টেকটিউনস এ শুরু হচ্ছে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” এর একটা পূর্ণাঙ্গ ফ্রি চেইন কোর্স। কোর্সটি সঠিকভাবে সম্পন্ন করে আপনিও পেতে পারেন টেকটিউনস ভেরিফাইড সার্টিফিকেট

আমাদের দৈনন্দিন জীবনের সাথে ইলেকট্রনিক্স ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এমন একটা দিন চিন্তা করতে পারেন, যেখানে একটা মূহর্তের জন্যও আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না! না এমনটা চিন্তা করার কোন প্রয়োজন নেই। আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে এবং আমাদের কাজকে সহজ করতে, আমরা বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি।আমরা প্রতিদিনই কম্পিউটার, সেলফোন, ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল এর মত ডিভাইস সমূহ ব্যবহার করছি। এগুলো ব্যবহার করতে করতে আপনিও হয়তো কখনো কখনো চিন্তা করেছেন, আমি নিজেই যদি এধরণের কোন ডিভাইস তৈরি করতে পারতাম, তহলে খুব ভালো হতো?

আমার মতো আপনিও যদি এমনটা চিন্তা করে থাকেন তাহলে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটা আপনার জন্যই।

Arduino সম্পর্কে সামান্য কিছু কথা

খুব সংক্ষিপ্তভাবে যদি Arduino সম্পর্কে বলতে হয়, তাহলে বলতে হবে Arduino একটা দারুন ওপেনসোর্স হার্ডওয়্যার যা ব্যবহার করে আপনি আপনার নিজের ইচ্ছেমতো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, রিমোট কন্ট্রোল, রোবট, এল ই ডি সাইন বোর্ড, ভয়েজ কন্ট্রোল ডিভাইস, অনলাইন কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত ডিভাইস, ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এমন কি GPS, GSM কন্ট্রোল ডিভাইস বা ইলেকট্রনিক প্রজেক্ট সমূহ তৈরি করতে পারেন খুব সহজেই।

এই কোর্সটা কি আপনার জন্য?

  • আমরা কম বেশি সবাই ইলেকট্রনিক্স সম্পর্কে জানি। এই যেমন
  • একটা এল ই ডি বাতি কিভাবে ব্যাটারীর সাহায্যে জ্বালাতে হয়,
  • কিভাবে ছোট একটা মোটর ঘুরানো যায়,
  • একটা সুইচ কিভাবে ব্যবহার করতে হয়,
  • কিভাবে একটা স্পিকার সাউন্ড সিস্টেমে সংযুক্ত করতে হয়।

আর আমরা যারা নিয়মিত টেকটিউনসে আসি আমাদের অনেকেরই কিছুটা হলেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং সি, বা ওয়েব প্রোগ্রামিং যেমন পি এইচ পি বা জাভাস্ক্রিপ্ট এর মত কোন না কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে বা শেখার আগ্রহ আছে।

এই কথাগুলো যদি আপনার জন্য সত্য হয় তাহলে এই কোর্সটা আপনার জন্যই। আমরা পি এইচ পি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদিও Arduino প্রোগ্রামিং করব না, কিন্তু এগুলোর প্রোগ্রামিং লজিক জানা থাকলে আপনি সহজেই Arduino প্রোগ্রামিং করতে পারবেন।

আমাদের যতটুকু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে তা দিয়ে আমরা এই কোর্সটা শেখা শুরু করতে পারব, আর প্রজেক্ট ভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা সহজেই ইলেকট্রনিক্সও শিখে নিতে পারবো বলে আশা করছি।

এই কোর্সটা করার জন্য আপনাকে যে ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স বা কোন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির শিক্ষার্থী হতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র শেখার আগ্রহ থাকলেই হবে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটিতে কি কি থাকবে?

