ইলেক্ট্রনিক্সে হাতেখড়িঃ পর্ব-১ ( প্রয়োজনীয় যন্ত্রপাতি )

ইলেক্ট্রনিক্স শুধু EEE স্টুডেন্টদের মাঝে সীমাবদ্ধ থাকবে, এমন ধারণা এখন অচল। EEE’র গন্ডী পেরিয়ে এখন অন্য সেক্টরেরও অনেকের মধ্যেই ইলেক্ট্রনিক্সে আগ্রহ দেখা যায়।
টেকটিউনসেও নতুন ও মজার মজার সার্কিট ডায়াগ্রাম নিয়ে অনেকেই টিউন করে থাকেন। কিন্তু ইলেক্ট্রনিক্সে সামান্য কিছু বেসিক কনসেপ্টের অভাবে সেগুলো অনেক সময়ই বোধগম্য হ্য় না- এমন অভিযোগ অনেকেরই।
“EEE স্টুডেন্টরা তো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবিষয় হিসেবে ইলেক্ট্রনিক্স শিখছেন, কিন্তু যারা অন্য সেক্টরে আছেন অথচ ইলেক্ট্রনিক্স শেখার ব্যাপারে অনেক আগ্রহ তাদের কী হবে?”-এমন কমপ্লেক্সে অনেকেই ভোগেন।
এর প্রেক্ষিতে ইলেক্ট্রনিক্স’কে সহজবোধ্য করে উপস্থাপন করতে টিউটোরিয়াল লিখতে আগ্রহী হই। চেষ্টা করব ইলেক্ট্রনিক্সের তাত্ত্বিক দিকটা যতটা সম্ভব এড়িয়ে(যতদূর করা যায় আর কী!) এর এপ্লিকেশন অথবা প্রয়োগ নিয়ে আলোচনা করতে যেন পাঠক আগ্রহ হারিয়ে না ফেলেন।
আশা করি অনিচ্ছাকৃত ত্রুটি’কে বড় করে দেখবেন না।

ছোটবেলায় নতুন ক্লাশে উঠার প্রধান আকর্ষণ ছিল নতুন বই। নতুন বই হাতে পাওয়া মাত্র গোটা বই রিডিং পড়ে ফেলতাম। সেজন্যই ইলেক্ট্রনিক্সের হাতেখড়ি পর্ব-১ এ যেকোন সার্কিট তৈরি করতে দরকারি টুলসগুলোর লিস্ট দিচ্ছি। সেইসাথে কোনটি কোন কাজে ব্যবহার করবেন ও আনুমানিক দামও দেওয়া হল। উদ্দেশ্য, আপনাদের মাঝে ইলেক্ট্রনিক্স নিয়ে আলোড়ন সৃষ্টি।

সার্কিট কন্সট্র্যাক্ট করতে দরকারি টুলগুলো-

যে টুলগুলো ছাড়া একেবারেই চলবে নাঃ

১। সোল্ডারিং আয়রন বা তাঁতালঃ
উদ্দেশ্যঃ বোর্ডের ওপরে বিভিন্ন পার্টস ঝালাই করা।
ক্যাটাগরিঃ ২৫-৩০ ওয়াট।
দামঃ ১২০-২০০ টাকা (কোয়ালিটি অনুযায়ী)
**দোকানে ২৫-৩০ ওয়াটের সোল্ডারিং আয়রন চাইলেই হবে।

২। সোল্ডারিং ওয়্যার বা রাঙ্গঃ
উদ্দেশ্যঃ সোল্ডারিং আয়রনের সংস্পর্শে এসে রাং গলে গিয়ে
পার্টস ও বোর্ডের মাঝে কন্ট্যাক্ট তৈরি করে।
ক্যাটাগরিঃ ২৫০ গ্রাম
দামঃ ১৫০-৩২০ টাকা (কোয়ালিটি অনুযায়ী)
**একজন হবিষ্ট ২৫০ গ্রাম রাং দিয়ে প্রায় ২-৩ বছর চালিয়ে নিতে পারবেন। তাই অল্প পরিমাণে রাং কেনা বোধহ্য় শ্রেয়।

