ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২০] :: আপনার কম্পিউটারের সাউন্ডবক্স কে বানিয়ে ফেলুন মিক্সার এম্পলীফায়ার।কথা বলুন,আবৃত্তী করুন,মিউজক বাজান,এক সাথে তিন টি মাক্রফোন দিয়ে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন,

আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি আপনাদের কে যে সার্কিট উপহার দিব

এই সার্কিট দিয়ে সাউন্ড বক্সে অথবা যে কোন এমপ্লিফায়ার ইনপুট সাথে কানেকশন লাগিয়ে

এক সাথে তিনটি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন

এই সার্কিটটিকে একটি মিনি মিক্সার সার্কিট ও বলতে পারেন

সার্কিটি কে দুই টা ডিজানে করেছি আপনাদের সহজে বুঝার জন্য অনেকেই আবার ফোন করেন বুঝতে অসুবিধা হয়

সব গুলো টিউনস আপনাদের জন্য,আশা করি এই সার্কিট সহজে বুঝতে পারবেন।সার্কিট মাত্র

পাঁচটি রেজিষ্টর দুইটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর আরেকটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে

গতকাল দেখতে পেলাম আমার দেয়া সারকিটটি কে কাট করে নিজের নামে ছালিয়ে দিলেন

আমার এক ভাই। হেডলাইন দেয়া হয়েছে নিজেই তৈয়ার করুন কথা বলার সার্কিট অল্প খরচে

যাই হোক আমার ভাই কে অনুরোধ করব এভাবে সার্কিট নকল করবেন না।

আসুন এবার আজকের সার্কিট দেখে নেই

সার্কিট ভালো করে লক্ষ করুন একটা আউটপুট,তিনটা ইনপুট আউটপুট আপনার ব্যবহারের

সাউন্ড বক্সের ইনপুট লাগাবেন এবার সারকিটটি তিনটি ইনপুট তিনটি

মাক্র ফোন লাগান। মনে করুন আপনি আবৃত্তি করবেন একটি

মাইক্রো ফোনে মিউজিক বাজাবেন অন্য আর একটি মাক্র ফোন

উপস্থাপনা করবেন অন্য আর একটি মাক্র ফোনে একই সাথে

তিনটি মাইক্রোফোনের শব্দ D400 ট্রান্জেষ্টর মাধ্যমে মিক্সার হয়ে সাউন্ড বক্সে যাবে

ইনপুট দেয়া ভলিউম ঘুরিয়ে মাইক্রো ফোনের সাউন্ড এডজাস্ট করবেন।

প্রথম সার্কিটটি বুঝতে তাদের অসুবিধা হয় তাদের জন্য এই ডিজাইনটা করেছি

D400 ট্রান্জেষ্টরের ইমিটর কালেক্টর বেইজ পা গুলি কি ভাবে কোথায় কনেকশন করবেন এখানে

খুব সহজ করে দেখানো হয়েছে। আজকের মত বিদায় নিলাম=মোঃসেন্টু খান /01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওস্তাদ …… ফটুর মধ্যেও যহন ছবি দিবার চাইন………… তাইলে এড্ডা বালা ফটুই দ্যান…… গোস্বা মারহা মুকডারে চিঞ্জ কইররা হাসি মাহা মুকডার ফটু দিবেন ……… বুচ্চুইন। আর পত্তিক্টা পার্টস এর ভিতরে ছুডু ছুডু কইরা মুবাইল নম্বুরডা দিয়ুইন…………

    Level 3

    @polashbd2012: ভাই ছবির মধ্যে যদিও হাসি নাই আপনার কমান্ট
    পরে কিন্তু অনেক হাসলাম। ছবি দেয়ার একটাই উদ্দেশ্য সারকিটটি সহযে যেন নকল না করতে পারে। অনেকেই কপি করে নিজের নামে চালিয়ে দেয়। ধন্যবাদ ভাইয়া,

সেন্টু ভাই, power এ কত volt দিব?

