আসুন 12-15 টাকা খরচ করে LED দিয়ে এনার্জি সেভিং লাইটের মত লাইট তৈরী করি।

কেমন আছেন সবাই?আশাকরি ভাল!আমি কিন্তু তেমন একটা ভাল নেই কারণ গত দুমাস বিদ্যুতের সমস্যার কারণে পিসিতে বসতে পারিনা সব কার্যক্রম বন্ধ আর জানিও এর সমাধান কবে হবে।

যাহোক,প্রথমেই বলে রাখি ইলেকট্রনিকসে আমার জ্ঞান শূন্যের কাছাকাছি।তাই ভূল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের সাথে একটা LED সার্কিট শেয়ার করব যেটা আমি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই এর কাছ থেকে পেয়েছি।

সার্কিটের বৈশিষ্ট্য

  •  কোন ট্রান্সফরমারের ব্যাবহার নেই।
  •  Ac 220v বিদ্যুতে চলতে সক্ষম।
  •  25-30 টা LED ব্যাবহার করলে প্রায় 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের মত আলো পাবেন।
  •  Ac বিদ্যুতে ভোল্টেজ কম থাকলেও LED ফুল ব্রাইট নিয়ে জ্বলবে।
  •  কম এনার্জি খরচ করে।
  •  LED ছাড়া সার্কিট তৈরীতে খরচ পড়বে 12-15 টাকা।

তাহলে চলুন শুরু করা যাক।

সার্কিট টি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেট গুলো ম্যানেজ করুন।

  •  220n 400V এর ননপোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
  •  220uf 100v (100v না পেলে 50v তে কাজ হবে) এর পোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
  •  1N4007 মানের রেকটিফায়ার ডায়োড 4 টি।
  •  390k কোয়াটার ওয়াট মানের রেজিট্যান্স 1 টি।
  •  সাদা আলোর মাথা কাটা 1/4 ওয়াটের 25 টা LED (আমি ব্যাক্তিগত ভাবে 25 টা ব্যাবহার করেছি।আপনি চাইলে বাড়াতে কিংবা কমাতে পারেন)।

কম্পোনেন্ট গুলোর পর্যায়ক্রমে চিত্র দেখুন।

 

 

1n4007_by_S.k.joy

390k_by_S.k.joy.jpg

এবার কম্পোনেট গুলো মোটা কাগজ,ভেরোবোর্ড কিংবা প্লাস্টিক বোর্ডে নিচের চিত্রের মত করে সংযোগ করুন।

আমি সার্কিট টা প্লাষ্টিক বোর্ডে তৈরী করেছি এবং LED গুলো CD তে যুক্ত করেছি।আপনি আপনার সুবিধা মত কাজ করতে পারেন!

সব কাজ ঠিকঠাক ভাবে করে থাকলে সার্কিটে এসি বিদ্যুত প্রবেশ করান।কি দেখছেন?LED গুলো 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের থেকে খারাপ জ্বলছে?নিশ্চয় না!আমার গুলো তো যা আশা করেছিলাম তার থেকে বেশীই জ্বলছে।

সতর্কতা: সার্কিট চালু থাকা অবস্থায় সার্কিটের কোন অংশে হাত দেবেন না।তাহলে ইলেকট্রিক শর্ক পাবেন।

বিঃদ্রঃ- আমরা যেহেতু হাই ভোল্টেজ নিয়ে কাজ করছি সুতরাং যতটা সম্ভব ঠান্ডা মাথায় কাজ করুন।নতুবা বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে।আর কোন ডাউট থাকলে সেটা আগে ক্লিয়ার করুন।

পূর্বে এখানে প্রকাশিত।ইলেকট্রনিসে আগ্রহ থাকলে যোগ দিতে পারেন বিডি-ইলেকট্রনিসে

ভাল থাকবেন সবাই।গরমে কম খাবেন আর আমার এলাকার বিদ্যুতের জন্য দোয়া করবেন 🙂 ।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল কাজে লাগবে

    @skynet: আপনার কাজে লাগবে শুনে ভাল লাগল।মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

ভাই,
ধন্যবাদ আপনার সৃজনশীল কাজের জন্য । যে ছবিটা সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ তা হল সার্কিট ডায়াগ্রাম আর সেই ছবিটা-ই দুর্ভাগ্যবশতঃ আবছা । কিছুই বোঝা যাচ্ছে না । দয়া করে একটা ক্লিয়ার ছবি দেন ।

    @Shahin575: ভাইয়া,বিদ্যুতের সমস্যায় পিসিতে বসার মত অবস্থা নেই,তাই ড্রায়াগ্রাম টা মোবাইল দিয়ে একেঁছি।সমস্যা টা আমি বুঝতে পারছি।দেখি কিছু ব্যাবস্থা করতে পারি কিনা।

    আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

ভাই আপনার জ্ঞান ইলেকট্রনিকসে শূন্য, কিন্তু এটা দিয়ে যে কারিশমা দেখাইছেন, বেশি হলে না জানি কি টিক্স দিতেন, 😀 ধন্যবাদ ভাই আপানার টিউনের জন্য, খুব ভালো হইছে।

    @রাহাতুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 3

ভাল খুব সুন্দর হয়েছে । সারকিটটি চলন্ত অবস্তায় কোথাও যেন হাত না দেয় কষ্ট করে লিখে দিও।

    @santokhan: খুব প্রয়োজনীয় একটা বিষয় মনে করিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

    আপডেট করে দিয়েছি।ভাল থাকবেন।

Level 0

390k resistance paini tai korte parini

    @sopnopagol: 390K পেতে আমারও একটু সমস্যা হয়েছিল।আপনি Techshopbd তে খোজ করে দেখতে পারেন।

আপনাকে অনেক ধন্যবাদ। নতুন কিছু শিখলাম.:)

    @Khaled Mahmud Anik: আপনাকেও ধন্যবাদ,মন্তব্যের জন্য।ভাল থাকবেন।