অনায়েসে এনার্জি বাল্ব জ্বালাতে পারবেন, এসব সার্কিট দামেও অনেক সস্তা, ফুটপাতের দোকানগুলোতে আমি এসব সার্কিট প্রচুর ব্যবহৃত হতে দেখেছি, স্থায়ীত্বও ভাল। যেহেতু এ ধরনের সার্কিট রেডিমেড কিনতে পাওয়া যায় তাই বানানোর ঝামেলায় না গিয়ে কিনে ব্যবহার করতে পারেন তাতে খরচ কম হবে।

Level 0

খুবই ভাল। আমি বানাতে পারবো না জানি, তবুও ভাল লাগল। অন্যদের হয়তো সাহায্য হবে, হিট সিনক গুলো কি কিনতে পাওয়া যায়? কোথায়? কোন মডেল নাম্বার আছে কি? কি বলে খোজ করতে হবে? যারা ইলেক্ট্রনিক্স তেমন বুঝি না তাদের জন্য pcb layout দেয়া যায় কিনা?যা অথবা ভেরোবোর্ড কিভাবে তৈরী করতে হবে জানালে উপকৃত হব।

    @frzban: ভাই, হিট সিংক গুলা কিনতে পাওয়া যায় ইলেকট্রনিক্স এর দোকানে, মডেল নাম্বার দরকার নেই, আপনি এই টিউন থেকে হিট সিংকের ছবিটি মোবাইলে ভরে নিয়ে দেখালেই দোকানী বুঝতে পারবে। নবাবপুর অথবা পাটুয়াটুলীতে পাবেন, আর মিরপুর-1 এ পাওয়া যায়। নববাপুরে পাইকারী বিক্রয় করে, 50 পিস 5-6 টাকা পিছ হিসাবে কিনতে পারবেন, আর খুচরা কিনতে গেলে 8-10 টাকা পড়বে প্রতি পিছ। তবে একাধিক লাইট তৈরী করতে চাইলে পাইকারী কেনাই লাভজনক তাতে খরচ অনেকটা কমবে।

    আর আপনার অনুরোধে আমি ভেরো বোর্ড লে-আউট ও পিসিবি লে-আউট দিয়ে দিয়েছি। আশাকরি লাইটটি তৈরী করবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

Level 0

ভাই খুব সুন্দর post করেছেন। বাজারে অনেক LED আছে কিন্তু কোনটা 1 WATT এর দোকানি বলতে পারে না, দাম ও দোকানের ঠিকানা বলতে পারেন ? [email protected] . Help me please. Thanks.

    @zaheed29: টিউনের শুরতেই প্রথমে ১ ওয়াটের LED এর ছবি দেয়া আছে। আপনি ওই ছবি নিয়ে দোকানীকে দেখাতে পারেন। ১ ওয়াটের LED সব ইলেকট্রনিক্স দোকানেই থাকার কথা যাহোক আমি আপনাকে একটি ঠিকানা দিচ্ছি, এটি পাইকারী দোকান, এ দোকানে শুধুমাত্র LED বিক্রি হয়, আমি এখান থেকে 100 পিস ১ ওয়াটের LED কিনেছি ২ টাকা ২০ পয়সা প্রতি পিস হিসাবে। খুচরা দোকান থেকে কিনলে প্রতি পিস ৫ টাকা নিবে।

    জুন্নু ইলেকট্রনিক্স,
    ইব্রাহিম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মার্কেট (২য় তলা)
    দোকান নং-সি/২, নবাবপুর রোড, ঢাকা-১১০০
    ফোন: 01673-726475, 01716-238616

    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

ধন্যবাদ।

Nice idea, great! It will be more helpful if you show how to connect/solder the tiny LEDs on heat sink. Anyway, thanks.

    @jhorapalok: As per your request, I have included a picture diagram showing a simple modification required for heatsinks. Thanks for comment.

ভাই এই ৯৬টাতে মোট কত ওয়াট হবে। অর্থাৎ ইলেক্ত্রিক্স কত ওয়াট এর সাথে তুলনা করা যাই এবং এর বিদ্যুৎ খরস কেমন?