৩।রজিনঃ
উদ্দেশ্যঃ সোল্ডারিং আয়রনের মাথা পরিষ্কার রাখা।এতে ঝালাইয়ের মান ভাল হবে।
দামঃ ১০-২০ টাকা।(কোয়ালিটি অনুযায়ী)


৪।সোল্ডারিং আয়রন স্ট্যান্ডঃ
উদ্দেশ্যঃ কাজ করার সময় উত্ত্বপ্ত সোল্ডারিং আয়রন রাখা।
ক্যাটাগরিঃ ছোট সাইজের হলে কাজ করে আরাম।
দামঃ ৫০-৬০ টাকা।(কোয়ালিটি অনুযায়ী)


৫।ডিসোল্ডারিং পাম্প বা সাকারঃ
উদ্দেশ্যঃ বোর্ড থেকে কোন পার্টস তুলে ফেলা।
দামঃ ৮০-১২০ টাকা।(কোয়ালিটি অনুযায়ী)


৬।ওয়্যার কাটারঃ
উদ্দেশ্যঃ ওয়্যার(তার) কেটে ফেলা।
ক্যাটাগরিঃ ছোট হলে কাজ করে আরাম।
দামঃ ১২০ টাকা।

৭।ব্রেড বোর্ডঃ
উদ্দেশ্যঃ যে কোন সার্কিট কন্সট্র্যাক্ট করে টেস্ট করা।
দামঃ ২২০-৩৩০ টাকা।(কোয়ালিটি অনুযায়ী)


৮।ভেরো বোর্ডঃ
উদ্দেশ্যঃ ছিদ্রযুক্ত এই বোর্ডে সার্কিট কন্সট্র্যাক্ট করা।
ক্যাটাগরিঃ ২০x২৫ টি ছিদ্র।
দামঃ ২০ টাকা।


পিসিবি তৈরিতে দরকারি টুলগুলোঃ
(**পিসিবি কী এবং কেন দরকার তা বিস্তারিত পরের কোন টিউনে থাকবে।)

১।পিসিবি অথবা সিসিবিঃ
উদ্দেশ্যঃ পার্মানেন্ট সার্কিট কন্সট্র্যাক্ট করা।
ক্যাটাগরিঃ (১২x১২)ইঞ্চি
দামঃ ১৪৪ টাকা
**দোকানদারকে বলে আপনার সুবিধা অনুযায়ী যে কোন সাইজের পিসিবি কিনতে পারবেন।

২।ফেরিক ক্লোরাইডঃ
উদ্দেশ্যঃ পিসিবি ইচ করা।(বিস্তারিত পরে বলা হবে)
ক্যাটাগরিঃ ১০০ গ্রাম
দামঃ ৬০ টাকা।

অন্যান্য টুলঃ

মাল্টিমিটারঃ
উদ্দেশ্যঃ ভোল্টেজ, কারেণ্ট মাপা।
ক্যাটাগরিঃ ডিজিটাল।
দামঃ ৫৫০-৬০০ টাকা।

এই টুলগুলো আপনি স্টেডিয়াম মার্কেট, সুইমিং পুল মার্কেট অথবা পাটুয়াটুলি থেকে কিনতে পারবেন।পাটুয়াটুলি থেকে কিনলে ২০%’র মত দাম কম পড়বে।

পরবর্তী পোস্টগুলোতে সার্কিট তৈরিতে ব্যবহৃত কমন কম্পোনেন্টগুলো(রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, লেড, ইন্ডাক্টর প্রভৃতি) আলোচনা থাকবে।
সে পর্যন্ত মেতে উঠুন ইলেক্ট্রনিক্সের উন্মাদনায়।

Level 0

আমি মিশুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারণ একজন মানুষ। ঘৃণা করি দুটো জিনিশ-প্রতারণা ও উপেক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে ওরে

