মাদারবোর্ডকে অচল করে দিন মাত্র একটি USB 2.0 জ্যাক লাগিয়ে। তাই বলছি ভাবিয়া করিয়েন, করিয়া ভাবিয়েন না !

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ

এই টিউনটি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক করা হবে।

—মাইক্রোহ্যাকার আলমাস

almas

সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। USB 2.0 বলেতে কি বোঝায় তা মোটামোটি আমরা সাবাই জানি। অধুনিক যুগের কম্পিউটারে অনেকটাই অবদান রয়েছে এই USB প্রযুক্তি অবিষ্কারের হাত ধরে। কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়ার এখন USB তে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। আজ আমি আপনাদের এই USB পোর্ট দিয়ে মাদারবোর্ডকে অচল করার একটি পদ্ধতি দেখাবো।

almas 3

প্রথমে আপনি একটি USB তে লাগানোর জ্যাক সংগ্রহ করুন। এ ক্ষেত্রে কেবল মাত্র USB জ্যাকের কেবল মাত্র সামনের অংশটুকু সংগ্রহ করুন।

almas 2

এবার জ্যাকটির চারটি সংযোগ একখানে করে দিন। যদি USB পোর্টটি AC 5V বিদ্যুৎ পরিবহন করে, সে ক্ষেত্রে একটি পিচ্চি ডায়ট ব্যবহার করতে পারেন। মোবাইলের পিচ্চি ডায়ট ব্যবহার করা ভাল। ডায়ট ব্যবহারে AC বিদ্যুৎ DC 5V বিদ্যুৎতে পরিনত হয়।

এখন এই USB জ্যাকটি যে কোন পিসির মাদারবোর্ডে সংযোগ করুন এবং কিছুক্ষন পর দেখবেন পিসি হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং আর চালু হচ্ছে না।

বিদ্রঃ অধিক উন্নত মানের মাদারবোর্ডে এটি কাজ নাও করতে পারে।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং সবার প্রতি অনুরোধ এটির অপব্যবহার না করবার।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub e osadharon..But kew jeno atar opobabohar na koren..Tumar uzzol vobissot kamona korsi..Ameen

মাইক্রোহ্যাকার_আলমাস ভাই জানিনা এটা কার কাজে লাগবে তবে এটা বলতে পারি এই পদ্ধতি ব্যবহার করলে কারো না কারো অপকারতো হবেই এটা নিশ্চিত করে বলতে পারি।আমার অনুরোধ থাকবে আমরা যেন কেউ শত্রুরও কোন অপকার না করি এতে শুধু শত্রুতাই বাড়বে কাজের কাজ কিছুই হবেনা।তাই এই পদ্ধতিটা ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করছি,ধন্যবাদ।

    প্রথমত আমি দুঃখিত। আমি বুঝতে ভাই।

    ধন্যবাদ আতাউর ভাই কমেন্ট করবার জন্য।

    Level 0

    আতাউর ভাই জানা থাকা আমি ভালো মনে করি। আর আমার / আমাদের শত্রু যদি আমাদের ক্ষতি করে তো শত্রুর ক্ষতি করতে দোষ কি ??

    @আতাউর রহমান: আপনার সাথে আমি একমত।

আলমাস ভাই জিটল……ল টিউন। তবে প্রশ্ন হচ্ছে মাদারবোর্ডটি কি একেবারে ডেমেজ হয়ে যাবে? নাকি ইউএসবি কানেকশন খুলে নিলে মাদারবোর্ডটি পুনরায় কাজ করবে?

Level 0

তোমার টিউন গুলো অনেক ভালোমানের, কিন্তু তোমার আজকের এই টিউন টির পক্ষপাতি না।
এমন কিছু কর যাতে মানুষের উপকার হয়
কিন্তু আমার মনে হয় আজকের টিউন টি দিয়ে কারো কোন উপকার হবে।

    উপকার হবে যদি কারও শত্রুকে ঘায়েল করার ইচ্ছা থাকে।

    প্রথমত আমি দুঃখিত। আমি বুঝতে ভাই।

    জন ও প্রোসেসর ধন্যবাদ।

    Level New

    আমি যদিও টেকটিউনে নতুন তবুও বলবো এটা পোস্ট করা বিপদ্জনক হয়েছে।

সত্যি করে বলত তোমার মাদারবোর্ড এর এখন অবস্থা কেমন? ডাক্তারের কাছে নিতে হবে নাকি ?

Level 0

আপনি একটা জিনিষ। হেলিকপ্টার থেকে কম্পিউটার সব সম্পকেই তো দেখছি ভাল জানেন।
আপনি তো মিয়া একটা বুদ্ধিজীবি।

Level 0

কেউ এই পদ্ধতি ব্যবহার করেন আর না করেন, জেনে রাখা ভালো।….

