হ্যালো সবাই,
এটা আমার প্রথম টিউন এবং আমি নিজে ব্যবহার করতাছি। আপনাদের পুরাতন ভাল কিন্ত ব্যাক আপ কম দেওয়া ৬৫০ভিএ ইউপিএস এর নষ্ট ব্যাটারি টা পালটে ঐ ব্যাটারির পরিবর্তে সংযোগ করে নিন একটা ১২ volt ১৮/২০ amp এর ব্যাটারি। আপনি আপনার আগের নষ্ট ১২volt ৭.২ amp এর ইউপিএস ব্যাটারি সংযোগ থেকে আলাদা আলাদা দুইটা তার বের করে ইউপিএস এর বাহিরে নিয়ে আসুন এবং নষ্ট ব্যাটারি ছাড়া ইউপিএস এর ঢাকনা লাগিয়ে দিন।
এখন কাজ হবে আপনার নতুন ১২ volt ১৮/২০ amp এর ব্যাটারির পসিতিভে(+) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি পসিতিভে (+) কেব্ল এবং একই ভাবে ব্যাটারির নেগাতিভে (-) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি নেগাতিভে (-) কেব্ল ভাল করে লগিয়ে দিন। এর পর পুরোপুরি ৬-৮ ঘণ্টা চার্জ করে নিন। চার্জ হলে ব্যবহার করা শুরু করুন। একটানা ফুল লোড থাকা কালিন কমপক্ষে ১ ঘণ্টা ব্যাক আপ পাবেন। আপনার ব্যাটারি মান ভাল হলে এই ব্যাক আপ আরও বেশি পাবেন। মনে রাখবেন ব্যাটারি পাওয়ার যেন ১২ volt ১৮/২০ amp এর বেশি না হয়।
আমার নতুন টিউনটি দেখুন (ভিডিও টিউন)
শুভ কামনায়ে
শামতাজ
আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চার্য কি ups এর চার্জার দিয়েই হবে নাকি বাড়তি ব্যাবস্থা করতে হবে?