বানিয়ে ফেলুন মাইক্রোকন্ট্রোল রিমোট সার্কিট Code সহ । Link Update

সবার উপর শান্তি বর্ষিত হউক,
সবাইকে ঈদ শুভেছা।

বিভিন্ন সময় আনেকেই মাইক্রো কনট্রোলের উপর নানা রকম টিউন করেছেন তাই আমি ওই বিষয়ে তেমন কিছুই বর্ণনা করছিনা।
তবে আজ আমি মাইক্রো কন্ট্রোল নির্ভর একটি রিমোট এ ২ টি লোড নিয়ন্ত্রণ এর Circuit, PCB ও Code আপনাদের উপহার দেব।

সাধারণত Hobbist রা রিমোট এর Sony & RC5 protocole ব্যবহার করে থাকে। এ ছাড়াও আর নানা রকম
protocole আছে। পরবরতিতে সময় এ বিষয়ে বিশদ আলোচনা করব।  এখানে আমরা সনি protocole ব্যবহার করে
project করব।

আমাদের যা প্রয়োজনঃ
Microcontroller Programmer.

Remote - 1PC (সনি টিভি এর যে কোন মডেল)

IR Sensor (Reciver) -1Pc
IC -   PIC12F675  (Microcontroller)-  1pc
Traic - BT134   - 2PCs
Ziner Diode  - 5V1  (5.1V) 1W
Diode -   1N4007  - 1Pc
LED  (Small)      - 1PC

Capacitor:
.22uf(224)/600V  -1Pc
.1uf(104)/25V - 1pc
1000uf 25V - 1pc
100uf  25V - 1Pc

Rasistor:
56R .5w  - 1Pc
1M       - 2Pcs
1K       - 3Pcs

PCB,Soldering Iron, Lead ETC.

ঊপরের সার্কিটে দেখা যাচ্ছে যে একটি ৫৬ ওহম Rasistor .22(224)/600V Capacitor ও  1M
Rasistor ব্যবহার করে ভোল্টেজ ড্রপ করা হয়েছে । পরবর্তীতে 5.1 Volt জিনার দীয়ে ভোল্টজ রেগুলেট করা হয় ।
IR Sensor দিয়ে  IR সিগন্যাল রিসিভ করা হয় । মাইক্রো কনট্রোল সেই সিগন্যাল আনুশরন করে কাজ করে থাকে ।
LED টি ব্যবহার করা হয়েছে iR সিগন্যাল বুঝা ও মাইক্রো কন্ট্রোল এর কার্যকারিতা বুঝার জন্য ব্যবহার করা হয়েছে ।

আইসি এর ৬ ও ৭ নং পিন দিয়ে লোডের Traic নিয়ন্ত্রণ করা হয়েছে ।

PCB ডিজাইন টি এমন ভাবে করা হয়েছে যে আপনি ইচ্ছা করলে MK Switch Board এ ব্যবহার করতে পারবেন ।

নিচের লিঙ্ক থেকে আপনি Schematic, PCB & Code ডাউনলোড করে নিন ।

ডাউনলোড

ডাউনলোড

কোন সমস্যা হলে জানাবেন ।

সব কাজ শেষ করে IC প্রোগ্রাম করে সার্কিটে বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিন,  যদি LED টি ৬ বার blink করে তাহলে বুঝতে হবে সব ঠিক আছে । এখন রিমোট নিয়ে ১
চাপুন তাহলে ১ নং লাইট জ্বলে উঠবে । আবার ১ চাপলে ১ নং লাইট নিভে যাবে। একই নিয়মে ২ চাপুন । Power Button
চেপে একই সাথে সব লোড নিভান যাবে ।

মজার ব্যপার হল Software টি এমন ভাবে লিখেছি যে লোড শেডইং  এ আপনার শেষ কারজ্যক্রম মনে রাখবে ।

সাবধানতা ঃ এটি ২২০ ভোল্ট নিয়ন্ত্রিত একটি সার্কিট তাই সাবধানে কাজ করবেন ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ।

আপনাদের উৎসাহ পেলে আরও মজার প্রোজেক্ট নিয়ে হাজির হব।

Level 0

আমি hira_lpc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ্য ধন্যবাদ ।আমি এই রকম একটা কিছু খুজছি । আপণি কি দয়া করে আপণার ই-মেইল আই ডি দেবেন । তাহলে আমার অনেক উপকার হতো।

Level 0

কমেন্ট করার জন্য ধন্যবাদ, আমার ই-মেইল আই ডি সার্কিট ও পিসিবির সাথে দেওয়া আছে। আবার লিখছি – [email protected] .

