মাত্র ১০০ টাকার মধ্যে তৈরি করুন অসাধারন একটি মাইক্রো_ড্রীল মেশিন !

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আলমাস আপনাদের কাছে আমার ৬ষ্ঠ শ্রেনীর অধ্যায়নরত অবস্থায় একটি ড্রীল মেশিন অবিষ্কারে প্রক্রিয়া জানাবো। আসা করছি আপনাদের ভাল লাগবে।

যা যা প্রয়োজনঃ

১। একটি 3.7V - 6.0V বিশিষ্ট সাধারন মোটর।

২। একটি 6.0V বিশিষ্ট সাধারন ব্যাটারি বা ৩ থেকে ৪টি AA সাইজের ব্যাটারি।

৩। একটি সেলাই মেশিনের সুই।

৪। একটি কটন বার্ড।

৫ কিছু তার…

almas.zaman

প্রস্তুত করনঃ

প্রথমে একটি 3.7V - 6.0V বিশিষ্ট মোটরটির মাথায় একটি কটন বার্ডের মাঝের চিকন পাইপটি ১ থেকে 0.5 ইঞ্চি কেটে লাগিয়ে দিন। এবার একটি সেলাই মেশিনের সুঁইয়ের মাথার যেখানে সুঁতা লাগানো হয় সেখানে একটি প্লাস দিয়ে চিত্রর মতন করে কেঁটে দিন। সুঁইটি কিছুটা মোটা হলে ভাল হয়। এখন সুঁইটি মটরের মাথায় লাগানো পাইপটির মাথায় ভাল ভাবে চিত্রর ন্যায় সংযোগ করুন। নিরাপত্তার জন্য পাইপটির চারপাশে কালো টেপ লাগিয়ে দিতে পারেন। এবার একটি 6V বিশিষ্ট ব্যাটারিতে সংযোগ করে ব্যবহার করুন।

যা করতে পারবেন এই মাইক্রো_ড্রীল মেশিন দিয়েঃ

১। যে কোন ছোট-খাটো ফুঁটোর কাজ করতে পারবেন।

২। বই বাধাই করতে এর তুলনা হয় না।

৩। প্লাস্টিক বা কাঁঠ জাতীয় বস্তু ফুঁটো করতে পারবেন।

৪। সুঁইয়ের পরিবর্তে আপনার প্রয়োজন অনুসারে অন্য জিনিষ ব্যবহার করতে পারবেন।

৫। মাথায় কটন বার্ড ছোট করে লাগিয়ে দ্রব্যাদি পরিষ্কার করতে পারবেন।

বিদ্রঃ এগুলো আমার ছেলেবেলার অবিষ্কার তাই ভুল ত্রুটি থাকলে একটু সেরে নিবেন।

আমার পত্রিকা বা ম্যাগাজিনে তথ্য-প্রযুক্তি নিয়ে লেখালেখির প্রচুর ইচ্ছা। আমার যোগ্যতা আছে কিনা আমি সেটা জানি না, তবে মনে লক্ষ্য থাকলে তা সম্ভব। তাই এ ব্যাপারে আপনাদের সাহয্য চাই। সামনে আমার উরন্ত হ্যলিকপ্টারটির একটি ভিডিও ক্লিপ্স আমনাদের সাথে শেয়ার করবো।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের স্নেহের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল সব টিউনের কারিগর মাইক্রোহ্যাকার !!!!!!!!!!!! আলমাস……… moyea video converter ultimate এর ক্র্যাক,সিরিয়াল কি পাবো না? এখন ও অপেক্ষায় আছি……

ছোট বেলার আবিষ্কারই যদি হয় এমন ভাল তা হলে বড় কালেরতো কোন কথাই নাই অসাধারন সব আবিষ্কার,আপনার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি,ধন্যবাদ।

সুপার ডূপার ! ! ! ! ! 🙂
আমার জন্য একটা এক্সটা বানায়ও। ধন্যবাদ কোয়ালীটি সম্পন্ন জিনিস…………।

ফুটা করলাম । কিন্তু ভুল করে করা ফুটো গুলো বন্ধ করার মেশিন কী আছে….।।…… হা হা হা হাহ ধন্যবাদ আলমাস

Level 0

ধন্যবাদ, এবার আধুনিক আর গুরুত্ব পূর্ন কিছু আবিস্কারের চেষ্টা করে যান।

🙂

ধন্যবাদ।

valo amio futo korbo toba matha

Level 0

দারুন , চালিয়ে যাও………………………..

Level 0

GREAT… 😀

Helicoptar er clip ta coi vai?

আমিও ছোটকালে তৈরি করেছিলাম।।।

তবে কটন বার্ড এর পরিবর্তে কলম দিয়ে ।।

হা হা হা…….