    Level 3

    @jhorapalok: ভাই সাপ্লাই ভোল্ট টা দিতে খেয়াল নাই। সারকিটটি
    V+ লাইনে শিরিজ করে 470 ওহুমস একটি রেজিষ্টর লাগাবেন রেজিষ্টেন্স এর সামনে ও পিছনে দুইটা 100mf 25v ইলেক্ট্রলাইটিক কেপাসিটর গ্রাউন্ড সাথে লাগিয়ে নিবেন। 1.2V সাপ্লাই দিবেন। ধন্যবাদ

ভাইয়া, আপনার ফেসবুক একটিভ আছেন । আম্প্লিয়ার সম্পর্কিত প্লশ্ন ছিল । আমার এফবি –
http://www.facebook.com/mdmosta3191

আমি একটা LA4440 (SAMCON কোম্পানি) এর ডাবল আইসির Amplifier বানাইছি 3000mA এবং ১২ ভোল্ট দিয়ে । এখন প্লশ্ন হল আমি কি স্পিকার ব্যবহার করলে ভালমানের সাউন্ড পাবো । লাইড না হলেও চলবে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভাল হবে । কেউ মিড রেন্জ রেফার করতেছে কেউ ১০ ইন্ঙি বেস স্পিকার বলতেছে । আপনি কি বলেন ভাইয়া ।

    Level 3

    @MD MOSTAFIZUR RAHMAN: ভাইয়া আপনি যে আইসির কথা
    বলছেন LA 4440 এই আইসির মধ্যে আপনি যত ভালই স্পিকার লাগন না কেন সাউন্ড কোয়ালিটি খুব
    একটা ভাল পাবেন না। তারপরেও আপনি USA রেস্পন্স কোম্পানী অরজিনিয়াল 8″ SP= সাথে যে কোন টুইটার ব্যবহার করে দেখতে পারেন ।

ভাইয়া তাহলে ভাল সাউন্ড কোয়ালিটির জন্য কোন IC ভালো ? আমার একটা la4508 আইসি আছে । হাই কোয়ালিটি সাউন্ডের AMPLIFIER বানাতে কি করতে পারি ?
USA RESPONSE 8inch SPEAKER এর দাম কত হতে পারে ধারণা দেবেন প্লিজ ?

    Level 3

    @MD MOSTAFIZUR RAHMAN: ভাইয়া কেমন আছেন ।
    ঈদের জন্য কম্পিউটরের সামনে বসতে পারিনাই । আপনার ভাল সাউন্ডের এম্পলীফায়ার তৈয়ার
    করতে ছাইলে, MJL21193/MJL21194=pnp চারটা npn চারটা ট্রান্জেষ্টর। এপ্লীফায়ার তৈয়ার করুন
    আট টি ট্রান্জেষ্টর দিয়ে 300W আশাকরি মনমত সাউন্ড পাবেন।এটি কিন্তু মনো, ষ্টেরিও বানাতে ছাইলে ডাবল বানাতে হবে।

আর ভাইয়া আপনাকে অনুরোধ করব একটা বিষয় । আপনি নিয়মিত ব্লগিং করেন আর যথেস্ট এক্সপার্ট । আপনি একটি ওয়েব সাইট এবং ইউটিউব চ্যানেল খোলেন প্লিজ । কমপক্ষে একটা ফেসবুক গ্রুপ বা পেজ খোলেন প্লিজ ভাইয়া । আপনি যথেস্ট সাহায্য করেন আমাদের । গুগল এডসেন্সকে আপনাকে সাহায্য করতে দিন ।

    Level 3

    @MD MOSTAFIZUR RAHMAN: আপনার কাছে যদি ড্রায়গ্রাম না
    থাকে তাহলে বাজরে একেবারে কমপ্লেইট সারকিট কিনতে পাওয়া যায়।

ব্লগিং তো ভালোই তবে কমেন্টস ও বেজায় ভালো।

ভাই্ সাধারণ কম্পিউটার স্পিকারকে কারাওকে স্পিকার বানানোর কোন উপায় আছে? যদি থাকে তাহলে একটু বলবেন।
** ব্লুটুথ স্পিকারে গানের মিউজিক বাজবে এবং মাইক্রোফোন দিয়ে গান গাওয়া যাবে।
** ভয়েজ ভলিউম থাকতে হবে যাতে মিউজিকের সাথে কন্ঠ এডজাস্ট করা যায়।
** ইকো সিস্টেমটি থাকতে হবে যাতে বুঝা যায় যে হলরুমে গাওয়া।
ভাইয়া একটু দেখেন না করা যায় কি না। প্লিজ প্লিজ প্লিজ।