যুদ্ধাস্ত্র আর যুদ্ধক্ষেত্রের আসল ২০ টি ছবি ( এগুলো কোন মুভির দৃশ্য না )

কেমন আছেন সবাই,

আমার নিজের অবস্থা ভালো না, রোজা প্রায় রোজ ই কাবু করে ফেলতেছে, যাহোক তবু আল্লাহর রহমতে মিস যায়নি একটিও।

আমরা অনেক হলিউড মুভিতে যুদ্ধ দেখি, দেখি বিভিন্ন ভয়ানক অস্ত্র আর যুদ্ধের দৃশ্য, আসেন আজ কয়েক টা আসল ছবি দেখি, যেগুলো বিচিন্ন যুদ্ধের সময়কার বা অস্ত্র মহরার সময় তোলা।

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

১৮।

১৯।

২০।

থামছি ভাই, আরো লাগবে এরকম টিউন ? নিচে ফাকা যায়গা পড়ে আছে, টিউনমেন্ট চাই।

টিউন টা আমার সাইট http://www.Fajlami.com থেকে নেয়া, আমার টেকটিউন্সের টিউন এর আবডেট পেতে যুক্ত হতে পারেন ফেসবুক আইডি তে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

fire !!!!!!

কিন্তু ভাই আমার কাছে মনে হই এইটা কনো মুভির :3
কেনোনা যুদ্ধের সমাই এই রকম ফটোগ্রাফি করা যাই নাকি ? :3

টিউনে যদি প্রত্যেক ছবির নিচে লিখতেন কোন যুদ্ধের সমায়ে এবং কতো সালের ছবি এই গুলা তাহলে তাহলে ভালো হতো

    @রাকিব হাসান: গুগল কেন আছে ভাইয়া

      @শাহরিয়ার শিমুল:

      google এ আপনি সব সমায় সঠিক তথ্য নাউ পেতে পারেন তাই বললাম আর কি।

      @শাহরিয়ার শিমুল: এ উত্তরটা কিন্তু পছন্দ হল না ভাই।। গুগোল থেকে যদি আমরা বের করতে পারতাম তবে কি আপনার টিউনে ঢু মারতাম। আপনার এ টিউনটিও মৌলিক নয় এটা আমরা সকলেই জানি, (যেহেতু আপনি যুদ্ধ ক্ষেত্রে গিয়ে ছবি গুলো উঠিয়ে আনেন নি) গুগোল বা অন্য কোন সাইট থেকেই নেয়া। গুগোলে তথ্য পাওয়া যায় সত্যি তা অনেকটা অবিন্যাস্ত আকারে। আপনি সুন্দর করে গুছিয়ে, সাজিয়ে আমাদের কাছে যদি প্রকাশ করেন তবেই না আপনার টিউনের সার্থকতা। আপনার টিউন গুলো ভালো লাগে, সুতরাং এ ধরনের মন্তব্য আশা করব না।

ভাল লাগল তবে এগুলো আসলেই প্রকৃত যুদ্ধের ছবি কিনা বুঝতে পারছি না

এগুলা মনে হয় যুদ্ধের না কিন্তু মহোরার সময় তুলা

Level 0

১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর যুদ্ধ সময় তো বাংলাদেশে ক্যামেরা ছিল খুবই অপ্রতুল । তাও সাদা কালো টেলিভিশিন। ভাল লাগলো আপনাকে ধন্যবাদ :০

    @bd99.tk: না ভাই, সে সময়ের ছবিও কিছু আছে আমার কাছে,একদিন সময় করে দিয়ে দেব

Level 0

আমার মনে হয় এই গুলো মহাড়ার ছবি । আমি তো ভাই প্রায় দেখি , বিষেশত তালেবান , সিরিয়ার জা, আইএসআইএস এর ।

Level 0

ভাল লাগল তবে এগুলো আসলেই প্রকৃত যুদ্ধের ছবি কিনা বুঝতে পারছি না