    কিরে কিরে 😉

    😛 😛

    সম্পূর্ণটা মনে কইরা পইড়ো ভাই।

    পড়লাম।
    দিস ইজ হোয়াট, কল্ড কোয়ালিটি টিউন।
    হ্যাটস অফ।

    পুরোপুরি অফ কইরেন না সাম্য ভাই, একটু অন কইর‌্যাও রাইখেন lolz…. 😉

    @ সাম্য ভাইঃ
    আমার লইজ্জা লাগে…(লজ্জায় লাল হওয়ার ইমো)

    @রনিঃ

    তোর ত্যাদরামি গেলো নাহ! 😀 😀

আমিও শিখতে বসলাম দোস্ত। 🙂
পরবর্তী পর্ব তাড়াতাড়ি চাই।

    হ! তুমিও আমারে পচাইয়া মজা লও। না?

    এই পোস্ট প্রথম পাতা থিকা গেলেই পরের পর্ব আসবে আশা করি।
    🙂 🙂

ভালই, চালায়ে যান। আমি অনেক দিন থেকেই চাইছিলাম ইলেকট্রনিক্স নিয়ে ধারাবাহিক টিউন করতে, একেবারে বেসিক থেকে এডভান্স পর্যন্ত। কিন্তু সময়ের অভাবে হয়ে উঠেনি। আপনি শুরু করছেন দেখে ভাল লাগল। চালিয়ে যান। কোন সমস্যায় পড়লে আমাকে স্মরন করবেন। যথাসাধ্য সাহায্য করব।

    ধন্যবাদ প্রফেসর ক্যালকুলাস।

রাজশাহীতে এগুলো কোন দোকানে পাওয়া যাবে?

    আপনার আশেপাশে বিশেষ করে হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বিক্রি ও মেরামত করে করে এমন দোকান এ দেখতে পারেন।

    প্রফেসর ক্যলকুলাস কোত্থেকে নাজিল হইলেন এতদিন পর 😛

    রাজশাহীতে রাণীবাজারে মাদ্রাসা মার্কেটের ওখান থেকে শুরু করে নিঊ মার্কেট পর্যন্ত রাস্তার দুপাশের দোকানগুলোতে পাওয়া যায়।
    ফেরিক ক্লোরাইড পাবেন সমবায় মার্কেটের রয়েল সায়েন্টিফিক সেন্টার অথবা অন্য যেকোন সায়েন্টিফিক দোকানে।
    তবে আপনার লাগবে কমার্শিয়াল ফেরিক ক্লোরাইড।
    ধন্যবাদ শ্রাবণী।

    রনি ভাই, আমি অনেক আগে থেকেই টেকির সাথে আছি, কিন্তু invisible হিসাবে।সাধারনত টিউন বা কমেন্ট করতাম না। একেবারেই সময় পাই না। এখন একটু পাচ্ছি তাই করা।

    অনেকদিন আপনাকে দেখতে পাইনি। সেজন্যেই বললাম 🙂
    আশা করি নিয়মিত পাব এখন থেকে। 😀

    তুমি এগুলা নিয়ে কাজ করবা? @শ্রাবু
    করলে আমি আইসা কিইন্যা দিব 😉

অবশেষে আমার আন্দোলন সফল হইল !!!

(একটা জিনিস খেয়াল করচেন , এই টিউনটা দেখা হইচে ২৬ বার এতেই ১০ টা মন্তব্য !!! )

    হুম।
    আশা করি পাশে থাকবেন ভাই।
    আরেকটা কথা এই পোস্ট একইসাথে রনি পারভেজের ওয়ার্ডপ্রেস ব্লগে প্রকাশিত।

    টিউনের আসল মালিকতো আপনি নাকি ?
    (না হইলেও সমস্যা নাই, আসল কথা হল শিখাটা জরুরী)

    জ্বি ভাই, টিউনটা আমারই।
    প্রায় ৪-৫ ঘন্টা সময় নিয়ে টিউনটি করেছি।
    ইতা কিতা কন?!

