ডিসপ্লের রেজুলেশন ও পিক্সেল সম্পর্কে জানুন বিস্তারিত

বর্তমান সময়ে প্রায় সকলের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন মান ও ব্রান্ডের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেক্সটপ। এসকল প্রযুক্তি পণ্যের সাথে আছে একটি করে ডিসপ্লে। এ ডিসপ্লে বিভিন্ন প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকে। যা আমি আমার আগের টিউনে আপনাদের জানিয়েছিলাম। আসুন জেনে নেই স্মার্টফোনে বিভিন্ন প্রযুক্তির যেসব ডিসপ্লে ব্যবহার করে থাকে, সেগুলোর কোনটির কি কাজ

আজ আপনাদের জানাব পিক্সেল ও রেজুলেশন সম্পর্কে।

রেজুলেশনঃ  ডিসপ্লের গ্রাফিক্যাল প্রস্থ ও গ্রাফিক্যাল উচ্চতাকে ডিসপ্লে রেজুলেশন বলে।  অর্থাৎ কোন ডিসপ্লে এর প্রস্থে পিক্সেল সংখ্যা ও উচ্চতার পিক্সেল সংখ্যা দ্বারা এর রেজুলেশন বা গ্র্যাফিক্যাল আয়তন প্রকাশ করা হয়রেজুলেশন এর গ্রাফিক্যাল প্রস্থ ও উচ্চতাকে গুনন আকারে প্রকাশ করা হয়।              তাহলে পিক্সেল কি?

পিক্সেলঃ পিক্সেল হচ্ছে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দু। এটি ছবির ক্ষুদ্রতম একক যার অভ্যন্তরে আর কোন ভগ্নাংশ নেই;অর্থাৎ পিক্সেল ছবির অতি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। প্রত্যেক পিক্সেলের নিজস্ব অবস্থান বা খুঁজে পাওয়ার ঠিকানা রয়েছে বলা যায়। কারণ পিক্সেলের অবস্থান নির্দিষ্ট স্থানাংকের সাথে সম্পর্কযুক্ত। কারণ পিক্সেল সাধারণত দ্বি-মাত্রিক তলে সাজানো থাকে এবং ডট বা চারকোণা আকৃতির হয।

বর্তমানে LED কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশন (1366 x 768)।  অর্থাৎ এ মনিটরে পিক্সেল থাকে১৩৬৬x ৭৬৮=১০৪৯০৮৮ টি।
আপনার ডিসপ্লের গ্রাফিক্যাল রেজুলেশন ফিজিক্যাল আয়তনের তুলনায় যত বেশি হবে, আপনি তত বেশি নিখুত ছবি দেখতে পারবেন।

বেশী রেজুলেশন এর অপকারিতাঃ বেশী রেজুলেশন  ডিসপ্লে ব্যবহারে আপনার ইন্টারনেট ব্রাউজিং এর বেশি ডাটা খরচ হবে। কারন সাধারণত CRT মনিটরে (১০২৪X৭৬৮)=৭৮৬৪৩২ টি পিক্সেল থাকে। LED মনিটরে (1366 x 768)=১০৪৯০৮৮ টি পিক্সেল থাকে। যেহেতু পূর্বেই বলেছি পিক্সেল হচ্ছে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দু। তাই বেশী পরিমাণ বিন্দু ডাউনলোড হবার কারণে বেশী পরিমাণ ডাটা খরচ হবে। এমনটি স্মার্টফোন বা ট্যাবলেটের ক্ষেত্রেও ঘটবে। 

আজ এতটুকুই। সামনে হাজির হব সেভেন সিগমেন্ট ডিসপ্লে নিয়ে।

৯৯.৯৯% ভালো লাগতে পারে আপনার Bissoy Answers

http://ans.bissoy.com/

 

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“বেশী রেজুলেশন ডিসপ্লে ব্যবহারে আপনার ইন্টারনেট ব্রাউজিং এর বেশি ডাটা খরচ হবে”-
পুরোপুরি একমত না। এটি নির্ভর করে ওয়েবসাইটটি কিভাবে বানানো হয়েছে তার উপর

বর্তমানে বেশীরভাগ ওয়েবসাইটগুলো রেস্পন্সিভ ডিজাইন করা থাকে। যা আপনার ডিসপ্লের রেজুলেশন অনুযায়ী কন্টেন্ট প্রদর্শিত করে। ফলে একই ওয়েবসাইট ভিন্ন ভিন্ন রেজুলেশনের ডিসপ্লে থেকে ব্যবহার করলে ডিসপ্লের রেজুলেশন অনুযায়ী ডাটা খরচ হয়।

    Level 0

    @আরিফুল ইসলাম: right…

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।