মানুষের ক্ষতি হয় এমন কিছু আমাদের না করাই উচিৎ বলে আমি মনে করি।

    ok………………….. টিউনটি ডিলেট করার ব্যবস্থা করছি।

    টিউন ডিলিট করা সম্ভব না । কারণ গতকাল রাত ৩.৩০ মিনিটে আমি প্রথম টিউন প্রকাশ করেছিলাম, প্রকাশ করার পর দেখি ডাউনলোড লিঙ্কে সমস্যা আছে। তাই টিউন ডিলিট করতে চেয়েছিলাম। কিন্তু ১ ঘন্টা চেষ্টা করেও টিউন ডিলিট করতে পারি নি । কারণ ” মুছো ” তে ক্লিক করলে কাজ হয় না। পরে মনে হয় মডারেটর ভাই দয়াপরবেশ হয়ে টিউনটি ডিলিট করেছিল।

Level 0

কানেক্টেড কোন ডিভাইস এর ছবি দেখালে সব ক্লিয়ার হত…
আর এ ক্ষেত্রে ভিডিও সবচেয়ে ভালো উপায়

জিনিসটা জ়ানা থাকল but অপব্যাবহার না করলেই হল। মোবাইলের পিচ্চি ডায়ট এটা বূজ়লাম না………।

অপেক্ষায় আছি…………………..

জানি জিনিস টা কাজ করবে কি না …… বাট তোমার এই টিউন কোন দিন কার উপকারে আসবে না বরং এর ফলাফল অনেক খারাপ হতে পারে । তাই টিউন করার আগে একটু ভেবে চিন্তে টিউন করবে ।

USB Port AC সাপ্লাই করে না। USB চরটি পিনের মধ্য ২ টি পিন 5V DC (500mA ) এবং গ্রাউন্ডে জন্য এবং ২টি পোর্ট ডাটা ট্রন্সফারের জন্য

সন্দেহ থাকলে দেখেনি http://pinouts.ru/Slots/USB_pinout.shtml তার পরও সন্দেহ থাকলে মাল্টিমিটার তো আছেই।

আরা সব গুলে কানেকশন এক করে দিলে মাদারবোর্ডের ক্ষতি হবে না করন USB পোর্টর ভোল্টেজ এবং ডাটা প্রবাহ নিয়ন্ত্রন হয় একটি হাবের মাধ্যমে যাতে রিভার্স কারেন্ট প্রটেকশন দেয়া থাকে। তবে আপনি যদি কোন এক্সটার্নল সোর্স থেকা অতিরিত্ত কারেন্ট প্রবাহ করান তাহেল ১২টা বাজবে নিশ্চিত।

ধন্যবাদ

Level 0

ভাই প্লিজ ভালো কোন শিখান, যা সবার কাজে আসবে। মানুষের ক্ষতিকারক বিষয় নিয়ে বা হ্যাকিং করা নিয়ে আপনারা কেন টিউন করেন জানিনা। কারন কিছু কিছু লোক খারাপ জিনিষ গুলোকেই বেশী কাজে লাগাবার চেষ্টা করবে।
ধন্যবাদ ভাল কিছু পাওয়ার আসায়………………………

আলমাস ভাই আপনার gmail একাউন্ট এ মেইল পাথাইছি।

Level 0

আপকার করেত গিয়ে শক খেয়ে এসেছি…………………… মানুষের মার্দরেবডর্র নষ্ট করার সাধ মিটে গেছে…………………………..!

মাইক্রোহ্যাকার আলামাস ভাই।
আইডিয়াটা দারুন তো‍!
তবে নিজের কম্পিউটারের মাদারবোর্ডে কখনো পরীক্ষা চালিয়েছেন কি?
একবার ট্রাই করে দেখেন না।

বাস্তব ফলাফল টা যানাবেন কিন্তু।

Level 0

ভাই কি টিউন দিলেন এটা করলে ত কেবল ক্ষতি হবে কোন উপকার হবে না তাই সবাইকে অনুরুধ কেউ এতা করবেন না

Level 0

ভাই কি টিউন দিলেন এটা করলে ত কেবল ক্ষতি হবে কোন উপকার হবে না তাই সবাইকে অনুরুধ কেউ এটা করবেন না

আমার MSI Motherboard-এর কিছু হয় নাই। ৪ টা পিন একত্র করে দেখছি। Computer বন্ধ হয়নি। বি: দ্র: 2 বার Electric Shock খেয়েছি।
সাহস অর্জন করেছি আমার বন্ধুর দোকান থেকে Motherboard কিনে। কিছু হলে Warranty পেতাম। যাই হোক, ধন্যবাদ।

Level 0

শিখে রাখতে কোন সমস্যা নেই, শেয়ার করার জন্য ধন্যবাদ.

Level 0

moja paisi apnar durnibar sahos dekhe @@Nazmul Haque Palash

Level 0

Almas tumi aktu vul bhebeso vagne.avabe kono mother board er khoti hoi na.karonta holo mother board a reverse current protector use kora hoy external current k protect korar jonno.chaile practically tumi dakhte paro.ami guarantee dissi……………………Sohag MAMA

Level 0

amar basar laptop Dell Vostro 1510 r mother board nosto hoisa kothay repless korta jabo…