    তবে ওয়ার্ডপ্রেসে লিখতে আমার সমস্যা হয়। ছবি রিসাইজ থেকে শুরু করে এ সংক্রান্ত যাবতীয় কাজ করে দিয়েছেন টিউনার রনি পারভেজ। রনির প্রতি কৃতজ্ঞতা।

    রনি পারভেজ says:
    ১৭ এপ্রিল, ২০১০ at 11:42 অপরাহ্ন

    আমিও শিখতে বসলাম দোস্ত। 🙂

    মিশুক says:
    ১৭ এপ্রিল, ২০১০ at 11:55 অপরাহ্ন

    হ! তুমিও আমারে পচাইয়া মজা লও। না?

    ভাই, কী বোঝাইতে চাইলেন বুঝলাম না।

Cool.. delicious :-9

joooooooootttttttttttttttttttttttttttttttttiiiiiiiiillllllllllllllllllllllllllll hoise vai.. ami patuyatuli thikla kinum vabtasi..

    ওক্কে।
    যেখান থেকেই কিনুন, মেতে উঠুন ইলেক্ট্রনিক্সের উন্মাদনায়।
    🙂 🙂

Level New

আন্তঃরিক আভিন্দন সত্যি প্রশংসা পাওয়ার দাবি রাখেন।

এইখানে দেখার আগে পোষ্টটা রনি পারভেজ এর ওয়ার্ডপ্রেস এ দেখেছি।কপি করলেন নাকি?

    ভাই, ওপরের কমেন্টগুলা পইড়া দেখেন। সবকিছু পুকুরের টলটলা পানির মত ক্লিয়ার হইয়া যাইব।
    দরকার হলে রনি পারভেজের ওয়ার্ডপ্রেস ব্লগেও আরেকবার ঢু মাইরা আসেন।

আমি প্রথমে সেইখানে ঢু মেরেছি

পারলে নতুন কিছু লিখবেন আমরা ঝারা techtunes এর পাঠক তারা সব দিকে একটূ ঘুরার আভ্যাস।

    সবদিকে ঘোরার অভ্যাস জেনে খুব ভাল লাগছে। কিন্তু প্রশ্ন, “শুধুই কি ঘুরেন, নাকি পড়েনও?” সেখানে পরিস্কার লেখা আছে-

    লেখকঃ মিশুক সম্পর্কে কিছু কথা…

    মিশুক গাজীপুরে অবস্থিত IUT, OIC এর তড়িৎকৌশল বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র। অবসরে তিনি বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট ও মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকেন । এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে ফেইসবুকে অনুসরন করুন।

    এটা পড়েছেন? পড়ে থাকলে এই মন্তব্য কেন?
    আর আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে কমেন্ট করেছি। এটা কপি-পেস্ট হলে আমিই প্রতিবাদ করতাম।
    উল্লেখ্য, মিশুক আমার রূমমেট এবং আমার ব্লগের একজন পুরাতন লেখকও।

ধন্যবাদ রনি পারভেজ় ভাই কমেন্ট করার জন্য।

ফেরিক ক্লোরাইড ঢাকা কোথায় পাওয়া যাবে?

    পাটুয়াটুলীতে পাবেন, স্টেডিয়াম মার্কেট অথবা সুইমিং পুল মার্কেটের দোকানে খোঁজ করলেও পাবেন।
    ধন্যবাদ।

ধন্যবাদ ভাই , ভালো লাগলো কিন্তু সাদ থাকলে ও সাত সমুদ্র তের নদীর ওপারে থেকে কিনতে পারব না / বলতে পারেন” লন্ডন ” এ কুথায় পাব ? কেউ কি আমাকে সযুগিতার হাত বাড়িয়ে দিবেন ? অপেক্কায় রইলাম

    🙁 🙁

    আশা করি আপনার আশেপাশের কোন ভাইয়ের জানা থাকলে আপনাকে সাহায্য করবেন।

Are Mishuk tumi to annek josh akta tune korla. Hmm anek details hoice. Notun der jonno sohoj hobe. Amar mone hoy ckt e taratari na gia ai rokom basic kicu tune lagbe.
Thank you mishuk for this tune. Wish ur best of luck.