  • [পর্ব-০১] :: ওপেন সোর্স হার্ডওয়্যার এবং আরডুইনো
  • [পর্ব-০২] :: আইডিই এবং হার্ডওয়্যার পরিচিতি
  • [পর্ব-০৩] :: কম্পিউটারে আরডুইনো ড্রাইভার সেটাপ করার পদ্ধতি
  • [পর্ব-০৪] :: এল ই ডি ব্লাংকিং প্রজেক্ট তৈরি করুন
  • [পর্ব-০৫] :: আরডুইনো প্রোগ্রামিং বেসিক
  • [পর্ব-০৬] :: ডিজিটাল ইনপুট আউটপুট এবং পি ডব্লিউ এম সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৭] :: এনালগ ইনপুট এবং সেন্সর
  • [পর্ব-০৮] :: তৈরি করুন মিউজিক্যাল টোন তৈরির একটা মজার সার্কিট
  • [পর্ব-০৯] :: সিরিয়াল এবং ইউ এস বি কমিউনিকেশন
  • [পর্ব-১০] :: এল সি ডি ইন্টারফেসিং
  • [পর্ব-১১] :: তৈরি করুন একটা ডিজিটাল থার্মোমিটার সার্কিট
  • [পর্ব-১২] :: ওয়্যারলেস কমিউনিকেশন
  • [পর্ব-১৩] :: ডিসি মটর কন্ট্রোল
  • [পর্ব-১৪] :: তৈরি করুন একটা লাইন ফলোয়িং রোবট
  • [পর্ব-১৫] :: টাইমার এবং কাউন্টার
  • [পর্ব-১৬] :: নিজেই তৈরি করুন একটা ডিজিটাল ঘড়ি
  • [পর্ব-১৭] :: এস ডি কার্ড এবং ডাটা লগিং প্রজেক্ট
  • [পর্ব-১৮] :: ইথারনেট শিল্ড এবং অনলাইন কমিউনিকেশন
  • [পর্ব-১৯] :: ওয়াই ফাই কমিউনিকেশন
  • [পর্ব-২০] :: এক্স বি কমিউনিকেশন
  • [পর্ব-২১] :: তৈরি করুন একটা অনলাইন কন্ট্রোল রোবট

প্রয়োজন হলে, এই কোর্স স্ট্রাকচার পরিবর্তন এবং পরিবর্ধন করা হবে ।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি কিভাবে উপস্থাপনা করা হবে?

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি হবে সম্পূর্ন প্রজেক্ট ভিত্তিক। প্রজেক্টের সোর্স ফাইল, সিমুলেশন ফাইল, সার্কিট ডায়াগ্রাম, প্রজেক্ট বোর্ড সার্কিট ইমেজ। প্রয়োজনে ভিডিও ক্লিপ এবং ভিডিও টিউটোরিয়াল সংযোজন করা হবে।

বেসিক প্রজেক্ট সমূহ সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে তৈরি করা যাবে। আর হাতে কলমে প্রজেক্ট তৈরি করার জন্য কি কি সার্কিট উপকরণ সংগ্রহ করতে হবে এবং কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ঘরে বসে উপকরণ সমূহ সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটিতে আপনি কিভাবে অংশ গ্রহণ করবেন?

কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হবে। তাই আপনাদের কাছ থেকে যত বেশি সাড়া পাওয়া যাবে, কোর্সটি সফলভাবে পরিচালনা করার জন্য টেকটিউনস কতৃপক্ষ আপনাদের তত বেশি সহযোগিতা করবে। তাই কোর্সটির ব্যপারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজে সক্রিয় থাকুন।

:arrow:   বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এখানে ক্লিক করুন

আপনি কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক জানিয়ে টিউমেন্ট করুন।

কোর্স শেষে পাবেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি করার জন্য রেডি হচ্ছে সবাই, আপনি রেডি তো!

