আসলেই কি ফ্ল্যুরেসেন্ট বাল্ব সাধারণ বাল্বের থেকে বেশী কার্যকরী? কিন্তু কিভাবে আসুন জেনে নেই

সাধারণ বাল্ব ইনক্যানডিসেন্ট বাল্ব হিসেবেও পরিচিত। এই বাল্বে অত্যন্ত পাতলা টাংস্টেন ফিলামেন্ট আছে যা গোলকাকার গ্লাসের ভিতরে অবস্থান করে। এই জাতীয় বাল্ব সাধারণত ২৫,৪০,৬০,১০০ ও অন্যান্য ওয়াটের হয়ে থাকে।ইনক্যানডিসেন্ট বাল্বে বিদ্যুৎ ফিলামেন্টের ভিতর দিয়ে সঞ্চালিত হয় কিন্তু ফিলামেন্ট পাতলা বলে এটি বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে ফলে বৈদ্যুতিক শক্তি তাপে পরিণত হয়। এই তাপ ফিলামেন্টকে সাদা উত্তপ্ত করতে কার্যকর ভূমিকা পালন করে এবং এই সাদা অংশই আলো প্রদান করে।ইনক্যানডিসেন্ট বাল্ব বা সাধারণ বাল্বের মূল সমস্যা হল তাপের ফলে অনেক বিদ্যুৎ অপচয় হয়। তাপ যেহেতু আলো নয় কিন্তু বাল্ব ব্যবহারের মূল কাজ হল আলো পাওয়া সুতরাং আমরা বলতে পারি তাপ তৈরীতে ব্যবহৃত শক্তির সম্পূর্ণ অপচয় ঘটে, আর একারনেই সাধারণ বাল্ব বা ইনক্যানডিসেন্ট বাল্ব খুবই অদক্ষ অকার্যকরী হয়। এটা প্রতি ওয়াটে ইনপুট পাওয়ারের খুব সম্ভবত ১৫ লুমেন পর্যন্ত উত্পাদন করতে পারে।

একটি ফ্ল্যুরেসেন্ট বাল্ব আলো উত্পাদনে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি ব্যবহার করে। ফ্ল্যুরেসেন্ট টিউবের উভয়প্রান্তে দুইটি ইলেকট্রোড ও টিউবের ভিতরে গ্যাস ধারণকারী আর্গন ও মারকারি ভ্যাপর থাকে। ইলেকট্রন স্টীম গ্যাসের মধ্য দিয়ে এক ইলেকট্রোড থেকে আর এক ইলেকট্রোডে প্রবাহিত হয় এবং অনুরূপ পদ্ধতিতে ইলেকট্রন স্টীম ক্যাথোড রশ্মি নলের মধ্য দিয়েও প্রবাহিত হয়।

এইসব ইলেকট্রনই অকস্মাৎ পারদ পরমাণুকে উত্তেজিত করে এবং একসময় পারদ পরমাণুগুলো উত্তেজিত অবস্থা থেকে অনুত্তেজিত অবস্থায় ফিরে আসতে থাকে ও অতিবেগুনী ফোটন ত্যাগ করে। এই ফোটনই ফ্ল্যুরেসেন্ট টিউবের ভিতরের ফসফর প্রলেপকে আঘাত করে যার ফলে দৃশ্যমান আলোর সৃষ্টি হয়।

ফসফরই ফ্ল্যুরেসেন্ট টিউবে আলো উৎপাদন করে থাকে। ফ্ল্যুরেসেন্ট বাল্ব তুলনামূলকভাবে অনেক কম তাপ উৎপন্ন করে তাই এটি ইনক্যানডিসেন্ট বা সাধারণ বাল্বের তুলনায় বেশী দক্ষ হয়। একটি ফ্ল্যুরেসেন্ট বাল্ব প্রতি ওয়াটে ৫০-১০০ লুমেন পর্যন্ত উৎপাদনে সক্ষম। ফলে এটি সাধারণ বাল্বের তুলনায় ৪-৬ গুণ বেশী দক্ষ ও কার্যকরী হয়। সুতরাং আপনি একটি ১৫ ওয়াটের ফ্ল্যুরেসেন্ট বাল্ব কিনতে পারেন যা ৬০-৭৫ ওয়াটএর ইনক্যানডিসেন্ট বাল্বের মত আলো আলো দিবে।

আপনি লাইটিং সম্বন্ধে আরও জানতে ভিসিট করতে পারেন আমাদের ওয়েবসাইটঃ
http://www.spslbd.com/
ফেসবুক এ পাবেন নিন্মের লিঙ্কেঃ
https://www.facebook.com/SuperPowerSolution

Level 0

আমি psutradhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মুহাম্মাদ ইউসুফ ধন্যবাদ আপনাকে।

Level 0

খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।

ফ্ল্যুরেসেন্ট বাল্ব এর সর্ম্পকে বিস্তারিত অনেক কিছু জানলাম। ধন্যবাদ

ভাল জিনিস জানলাম