অনেক সুন্দর একটা প্রজেক্ট।কিন্তু প্রোগ্রামার না থাকার কারণে বানাতে পারব না।

শুধু দেখে আমার সাধ মিটে না,যতক্ষণ না নিজের হাতে বানাতে পারি।

যাহোক,অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা প্রজেক্ট শেয়ার করার জন্য।আগামীতে এরকম আরো অনেক সুন্দর প্রজেক্ট শেয়ার করার অনুরোধ রইল।ভাল থাকবেন।

আরেকটা কথা,ফ্যানের রেগুলেটর এর কাজটা যদি রিমোট দিয়ে করতে পারেন,তাহলে অসাধারণ হবে।

এখানে আমার কয়েকটি বিষয় জানার ছিল। সম্ভব হলে একটু উত্তর দিলে উপকার হয়।
‌১. IC – PIC12F675 (Microcontroller) কি ভাবে প্রগ্রামিং করতে হবে সেটা আমি জানি না। আইসি কিভাবে প্রগ্রামিং করতে হবে এটা বলে দিলে আমার মত অনকেরই উপকার হবে।

২. আরেকটা বিষয় এটা সনি টিভি রিমোট দিয়েই কাজ চলবে যখন তা হলে আমি যদি রুমে থাকা সনি টিভি চালানের সময় চ্যানেল ১/২ বাটন প্রেস করি সেই চ্যানেলে যাবার জন্য বা সনি টিভি অফ করতে রিমোটের অফ বাটন প্রেস করি তখন ও কি সেই রুমের রিমোট রাইট অন/অফ হয়ে যাবে? (সম্ভবত হবার কথা)
যদি এই রকম হয়ে থাকে যে টিভির সাথে সাথে রুমের লাইট ও অফ/অন হয়ে যায়, তা হলে কি করে সেটার সমাধান করব?

৩. আরেকটা পরামর্শ চাই, সেটা হলো প্রোগ্রামিংটা এমন ভাবে কি করা যায়? যাতে করে আমি টিভি রিমোটের বাটন একবার প্রেস না করে পর পর ২বার প্রেস করলে সার্কিটের লাইট জ্বলবে/নিবে যাবে? এটা করা কি সম্ভব?

৪. এই সার্কিটে কি ২টার বেশী লাইট অন/অফ করার সুবিধা যোগ করা সম্ভব কি?
৫. এই সার্কিটের সাথে কি ফ্যান এর স্পীড বেশী/কম করার ব্যবস্থা করা যায় কি?

যতটুকু করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ রবিন ভাই,
১, ভাই মাইক্রো কনট্রোল প্রোগ্রামের জন্য প্রয়োজন প্রোগ্রামার । ইচ্ছা করলে আপনিও প্রোগ্রামার বানাতে পারবেন ।এই বিষয়ে জানতে এই লিঙ্কে দেখুন , http://jackalsden.com/index.php/computers-electronics/98-easy-to-built-pickit2-clone

২,ভাই আপনি ঠিক বলেছেন , রুমে যদি সনি টিভি থাকে তাহলে ইন্টারফেয়ার করবে। এ জন্যই বিভিন্ন রকম Protocole
ব্যবহার করা হয়। পরবর্তীতে আমি RC5 Protocole প্রোজেক্ট দিব। তখন সনি এর সাথে ইন্টারফেয়ার করবে না।
৩। ভাই অব্যশিই ইচ্ছা মত প্রোগ্রাম করা সম্ভব ।
৪। ভাই অব্যশিই ইচ্ছা মত প্রোগ্রাম করা সম্ভব । যদিও প্রদত্ত সার্কিটে ২ টি লোড ব্যবহার করা যাবে।
৫। স্পীড বেশী/কম করার ব্যবস্থা করা যায় । তবে এই সার্কিটে আমি তা ব্যবহার করিনাই।

ধ্যন্যবাদ।

প্রয়োজনে এই মেইল এ যোগাযোগ করুন – [email protected]

Level 0

mamun vhy ir signal ar button ar sirial data a dite parle upokar hoto.

vai ami electronics ar jogota kob noton … IC programing kebeba sekta parbo ….??
doya kora tar LINK ta deban…

এই সার্কিট টি আমার খুভি দরকার, আমাকে কি এইরকমের একটি সার্কিট বানিয়ে দেয়া যাবে, কেমন খরচ পরবে? [email protected]

Level 0

ভাই ডাউনলোড হয়-না…

Level 0

now Link is Update. Enjoyyyyyyyyyyyyyyyyyyyyyy.

Level 0

ভাইয়া ic টি কি আমি নিজে প্রোগ্রামিং কতে পারবো?

Level 0

Hello, Bhai. Thank you very much for your tune. এটা ভাল হত যদি একই সাথে একটি অথবা দুটি লোডের সাথে একটা ফ্যান এর স্পীড সহ কন্ট্রোল করা যেত। আর ভাই এর pcb design টা কোন software এ করেছেন জানালে কৃতজ্ঞ থাকবো। আর আমার email adreess হচ্ছে [email protected].
Please আমাকে এর source code টা mail করলে খুব খুশি আর উপকৃত হতাম। আমি microcontroller programming শিখছি। আমি যদি এর source code টা পেতাম তাহলে এটা follow করে আরও কিছু শিখতে পারতাম। আর লোড শেডিং এ কিভাবে এটা কাজ করে এটা আমাকে একটু email এর মাধ্যমে বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ফ্যান এর স্পীড কন্ট্রোল কিভাবে করা যায় আমাকে একটু জানাবেন কি? আর আপনি কোন programmer use করেন জানালে খুশি হব। আপনাকে আবারও ধন্যবাদ এই পোস্টটি করার জন্য।

Level 2

Bhai apnar RC5 Protocol circuit diagram er khobor ki?

যাহোক,অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা প্রজেক্ট শেয়ার করার জন্য।আগামীতে এরকম আরো অনেক সুন্দর প্রজেক্ট শেয়ার করার অনুরোধ রইল।ভাল থাকবেন।