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভাল উদ্যোগ। এগিয়ে যান।

    @frzban: ধন্যবাদ frzban ভাই। আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। শুভকামনা রইলো ।

Level New

Yes, We Are Ready……

Level 0

চালু করেন দেখি কত টুক শিখতে পারি

Level 0

আমি আগ্রহী। আশাকরি শিঘ্রই কোর্সটি শুরু হবে।

    @jimad: খুব শীঘ্রই শুরু হবে কোর্সটি। খুব বেশি অপেক্ষা করতে হবে না।

আলহামদুলিল্লাহ্‌ , এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিলাম এত দিন । আমি কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করছি । সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে চাই আপনাদের এই কোর্সে ।

    @green poison: আপনাদের সক্রিয় অংশগ্রহণ কোর্সটিকে সুসম্পন্ন করতে মুখ্য ভূমিকা পালন করবে ।

Level New

onek valo uddog chaliye jan sathe achi

খুবই ভাল উদ্যোগ। এগিয়ে যান। তবে পার্স সমন্ধে বিস্থারিত বলার চেষ্ঠা করবেন ।।।

Level 0

Taka koto lagbe? Meyad kotodin? Kobe suru hobe? Net a (tt) sikhano hobe naki bastob kono coching center a? Esob to kisui bola nei.

    Level 0

    @arif456:
    Vaiya Pura free Te

    @arif456: কোর্সটি সম্পূর্ণ ফ্রি করতে পারবেন।

ছাত্র অবস্থায় ইলেক্ট্রনিক্স হবিস্ট ছিলাম। কাজে কর্মে ঢুকে এখন আর শখ মেটাতে পারি না। বানিজ্য বিভাগের ছাত্র হয়েও ইলেক্ট্রনিক্স চর্চ্চা দেখে ঘরে বাইরে সবাই কেমন যেন করতো। কিন্তু সফলতা দেখে আবার বাহবাও দিতো। এগুলো সবই স্মৃতি এখন। ১০ বছর আগেই ছেড়ে দিয়েছি।কিন্তু এই পোস্ট টা দেখে একটা উদ্যম পাচ্ছি। আবারো তাহলে শুরু করি, কি বলেন? আর কেউ আছে কিনা জানি না আমি কিন্তু আছি আপনাদের সাথে…. (শুধু প্রয়োজনীয় অবসরটুকু পেলে হয়)…. ধন্যবাদ

    @Shahruzzaman Babu: ভাই আপনার আগ্রহ আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের সাথে সক্রিয় থাকুন । আশা করছি আমারা গতানুগতির বাইরে কিছু একটা করে দেখাতে পারবো। টেকটিউনস কতৃপক্ষ এই কোর্সের ব্যাপারে আমাদের সার্বিক দিক দিয়ে পত্যক্ষভাবে সহযোগিতা করবেন।

Level 0

ভাইয়া আমি রেডি
বিস্তারিত কবে দিবেন?????

অপেক্ষায় রইলাম……………।

নেটে Ardunio এর অনেক প্রজেক্ট দেখেছিলাম বেশ ভাল লেগেছিল। এখন জেনে আরও ভালো লাগছে যে আমি টেকটিউন্স থেকে Ardunio সম্পর্কে বিশাদ জানতে পারব। অপেক্ষায় রইলাম……

    @শাকিল মাহমুদ: ধন্যবাদ ভাই ওয়েব ডিজাইন, ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনে আমাদের দেশের প্রোগ্রামার এবং ফ্রিল্যান্সাররা ভালো করছে , মোটামোটি একটা বিপ্লব ঘটেছে। এখন সময় এসেছে ইলেকট্রনিক্স শিল্প নিয়ে বিপ্লব ঘটানোর । আমরা বাংলাদেশীরা একবার সক্রিয় হলে অনেক কিছুই সম্ভব।

Level 0

ভাই যদিও আমি অন্যদের তুলোনায় অনেক কম মেধাবী তবুও শিখতে ইচ্ছা করছে।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । সবার জন্য শুভকামনা রইলো।

আমি কোর্সটি করতে আগ্রহী। টেকটিউনসকে ও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্দোগ গ্রহন করার জন্য।

Level 2

আমি এখনই রেডি। কবে শুরু করছেন তাই বলেন!!!!

I am ready.

চমৎকার উদ্যোগ!