Level New

চমৎকার টিউন। ১০০ ওয়াট বিদ্যুত খরচ হলে তো টিউব লাইটের দ্বিগুণ বিদ্যুত খরচ হয়ে যাবে। হিট সিংক এর সাইজ বা কোন নির্দিষ্ট নাম থাকলে জানান।

    @Iqbal: ভাই, আমি আপনার সাথে একমত যে বিদ্যুত খরচ একটু বেশী হবে, তবে তার আগে নিচের কিছু পয়েন্ট বিবেচনা করুন:

    1. বিদ্যুত খরচ বেশী হলেও এই লাইটের আলো নরমাল টিউব লাইট অপেক্ষা বেশী।

    2. LED গুলার লাইফটাইম নরমাল টিউব লাইট অপেক্ষা অনেক বেশী (গুগল করে দেখতে পারেন)

    3. পাওয়ার সাপ্লাই সার্কিটটি অনেক নিরাপদ, আর যদি কোন কারনে সার্কিটের কোন নির্দিষ্ট পার্টস কখনও নষ্টও হয় তবে তা আপনি নিজেই নামমাত্র খরচে লাগিয়ে নিতে পারবেন। (যদিও আমার বানানোর পর থেকে এরকম কোন সমস্যা হয় নি)

    4. হঠাত করে ১ সেকেন্ডের জন্য ভেল্টেজ উঠানামা করলে নরমাল টিউব লাইট রিস্টার্ট হয় অথবা নিভে যায়, এ লাইটের ক্ষেত্রে তা হবে না, এটা 100% পরীক্ষিত।

    5. সুইচ চাপ দেয়ার সাথে সাথেই জ্বলে উঠবে এ লাইট, অর্থাত, Zero Starting Delay, কিন্তু বেশীর ভাগ সাধারন টিউব লাইট জ্বলে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগে।

    5. এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভাই আমাদের বাসা বাড়িতে গতানুগতিক টিউব লাইট গুলো যে ভাবে আলো ডিসট্রিবিউশন করে তা হল 360 ডিগ্রি কোণে (যদিও দেয়ালে লাগানো অবস্থায় 180 ডিগ্রি কোণেই আলো ছড়ায়, কিন্তু অপর 180 ডিগ্রি হতে প্রতিফলিত হয়ে আলো ফিরে এসে মূল আলো সাথে যোগ হয়) এবং এই আলোর মাঝে কোন গ্যাপ নাই অর্থাত পুরো টিউবের প্রতিটি বিন্দু থেকেই আলো নির্গত হয়, কিন্তু আমরা যে সব LED দেখতে পাই তা কিন্তু তা করে না, বেশীর ভাগ LED গুলার আর্কিটেকচার পর্যবেক্ষন করলে দেখতে পারবেন এগলো আসলে সামনের দিকে আলো ফোকাস করে যা টর্চ লাইটের জন্য পারফেক্ট, আর ‍রুমের জন্য দরকার equal distribution of light. তবে হ্যা, নাম করা কোম্পানীগুলো এই সমস্যাগুলো সমাধান করে আলাদা ধরনের কিছু LED উতপন্ন করছে টিউব লাইট হিসাবে ব্যবহার করার জন্য, সেগুলো আবার সংখ্যায় অনেক বেশী কম ওয়াট সম্পন্ন, চারিদিকে আলো ছড়ানোর জন্য পাওয়ারফুল লেন্স সংযুক্ত এবং আলোর ডিসট্রিবিউশন টিউব লাইটের কাছাকাছি, আর তাই ঐসব লাইটের আলো নরমাল টিউবের সমান হলেও বিদ্যুত খরচ কম। আমরা যেহেতু উক্ত সুবিধাগুলো এখানে পাচ্ছি না, তাই আলোর জন্য আমাদের LED সংখ্যা বাড়ানো লেগেছে, আর তাই বিদ্যুত খরচও একটু বেড়েছে। কিন্তু উপরের যুক্তিগুলো বিবেচনা করলে এ লাইটটি খারাপ নয়। আসলে আমিও আপনার মত এ বিষয়টি নিয়ে অনেক ভেবেছি এবং অনেক ধরনের LED নিয়ে পরীক্ষা চালিয়েছি, কিন্তু 1 ওয়াটের এই LED গুলাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। আশাকরি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

