ইলেক্ট্রনিক্সের নেশা ……. [পর্ব-১ ] ::বাড়িয়ে নিন ফ্যানের স্পীড মাত্র ৩৫ টাকায় !!

দীর্ঘ শীত পেরিয়ে এই প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া থাকা অসম্ভব।অনেকের বাড়িতে ফ্যান নষ্ট হয়ে আছে অথবা ফ্যানের গতি কম , তাদের জন্য আমার এই প্রথম ও নতুন টিউন । সময়ের সল্পতার কারনে সেটি মেরামত করিয়ে নেয়া সম্ভব হচ্ছেনা । আপনি কেন অননের মুখ ছেয়ে বসে থাকবেন ? আপনি নিজেই সারাতে পারেন আপনার ফ্যানটি। তাহলে আর দেরি না করে এখুনি কাজে নেমে পড়ুন ।
১. প্রথমে ইলেক্ট্রিক সংযোগ পরীক্ষা করুন ।যদি কোন ত্রুটি থাকে তাহলে সেটি মেরামত করুন ।
২. ইলেক্ট্রিক সংযোগ ঠিক আছে তবুও ফ্যান ঘুরছেনা তাহলে ফ্যানের কাপাসিটার পরীক্ষা করুন ।পরীক্ষা করবেন কিভাবে ? বৈদুতিক সংযোগ বন্ধ করে নিন। এবার কাপাসিটারটি খুলুন । টেবিল ফ্যানের কাপাসিটার থাকে পেছনের কভারের ভেতর অথবা নিচে সুইচের পাশে। নিচে থাকলে নিচের কভারটি টুলস দিয়ে খুললে দেখতে পাবেন । আর সিলিং ফ্যানের কাপাসিটার থাকে পাখার ওপর ঢাকনার ভেতর। ঢাকনাটি একটি স্ক্রু দিয়ে আঁটকানো থাকে । টুলস দিয়ে স্ক্রু ঢিলা করে ঢাকনাটি ওপরে উঠালেই পাবেন কাপাসিটারটি ।

কাপাসিটারটি দুই সংযোগ হতে খুলে নিন ।

এবার কাপাসিটারটি নিয়ে যাবেন নিকতস্থ ইলেকট্রিকসের দোকানে । দোকানদারকে রিকোয়েস্ট করলে সেটি চেক করে দেবেন । নষ্ট কাপাসিটারটির পরিবর্তে ৩০-৫০ টাকাই একটি নতুন কাপাসিটার কিনে লাগিয়ে দিন যেভাবে খুলেছেব ঠিক সেই ভাবে ।
এবার খেয়াল করুন ফ্যানের স্পীড । স্পীড যদি কম থাকে তাহলে কাপাসিটারটির গায়ে লিখিত মানের চাইতে ১ (মাইক্রোফারুড) পয়েন্ট বেশী মানের কাপাসিটার লাগান দেখবেন স্পীড বেড়ে গেছে ।
স্পীড বারানর জন্য অতিরিক্ত বেশী মানের কাপাসিটার লাগানো উচিৎ নয় । এতে পরবর্তীতে কোয়েলের সমস্যা হতে পারে । এটা খুব ই গুরুত্বপূর্ণ ১ টা পয়েন্ট, আমি ১ বার শক খাইছিলাম, খুব ই ভয়াবহ। তাই ক্যাপাসিটর খোলার সময় ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিতে হবে।

Level 0

আমি sopnopagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার বাসার ফ্যান সব গুলা ঠিকই আছে, তারপরও প্রয়োজন হলে টিপসটি ব্যবহার করে দেখবো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

thanks vai, ashar alo dekhailen. amader basai ekta table fan slow hoite hoite ekhon ar ghurei na. thela dile ektu ghuira thaima jai. mone hoi eitar ekta suraha holo. try kore dekhi

অনেক ধন্যবাদ

Level 0

thanks moyin emon vai
and nurul afsar vaia . Ai tune apnar kaje asbei nurul afsas vaia.
Ami medical technologist . Patholo report kevabe kora hoy ae besoie tune kote cai but medical pathology bevag nai tai electronics nea tune korlam.

Level 0

md khalid hosain vaia amnake o onek dhonnobad.

