DTMF দিয়ে কিছু Project করুন

অবরোধ এ friend দের সাথে আড্ডা দিতে দিতে একঘেয়েমি একটা life হয়েছে ।আসলে একঘেয়েমি থেকে নিজেকে মুক্তি দিতে এই টিউনটি করা । আর যদি টিউনটি কারো ভালো লাগে সেটা তো আমার জন্য Bonus।তো টিউনটি করেই ফেলি ।

DTMF কি ?

Dual Tone Multi-Frequency.  এটি সাধারনত Use করা হয় Telecommunication Signal , Switching Center এ. এটি মূলত 16 টি Digit এর Signal নিয়ে কাজ করতে পারে . Digit- 0,1,2,3,4,5,6,7,8,9,*,#,A,B,C,D .

DTMF দিয়ে কি কি করা যায় :

আসলে আপনি এটাকে দিয়ে কি ধরনের project ready করতে চান তার উপর depend করে ।

আমি এটা দিয়ে যা যা করেছি তা আপনাদের কাছে share করি ।

  • ১. Home Automation : আপনি world এর যেথায় থাকেন না কেন আপনি আপনার বাসার Light Fan Pc এক কথায় যে কোন Electric Appliance কে Control করতে পারবেন।
  • ২. Password Protect : আপনি Password Protected Lock করতে পারেন যেমন Room Lock  । সেটাও আপনি যে কোন স্হান থেকেও control করতে পারেন ।
  • 3. Robotics এর কাজে এটি একটি অতুলনীয় Remote যা বলার অপেক্ষা রাখে না ।

আরো অনেক কিছুই এর সাহায্যে আপনি করতে পারেন ।

এখন আসি DTMF  এর Circuit নিয়ে :

Circuit টিতে Component এর Name and Value  দেয়া আছে ।

DTMF PCB:

এক জিনিস বার project board এ ready করতে pain লাগে । তাই আমার জন্যে আমি একটা Dtmf Module তৈরী করেছি সেটা আপনাদের কাছে Share করি ।

[Pic 1]

[Pic 2]

Ic থেকে STD,Q1,Q2,Q3,Q4 এই ৫টি পিন Female Connector (pic1 এর বায়ে) দিয়ে Connect করে রাখা আছে ।এই পাঁচটি পিন দিয়ে Microcontroller এর সাথে connect দিয়ে Program করা হয় । Power supply এর জন্যে (pic1 এর ডানে)+,- দিয়ে ২টি Female Connector দিয়ে connect করা আছে । so যারা এখনো DTMF নিয়ে কাজ করেন নি তারা Dtmf নিয়ে কাজ শুরু করতে পারেন ।

এটি কিভাবে কাজ করে :

এটি দিয়ে কাজ করতে Headphone এর Connect আছে এরকম যে কোন একটি মোবাইল হলেই হবে । আর দুরবর্তী কাজের জন্য মোবাইলটি Auto Receive করে রাখতে হবে ।

So যখন আপনি এই মোবাইলে call দিবেন circuit টি automatic run হয়ে যাবে ।আর আপনি যে Digit গুলো press করবেন  তা সে বুঝতে পারবে ।আর যেভাবে program করবেন সেই ভাবে কাজ করবে । তাইলে ........ Best Of Luck নতুনদের জন্যে ।

আমার Mail Address টা দিয়েই দেই [[email protected]] . Mail me anytime . Only Bangla or English Language .অন্য Language হলে ভাই Reply দিতে পারব না ।

আর post টিতে কোন problem হলে সেটা post এর নিচে comment করতে পারেন ।

আমার পূর্বের দুটি টিউন এর link Add করেই দেই।

বানিয়ে নিন নিজের মনের মতো একটা Mini Bread Board অথবা AVR development Board ।

https://www.techtunes.io/?p=222915

Level 0

আমি nextbdtech। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাথামুণ্ডু কিছুই বুঝলাম না । জাই হোক আপনাকে ধন্যবাদ /

Level 0

হয়তো আপনাকে বুঝানোর মত কোন লেখা আমার টিউন এ ছিল না ।

Level 0

সার্কিটটির ডায়াগ্রাম খুবই পরিস্কার হয়েছে ধন্যবাদ এরকম টিউন করার জন্য আর একটা কথা আমরা সাধারনত ভেরিবোর্ড দিয়ে হাতে ডায়াগ্রাম করি আপনি এই লেআউট এ কিভাবে করলেন জানাবেন কিন্তু।

Level 2

Bhai thanks for ur shareing.keep it up.

Level 0

khali ordhek bolsen, baki control part ta to bolen nai!!! main kaj to control tai!!

Level 0

ধন্যবাদ আপনাকেও @ saeedrony । লেআউট করার জন্য আপনি http://www.cadsoftusa.com/eagle-pcb-design-software/product-overview/ এই software টি use করতে পারেন @iamzeus ।

Electronics premira adike asun amra sobi aksathe kaj kori

Level 0

control পার্ট টা অন্য একদিন । এর মাঝেও আপনারাও Try করতে পারেন @ towfiq.eee

    Level 0

    @nextbdtech: ami ai kaj amar project e agei korsi, tai to apnake korte boltesi 😀

Level 0

টিউনার ভাই আমার কাছে একটি TELULAR সেটের চালু মেইন বোর্ড আছে যাতে CM8870DE এই নম্বরের IC টা আছে। তাই আমি চাচ্ছি DTMF এর সম্পুর্ণ schematic diagram টা।সার্কিট যতই কঠিণ হোক না কেন যদি schematic diagram সঠিক হয় তবে সেটা বানানো কোন ব্যাপার না।আপণি কি আমাকে সাহায্য করতে পারেন?

Level 0

কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলেন @Laserbeam ।

Level 0

কোন দিকে যাব @Md Arifsojol ।

vai baki ordhak control circuit ta den
tnkz…..

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ কিন্তু এর আরো কাজ যে বাকি আসে সেগুলো একটু কষ্টো করে আমাদের দেন প্লিজ……………

Level 0

DTMF টা আপনারা করে ফেলেন, বাকিটা করতে সময় লাগবে না এর মাঝে আমিও complete pcb টা ready করি then share করে দিব @ avijitsarkar,hasib_reza

ok thankzzzz
opekhhay achhi anek maza neoaar janno

Level 2

bhai apnar diagram e duti PF dekhasse kintu pic e 4 ti!!!

Level 0

3.58 Mhz crystal ar sathe pf duti add kora ase

Level 2

thanks kintu bhai apnar diagram ta parts detail er sathe aro clear korle valo hoto.Please update circuit diagram clearly.

decoder encoder ic samporke detail e bolben ke. egulo ki remote e use kara hoy?

Circuit er diagram ta den …….

Ai circuit a airplug lagabo kon jaigai …….