সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেল, ব্যস্ততার কারনে আপনাদের কোন টিউন উপহার দিতে পারি না ! আজ একটু সময় পেলাম ! তাই আপনাদের সামনে নিয়ে এলাম কম্পিউটারের Microphone সার্কিট ! এটি খুব ছোট একটি সার্কিট ! যে কেউ চাইলেই এটি তৈরী করতে পারবেন !
এর জন্য যা যা দরকার :
MIC ছারা উপরের চারটা কম্পোনেন্ট খুরচা বাজারে কিনতে 10 টাকার মত লাগতে পারে! MIC না কিনে মোবাইল ফোনের নষ্ট হেডফোনের MIC ব্যবহার করবেন ! এতে খরচ কমবে এবং কাজও ভাল করবে !
এবার নিচের চিত্রের মত করে সার্কিট তৈরী করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
সুন্দর 🙂