আপনার পরামর্শ্য একদম সঠিক নয়, আপনি কি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার? আপনার পরামশ্য পড়ে মনে হয় আপনি ইলেকট্রিক সম্পর্কে অজ্ঞ, আপনি কারও নিকট করতে দেখেেছন অথবা করো কাছে শুনে এই পোষ্ট করেছেন। স্বঠিক না জেনে এ রকম বিপদজনক ও ঝুকিপুর্ণ পোষ্ট করবেন না, তাতে ব্যক্তি ও সামগ্রির দুটোরই ক্ষতি হতে পারে।

    Level 0

    @Enamul haque Babu: vaia nejer poricoy dear jonno thanks

Level 0

thanks vaia . Ami class 8 thake electronicses sathe jorito. But ami akjon medical techmologist. Vul gulo mark korun tune edit kore debo. Pic c tabil fanti amar siling fanti amar office er. Ar 1ta kotha amade ekectronics and ekectric survicing center ache

Level 0

ক্যাপাসিটর নষ্ট হলে ফ্যানের স্পীড কমে যায় তবে ক্যাপাসিটর লাগানো বা খোলার সময় ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিতে হবে না হলে শক খাওয়ার সম্ভবনা থাকে।

    Level 0

    @mahmud.tsc: tune korar somoy mone chelona .
    many many thanks bro.

    @mahmud.tsc: এটা খুব ই গুরুত্বপূর্ণ ১ টা পয়েন্ট, আমি ১ বার শক খাইছিলাম, খুব ই ভয়াবহ। তাই ক্যাপাসিটর খোলার সময় ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিতে হবে।

      Level 0

      @রাহাতুল ইসলাম: ভাই আপনার কমেন্ট কপি করে এডিট করে দিলাম !!

        @sopnopagol: বাহ, মজা তো, ভাই এই প্রথম এই রকম হইল। আমার কমেন্ট কপি করে পোস্টে দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ;p

আপনার তথ্য পুরাটাই সঠিক । আমি Electrician থেকে জেনেছি। কিন্তু এক পাগল ওল্টা পাল্টা বলছে ওর মতে না জেনে কিছু লিখলে ২ জনেরই ক্ষতি, তুই কে এসব বলার>

    Level 0

    @মোঃ আরিফ: ও সবে কিছু মনে করিনা । যে কোন টিউনে এরকম কমেন্ট আসবে। এতে টিউন করা হতে বিরত থাকা যাবেনা । তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দিতে হবে।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

ভাই দাম ঠিক নাই, ৩৫ টাকায় আরও ৫ বছর আগে ক্যাপাসিটর পাওয়া যেত, এখন ৮০-১০০ টাকার নিচে পাওয়া যায় না।

    Level 0

    @রাহাতুল ইসলাম: আমি ২ দিন আগেই কিনলাম।

Level 0

জি ভাই এখন ভাল মানের ক্যাপাসিটর কিনতে ৮০-১০০ টাকাই লাগে। আপনি ২ দিন আগে কত দিয়ে কিনেছিলেন…?

    Level 0

    @Munna: table fanerta 35 ar ciking daner 45 takai. Amader survice center ache

প্রথমত ঃ ইলেকট্রিক কাজটাই ঝুকিপূর্ণ, তারপর ফ্যনের ক্যাপামিটর গুলি ৩৫০/৪৫০ ভোল্টের থাকে ও গুলো কমপক্ষে২৪ঘন্টার উপরে হাইভোল্ট চার্জ ধরে রাখে, আর কোন ধাতবপদার্থ দ্বারা শর্ট করলে ওর মান নষ্ট হয়ে যায়, আর ক্যাপাসিটরের মান কমাবারা করলে ফ্যানের আরপিএম বাড়ে ঠিকই কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কয়েল নষ্ট হয়ে যায়।
কোন পেশাদার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নাওহতে পারে তাই ভবিষ্যত ঝুকির কথা ভেবেই বলছি অন্তত ইলেকট্রিক ক্ষেত্রে ভালো ভাবে নাজেনে হাতদেয়া ঠিকনা,,মনে রাখবেন অর্থরের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।
ধন্যবাদ।।

ধন্যবাদ,
আরিফ ভাইকে বলছি, মানুষকে সম্মান দেন, তাহলে নিজেও সম্মান পাবেন, আর কোন সুশিক্ষত ইলেকট্রিশিয়ান হুটকরে এই ধরনের পরামরর্স্য দিতে পানেনা।
এর পরে কোন মন্তব্য করলে অবশ্যই ভাষাজ্ঞান ভেবেই মন্তব্য করবেন।

    Level 0

    @Enamul haque Babu: x ray manob deher jonno khotikor tai apnar ba karo accidient hole xray koraben na ? Lav khoti onupat dekhe bebacona korben.

Level 0

ভাই, Capacitor এর সূত্র হচ্ছে , C = q/V. এই খানে q হচ্ছে Capacitor charge, V হচ্ছে voltage. Capacitor এর মান বাড়লে voltage কমে যাবে, চার্জ বেড়ে যাবে। এইটা দেবিচে এর জন্য ভালো, যা কয়েল কে অনেক বেশী গরম করবে

Level 0

@towfiq.eee:—–সংশোধন—– এইটা যন্ত্রের জন্য ভালো না। যা কয়েল কে অনেক বেশী গরম করবে

    Level 0

    @towfiq.eee: tune bola hoice basi maner capasitor baohar korle koeler somossa hobe. Bakha korar jonno onek onek dhonnobad.