Level 2

ohh!!!!!!! nice………..i agree………

বেশীরভাগ চেইন টিউন গুলোর মত যেন ২-৩ টা পর্ব হয়ে হারিয়ে না যায় সেই কামনা করি । উদ্যোগটি নিঃসন্দেহে চমৎকার । ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেবার জন্য ।

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য। শুভ হোক আপনার পথ চলা………

এইখানে সবি আছে। আপনারা কি এইভাবে শেখাবেন??

Level 2

খুবই ভাল উদ্যোগ. অপেক্ষায় রইলাম……………।

অপেক্ষায় রইলাম……………।

মাঝপথে হারিয়ে না গেলে আমিও আছি আপনার সাথে আর আমি কিন্তু একটু কম বুঝি তাই ভিডিও টিটোরিয়াল হলে ভালো হয় । কোর্সটি কত দিনে শেষ হবে ? ধন্যবাদ

Level New

Amio asi

Level 0

amio aci boss.khubi valo uddok.

ভাই অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম । আমাদের কি রেজিস্ট্রেশন করতে হবে ???

Level 0

Chalia Jan !!!. Amra achi.

Level 0

খুব ভাল অপেক্ষায় রইলাম ..

ভাই ভাল উদ্যোগ চালাইয়া যান ♥

আমি শিখতে চাই…। ধন্যবাদ সুন্দর উদ্যোগ গ্রহন এর জন্য…।

Level 0

khub valo uddok….chalaye Jan…amra achi apnader sathe

Level 0

ভাই অনেক ভালো, আমি আছি 🙂

darun to ami asi apnader sathe

আমি আগ্রহী। আশাকরি শিঘ্রই কোর্সটি শুরু হবে।

অপেক্ষায় রইলাম, আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ভীষণ আগ্রহী !

আমিও আগ্রহী।

শিখতে হলে ardiono uno board কিনতে হবে নাকি আবার??? :'(

    @ওয়াহিদুজ্জামান হৃদয়: ardiono uno board সংগ্রহ করতে হবে , যদি আপনি হাতে কলমে কাজ করতে চান। আমরা কিছু কাজ সিমুলেশন করেও দেখাবো এজন্য বোর্ড প্রয়োজন হবে না। ধন্যবাদ

    @ওয়াহিদুজ্জামান হৃদয়: হ্যাঁ। দাম এখন মনে হয় মনে হয় ১৮০০ টাকা ডিস্কাউন্টে roboticsbdতে। তবে আপনি সিমুলেশন করেও শিখতে পারেন।

অবশ্যই ভালো উদৌগ , সাথে আছি , আমি শিখব ইনশাআল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে

আমি কোর্সটি করতে আগ্রহী। ইতিমধ্যে আমি পোষ্টটি ফেবুতে শেয়ারও করে দিয়েছি।
ধন্যবাদ এই রকম একটি উদ্দোগ নেওয়ার জন্য।

আমি এই কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

Waiting for full tutorial.

খুবই ভাল উদ্যোগ। ধন্যবাদ

Level 0

Really interested 🙂

অপেক্ষায় রইলাম ..

আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক

আমিও শিখবো, আপনার অপেক্ষায় আছি।

Level New

ভাল উদ্যোগ। আছি আমিও

Level 2

আমিও শিখতে চাই, তার আগে জানতে চাই শিখার জন্য কি কি উপকরণ দরকার? আর কবে থেকে শিখানো শুরু হবে?

Level 0

Ready For Learn

চমৎকার উদ্যোগ। অপেক্ষায় থাকলাম।

অপেক্ষায় রইলাম……………..

অপেক্ষায় রইলাম ..

Level 0

খুব ভালো উদ্যেগ। আমি আছি আপনার পাশে। আপেক্ষায় রইলাম আমিও।

ভেবেছিলাম উদ্যোগটা মাঝপথে থেমে যাবে। কিন’ আজ দেখতেছি না এই কোর্সটা অনেক দূর চলে এসেছে।

ভাই দয়া করে আরও টিউন করুন। অনেক দিন হয়ে গেল …আপেক্ষায় রইলাম ভাই।।