অবরোধ এ friend দের সাথে আড্ডা দিতে দিতে একঘেয়েমি একটা life হয়েছে ।আসলে একঘেয়েমি থেকে নিজেকে মুক্তি দিতে এই টিউনটি করা । আর যদি টিউনটি কারো ভালো লাগে সেটা তো আমার জন্য Bonus।তো টিউনটি করেই ফেলি ।
Dual Tone Multi-Frequency. এটি সাধারনত Use করা হয় Telecommunication Signal , Switching Center এ. এটি মূলত 16 টি Digit এর Signal নিয়ে কাজ করতে পারে . Digit- 0,1,2,3,4,5,6,7,8,9,*,#,A,B,C,D .
আসলে আপনি এটাকে দিয়ে কি ধরনের project ready করতে চান তার উপর depend করে ।
আমি এটা দিয়ে যা যা করেছি তা আপনাদের কাছে share করি ।
আরো অনেক কিছুই এর সাহায্যে আপনি করতে পারেন ।
Circuit টিতে Component এর Name and Value দেয়া আছে ।
এক জিনিস বার project board এ ready করতে pain লাগে । তাই আমার জন্যে আমি একটা Dtmf Module তৈরী করেছি সেটা আপনাদের কাছে Share করি ।
[Pic 1]
[Pic 2]
Ic থেকে STD,Q1,Q2,Q3,Q4 এই ৫টি পিন Female Connector (pic1 এর বায়ে) দিয়ে Connect করে রাখা আছে ।এই পাঁচটি পিন দিয়ে Microcontroller এর সাথে connect দিয়ে Program করা হয় । Power supply এর জন্যে (pic1 এর ডানে)+,- দিয়ে ২টি Female Connector দিয়ে connect করা আছে । so যারা এখনো DTMF নিয়ে কাজ করেন নি তারা Dtmf নিয়ে কাজ শুরু করতে পারেন ।
এটি দিয়ে কাজ করতে Headphone এর Connect আছে এরকম যে কোন একটি মোবাইল হলেই হবে । আর দুরবর্তী কাজের জন্য মোবাইলটি Auto Receive করে রাখতে হবে ।
So যখন আপনি এই মোবাইলে call দিবেন circuit টি automatic run হয়ে যাবে ।আর আপনি যে Digit গুলো press করবেন তা সে বুঝতে পারবে ।আর যেভাবে program করবেন সেই ভাবে কাজ করবে । তাইলে ........ Best Of Luck নতুনদের জন্যে ।
আমার Mail Address টা দিয়েই দেই [[email protected]] . Mail me anytime . Only Bangla or English Language .অন্য Language হলে ভাই Reply দিতে পারব না ।
আর post টিতে কোন problem হলে সেটা post এর নিচে comment করতে পারেন ।
আমার পূর্বের দুটি টিউন এর link Add করেই দেই।
বানিয়ে নিন নিজের মনের মতো একটা Mini Bread Board অথবা AVR development Board ।
আমি nextbdtech। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাথামুণ্ডু কিছুই বুঝলাম না । জাই হোক আপনাকে ধন্যবাদ /