“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ
এই টিউনটি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক করা হবে।
—মাইক্রোহ্যাকার আলমাস
সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। USB 2.0 বলেতে কি বোঝায় তা মোটামোটি আমরা সাবাই জানি। অধুনিক যুগের কম্পিউটারে অনেকটাই অবদান রয়েছে এই USB প্রযুক্তি অবিষ্কারের হাত ধরে। কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়ার এখন USB তে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। আজ আমি আপনাদের এই USB পোর্ট দিয়ে মাদারবোর্ডকে অচল করার একটি পদ্ধতি দেখাবো।
প্রথমে আপনি একটি USB তে লাগানোর জ্যাক সংগ্রহ করুন। এ ক্ষেত্রে কেবল মাত্র USB জ্যাকের কেবল মাত্র সামনের অংশটুকু সংগ্রহ করুন।
এবার জ্যাকটির চারটি সংযোগ একখানে করে দিন। যদি USB পোর্টটি AC 5V বিদ্যুৎ পরিবহন করে, সে ক্ষেত্রে একটি পিচ্চি ডায়ট ব্যবহার করতে পারেন। মোবাইলের পিচ্চি ডায়ট ব্যবহার করা ভাল। ডায়ট ব্যবহারে AC বিদ্যুৎ DC 5V বিদ্যুৎতে পরিনত হয়।
এখন এই USB জ্যাকটি যে কোন পিসির মাদারবোর্ডে সংযোগ করুন এবং কিছুক্ষন পর দেখবেন পিসি হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং আর চালু হচ্ছে না।
বিদ্রঃ অধিক উন্নত মানের মাদারবোর্ডে এটি কাজ নাও করতে পারে।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং সবার প্রতি অনুরোধ এটির অপব্যবহার না করবার।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
তোমার টিউন গুলো অনেক ভালোমানের, কিন্তু তোমার আজকের এই টিউন টির পক্ষপাতি না।
এমন কিছু কর যাতে মানুষের উপকার হয়
কিন্তু আমার মনে হয় আজকের টিউন টি দিয়ে কারো কোন উপকার হবে।
Khub e osadharon..But kew jeno atar opobabohar na koren..Tumar uzzol vobissot kamona korsi..Ameen