দীর্ঘ শীত পেরিয়ে এই প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া থাকা অসম্ভব।অনেকের বাড়িতে ফ্যান নষ্ট হয়ে আছে অথবা ফ্যানের গতি কম , তাদের জন্য আমার এই প্রথম ও নতুন টিউন । সময়ের সল্পতার কারনে সেটি মেরামত করিয়ে নেয়া সম্ভব হচ্ছেনা । আপনি কেন অননের মুখ ছেয়ে বসে থাকবেন ? আপনি নিজেই সারাতে পারেন আপনার ফ্যানটি। তাহলে আর দেরি না করে এখুনি কাজে নেমে পড়ুন ।
১. প্রথমে ইলেক্ট্রিক সংযোগ পরীক্ষা করুন ।যদি কোন ত্রুটি থাকে তাহলে সেটি মেরামত করুন ।
২. ইলেক্ট্রিক সংযোগ ঠিক আছে তবুও ফ্যান ঘুরছেনা তাহলে ফ্যানের কাপাসিটার পরীক্ষা করুন ।পরীক্ষা করবেন কিভাবে ? বৈদুতিক সংযোগ বন্ধ করে নিন। এবার কাপাসিটারটি খুলুন । টেবিল ফ্যানের কাপাসিটার থাকে পেছনের কভারের ভেতর অথবা নিচে সুইচের পাশে। নিচে থাকলে নিচের কভারটি টুলস দিয়ে খুললে দেখতে পাবেন । আর সিলিং ফ্যানের কাপাসিটার থাকে পাখার ওপর ঢাকনার ভেতর। ঢাকনাটি একটি স্ক্রু দিয়ে আঁটকানো থাকে । টুলস দিয়ে স্ক্রু ঢিলা করে ঢাকনাটি ওপরে উঠালেই পাবেন কাপাসিটারটি ।
কাপাসিটারটি দুই সংযোগ হতে খুলে নিন ।
এবার কাপাসিটারটি নিয়ে যাবেন নিকতস্থ ইলেকট্রিকসের দোকানে । দোকানদারকে রিকোয়েস্ট করলে সেটি চেক করে দেবেন । নষ্ট কাপাসিটারটির পরিবর্তে ৩০-৫০ টাকাই একটি নতুন কাপাসিটার কিনে লাগিয়ে দিন যেভাবে খুলেছেব ঠিক সেই ভাবে ।
এবার খেয়াল করুন ফ্যানের স্পীড । স্পীড যদি কম থাকে তাহলে কাপাসিটারটির গায়ে লিখিত মানের চাইতে ১ (মাইক্রোফারুড) পয়েন্ট বেশী মানের কাপাসিটার লাগান দেখবেন স্পীড বেড়ে গেছে ।
স্পীড বারানর জন্য অতিরিক্ত বেশী মানের কাপাসিটার লাগানো উচিৎ নয় । এতে পরবর্তীতে কোয়েলের সমস্যা হতে পারে । এটা খুব ই গুরুত্বপূর্ণ ১ টা পয়েন্ট, আমি ১ বার শক খাইছিলাম, খুব ই ভয়াবহ। তাই ক্যাপাসিটর খোলার সময় ক্যাপাসিটরের দুই পয়েন্ট টেষ্টার বা স্ক্র-ড্রাইভার এর ধাতব অংশ দ্বারা শর্ট করে নিতে হবে।
আমি sopnopagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার বাসার ফ্যান সব গুলা ঠিকই আছে, তারপরও প্রয়োজন হলে টিপসটি ব্যবহার করে দেখবো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।