নমস্কার
সম্মানিও ভিজিটর ও টিউনার বন্ধুদের কে স্বাগত জানিয়া আমার আজকের টিউন শুরু করছি।
আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যে টেক টিউনের ইলেক্ট্রনিক্স বিভাগে তেমন কোন টিউন হচ্ছে না।
তাই আমি একটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এই বিভাগে লেখা শুরু করতে যাচ্ছি ।
আশা করি আপনাদের সহযোগিতা পাব।
টিউন শিরোনাম দেখে অনেকে হয়ত বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করতে যাচ্ছি।
আমাদের প্রত্যকের বাসায় বিদ্যুৎ আছে এবং বাড়িতে সুইচ বোর্ড আছে ।
তো আমি আজকে এই সুইচ বোর্ড কিভাবে ফিটিং করতে হয় তা নিয়ে আলোচনা করব।
একটি বোর্ডে সাধারণত FUSE,INDEGETOR,5 PIN SOKET,SUITCH ইত্যাদি যন্ত্র গুলো থাকে।
হয়ত আমরা এগুলো চিনি তবুও এক নজর দেখি।।
এটি হল সুইচ যা কোন কিছু অন অফ করতে কাজে লাগে।
এটি হল indigetor যা বিদ্যুৎ আছে না নেই বোঝার জন্য ব্যবহার করা হয়।
এটি হল ৫ পিন সকেট যা টিভি কম্পিউটার ইত্যদির প্লাগ লাগানোর জন্য ব্যবহার করা হয়।
মুলত এই তিন চার টি যন্ত্র বেশি দেখা যায়।
এবার দেখুন কি ভাবে যন্ত্র গুলো বোর্ডের মধ্যে কানেকশন করা থাকে।
একটু মন দিয়ে দেখুন তাহলে নিজেরাই করতে পারবেন মিস্ত্রি লাগবে না ।
আকাশী রঙের তারটি হল আরতিং ও লাল রঙের তারটি হল কারেন্ট।
বোর্ডের মধ্য ঠিক এই ভাবে কানেকশন করা থাকে।
আর দেখুন একটি টিউব লাইটকে অন অফ কানেকশন করা আছে।
আশা করি বাড়িতে আর মিস্ত্রি লাগেবে না।
পরবতিতে এই টিউন গুলো দেব
তার আগাম শিরোনাম ঃ-
ভাল খারাপ মন্তব্য করুন। টিউনে উতসাহ দিন।
ধন্যবাদ সবাইকে
আমি SOUMITRA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai akasi ta jodi artin hoy , neotol koy.r jodi neotol artin ear sathe add hoy 2 ta e neotol hoy gelo. Je kane add hoyce sata ki swice or swoket? Swice hole fire hobe.swoke hole thik ase.i hope u publish good tune.