    ঠিকই বলেছেন তানভীর ভাই। আমারো মনে হয় এরকম আরো কিছু বেসিক টিউন করে এগোলে সবার বুঝতে সুবিধা হবে।
    আপনাকে ধন্যবাদ।

ওরে কি টিউন করল রে …… কিভাবে থ্যান্কস জানাই রে ….. থিসিস এর একদম গোড়ায় এসে এই টিউনটা পেয়ে কি যে ভালো লাগছে ….. আমি আর কয়েক দিনের মধ্যেই কাজে হাত দিব।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

    আরে, টিনটিন ভাই নাকি!!

    অনেক ধন্যবাদ আমার টিউনে আসার জন্য।

আরে ভাই মনে মনে এটাই খুজছিলাম। কারেন্ট ছিলনা। ভাবলাম আসলে নেটে একটু ঘাটাঘাটি করে বের করবো। বিস্বস্ত টেকটিউন খুলেই দেখি যা চাইছিলাম এখানে তা পেলাম!

Valo hoise. Ottonto dorkari jinis. Apnar kas theke aro besi kisu asa korsi.

    থ্যাংকস।
    দোয়া করবেন যেন ভালো একটা টিউটোরিয়াল লিখে শেষ করতে পারি।

হূমমম……………. ভালো টিউন। ধন্যবাদ মিশুক।

    আশা করি এখন থেকে আমাদের সাথে মিশে থেকে নামের যথার্থতা প্রমান করবা। 🙂

    আপনারেও ধন্যবাদ শাকিল ভাই।
    টেকটিউনসের সবার সাথে মিশে যেতে পারাটা হবে সৌভাগ্যের ব্যাপার।
    🙂 🙂

Level 0

ভাই এতো দিন কোই িছলেন ?????????????????????????

    ক্যান ভাই?
    আমি আবার কী করলাম?

    জাস্ট কিডিং!
    ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করি সাথে থাকবেন। 😀 😀

    Level 0

    আরো আগে যদি দিতেন….।

    Level 0

    আরো আগে যদি দিতেন….।
    সবসময় সাথে আিছ।

    সাথে থাকার জন্য ধন্যবাদ।
    পরের পর্বের জন্য চোখ রাখুন টেকটিউনসে।
    🙂

Level 0

স্বাগতম । কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ভাই, ভাষা জানা নাই। খুবই উপকার হলো। থেবেনিন, নোডাল সারকিট সলিউশন এর উপর টিউটোরিয়াল চাই। আশা করি টিউন করবেন। ধন্যবাদ।

    আপনারা চাইলে সার্কিট এনালাইসিসের ওপরও টিউন করব।
    তবে অন্য টিউটোরিয়ালে করতে হবে। কারণ নোডাল, থেভেনিন এগুলো ইলেক্ট্রিক্যাল সার্কিট সলিউশ্যনে ব্যবহৃত হয়।
    এই টিউটোরিয়ালের উদ্দেশ্য ইলেক্ট্রনিক্সকে সহজবোধ্য করে উপস্থাপন করা।
    ধন্যবাদ।

Level 0

jotil hoyse, chaleye jan. pase asi sob somoy

Level 0

Thanks for ur tune..If have any idea about electronical Transformer pls tune thats thing or send me some pdf book about Transformer..My mail id is [email protected]…I hope u dont disapoint me…

Level 0

If any one have any idea about electronical Transformer pls tune thats thing or send me some pdf book about Transformer..My mail id is [email protected]…I hope u dont disapoint me…

Level 0

বস আরো ডিবেন, বাংলায় এসব পাআ জায় না ত….।
very much bad in bangla typing………………….Just keep Posting BRo……..