আমাদের দৈনন্দিন জীবনের সাথে ইলেকট্রনিক্স ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এমন একটা দিন চিন্তা করতে পারেন, যেখানে একটা মূহর্তের জন্যও আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না! না এমনটা চিন্তা করার কোন প্রয়োজন নেই। আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে এবং আমাদের কাজকে সহজ করতে, আমরা বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি।আমরা প্রতিদিনই কম্পিউটার, সেলফোন, ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল এর মত ডিভাইস সমূহ ব্যবহার করছি। এগুলো ব্যবহার করতে করতে আপনিও হয়তো কখনো কখনো চিন্তা করেছেন, আমি নিজেই যদি এধরণের কোন ডিভাইস তৈরি করতে পারতাম, তহলে খুব ভালো হতো?
আমার মতো আপনিও যদি এমনটা চিন্তা করে থাকেন তাহলে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটা আপনার জন্যই।
খুব সংক্ষিপ্তভাবে যদি Arduino সম্পর্কে বলতে হয়, তাহলে বলতে হবে Arduino একটা দারুন ওপেনসোর্স হার্ডওয়্যার যা ব্যবহার করে আপনি আপনার নিজের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে পারেন খুব সহজেই।
আর আমরা যারা নিয়মিত টেকটিউনসে আসি আমাদের অনেকেরই কিছুটা হলেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং সি, বা ওয়েব প্রোগ্রামিং যেমন পি এইচ পি বা জাভাস্ক্রিপ্ট এর মত কোন না কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে বা শেখার আগ্রহ আছে।
এই কথাগুলো যদি আপনার জন্য সত্য হয় তাহলে এই কোর্সটা আপনার জন্যই। আমরা পি এইচ পি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদিও Arduino প্রোগ্রামিং করব না, কিন্তু এগুলোর প্রোগ্রামিং লজিক জানা থাকলে আপনি সহজেই Arduino প্রোগ্রামিং করতে পারবেন।
আমাদের যতটুকু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে তা দিয়ে আমরা এই কোর্সটা শেখা শুরু করতে পারব, আর প্রজেক্ট ভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা সহজেই ইলেকট্রনিক্সও শিখে নিতে পারবো বলে আশা করছি।
এই কোর্সটা করার জন্য আপনাকে যে ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স বা কোন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির শিক্ষার্থী হতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র শেখার আগ্রহ থাকলেই হবে।
প্রয়োজন হলে, এই কোর্স স্ট্রাকচার পরিবর্তন এবং পরিবর্ধন করা হবে ।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি হবে সম্পূর্ন প্রজেক্ট ভিত্তিক। প্রজেক্টের সোর্স ফাইল, সিমুলেশন ফাইল, সার্কিট ডায়াগ্রাম, প্রজেক্ট বোর্ড সার্কিট ইমেজ। প্রয়োজনে ভিডিও ক্লিপ এবং ভিডিও টিউটোরিয়াল সংযোজন করা হবে।
বেসিক প্রজেক্ট সমূহ সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে তৈরি করা যাবে। আর হাতে কলমে প্রজেক্ট তৈরি করার জন্য কি কি সার্কিট উপকরণ সংগ্রহ করতে হবে এবং কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ঘরে বসে উপকরণ সমূহ সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হবে। তাই আপনাদের কাছ থেকে যত বেশি সাড়া পাওয়া যাবে, কোর্সটি সফলভাবে পরিচালনা করার জন্য টেকটিউনস কতৃপক্ষ আপনাদের তত বেশি সহযোগিতা করবে। তাই কোর্সটির ব্যপারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজে সক্রিয় থাকুন।
বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এখানে ক্লিক করুন
আপনি কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক জানিয়ে টিউমেন্ট করুন।
এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি করার জন্য রেডি হচ্ছে সবাই, আপনি রেডি তো!
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
খুবই ভাল উদ্যোগ। এগিয়ে যান।