    হিট সিংকের সাইজ, কোথায় পা্ওয়া যাবে, দাম, কিভাবে লাগাতে হবে ইত্যাদি নিয়ে উপরেই কমেন্ট করা হয়েছে এবং ছবিও সংযুক্ত করা হয়েছে, একটু দেখে নিবেন।

    আর একটি কথা না বললেই নয়, আমার বাসায় গত ১ বছরে ২ টি CFL লাইট পরিবর্তন করা হয়েছে, কিন্তু এ লাইটটি আমি কোন সমস্যা ছাড়াই ব্যবহার করছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Level 0

আবারো কমেন্ট করছি। অনেক ধন্যবাদ। আপনি ইলেক্ট্রনিক্স বিষয়ে ভাল জ্ঞান রাখেন বুঝতে পারছি। যদি ধর্য্যে কুলায় এক্কেবারে নবীনদের জন্য চেইন টিউন শুরু করবেন কিনা? মনে হয় অনেক সাড়া পাবেন। আবারো ধন্যবাদ।

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসলে চেইন টিউন করার ইচ্ছা আমারও অনেক দিনের কিন্তু ব্যস্ততার কারনে হয়ে ওঠে না, আর তাছাড়া টেকটিউনসে টিউন করতে অনেক পরিশ্রম ও ধৈর্য্য ধরতে হয়, একবার চেইন টিউন শুরু করে মাঝপথে হারিয়ে গেলে বিষয়টা খুব খারাপ দেখা যায়, তাই আগে থেকেই টিউন তৈরী করে রেখে শুধু প্রকাশ করা যায় কিনা তাই ভাবছিলাম, যা হোক, এরকম কিছু করলে জানতে পারবেন। ধন্যবাদ।

ভাই জটিল হচ্ছে @ চালিয়ে যান

    আপনাকে ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে আরও ভাল টিউন করতে পা্রব।

ভাল লাগলো কিন্তু বানানোর চেষ্টা কখনই করবো না।

    কেন ভাই ? আপনাদের জন্যই তো টিউন করা। আপনার মন্তব্য দেখে হতাশ হলাম।

যেই কাজে মজা আর ভয় লাগে সেটা আসলেই বিশাল একটা কাজ। নিজে হাতে লাইট বানাবো, চারটি খানি কথা নাকি। আমি চেষ্টা করে দেখি, shock খাওয়ার আভ্যস আছে।

    সাবধানতার সাথে কাজ করলে শখ খাওয়ার সম্ভাবনা নেই। এটা ঠিক যে শখ না খেলে নাকি ভাল ইলেকট্রিশিয়ান হওয়া যায় না, তবে তার পরও Safety First !!

ঘুম থেকে ঊঠে চরম একটা ভাল নাস্তা বিশিষ্ট টিউন পেলাম। ধন্যবাদ ।
আবার তাতাল আর আজাইরা বাক্স টা নিয়ে বসতে হবে …

    আপনার মন্তব্য পড়ে অনেক মজা পেলাম। তাতালের ব্যাপারটা বুঝতে পারলেও আজাইরা বাক্সটা কি জিনিস তা কিন্তু বুঝলাম না !!

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর সার্কিটটি উপহার দেয়ার জন্য। যদি 150 টি LED জ্বালানো হয় তবে এই সার্কিটে কি পরিবর্তন হবে।

MOV মানে কি ভাই

MOV হল Metal Oxide Varistor, এটা অতিরিক্ত ভোল্টেজ ও কারেন্টকে প্রতিহত করে। হাই ভোল্টেজ এসি লাইনে এটা অনেক ব্যবহৃত হয়।