ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২২] :: আপনার কম্পিউটারের স্পিকার বক্স দিয়ে হল রুমের এবং কোন অনুষ্টানে মাক্রফোন দিয়ে কথা বলুন মনের আনন্দে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

  • বন্ধুরা সবাই কেমন আছেন রমজান মাস ত প্রায় শেষের দিকে সামনে
  • আসছে ঈদুল ফিতর। আজকে যে সার্কিটটি দিব যে সব বন্ধুরা
  • গ্রামের বাড়িতে ঈদের মাঠে ছোট কাট জামাতে নামাজ পড়েন গ্রামের বাড়িতে
  • অনেক সময় মাইক ব্যবস্থা থাকে না ঐ জাগাতে মাইক হিসেবে আপনার
  • কম্পিউটার বক্স ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাছাড়া ও
  • ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যে কোন অনুষ্ঠানে এবং
  • ছোট কোন হল রুমে। আসুন সার্কিটটি দেখে নেই।
  • আপনাকে যে কাজটি করতে হবে কথা বলার জন্য একটি মাইক্রোফোন কিনতে হবে
  • তারপর C9014 একটা ট্রানজিস্টর দিয়ে ছোট এই সারকিট বানাতে হবে
  • আসুন নিচের সারকিটটি একটু দেখে নেই।
  • C9014 ট্রানজিস্টর সার্কিট তৈয়ার করার পর মাইক্রোফোনের দুইটি
  • তার ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবেই কানেকশন করুন।
  • (মাইক্রোফোনের গ্রাউন্ড তার সার্কিটের গ্রাউন্ড লাগাবেন)
  • সার্কিট ডান পাশে নিচে output এর সাথে লাগানো
  • সকেটিতে কম্পিউটারের স্পিকার বক্স এর ইনপুট জেক টি লাগাবেন। 
  • এখানে কম্পিউটার বক্স দেখানো হয়েছে কিভাবে কালেকশন করবেন যাদের
  • বুঝতে অসুবিধা হয়। নিচে আসুন সারকিটটি এক সাথে দেখে নেই
  • এবার আসুন মসজিদের ভিতর যে সাউন্ড বক্স ইমাম সাহেব যে বয়ান রাখেন
  • শুক্রবার দিন খুতবা পড়েন  অনেক সময় দেখা যায় বেশিক্ষণ কথা বললে
  • মসজিদ এর বেশী ওয়াটের এম্পলিফায়ার গরম হয়ে যায় ফলেবিভিন্ন সমস্য দেখা দেয়
  • তাই বেশিক্ষণ কথা বলার জন্য কম ওয়াটের এমপ্লিফায়ার
  • ব্যবহার করলে ভাল হয় আসুন কম ওয়াটের একটি এম্পলিফায়ার নিজের হাতে তৈয়ার করে নেই
  • LA4808 আইসি দিয়ে ডায়াগ্রাম দেখে নিজেই একটা এমপ্লিফায়ার তৈয়ার করুন
  • এই এম্পলীফায়র সারকিটটি মোবাইল দিয়ে বাজাতে পার বেন 40w আউটপুট পাবেন
  • মসজিদের মাক্রফোন দিয়ে কিভাবে কথা বলবেন আসুন সার্কিট এক সাত করে দেখে নেই।
  • সার্কিট গুলো দেখে তৈয়ার করুন এবং বুঝতে কোন সমস্যা হলে।
  • আজকের মত বিদায় নিলাম মোঃসেন্টু খান =01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জিনিসটা কিছুতেই আমরা মাথায় ঢোকে না। আসলে সব কাজ সবাইকে দিয়ে হয় না। 🙁

Level 3

সবাই যদি পারে আপনি কেন পারবেন না একটুক শিখর চেষ্টা করুন।

Level 0

ভাই অনেক কাজের একটা টিউন করেছেন। আপনাকে ধন্যবাদ
আমি চেষ্টা করব। সমস্যা হলে ফোন দিব। রাগ করবেন না কিন্তু।

ভাই আপনাকে ধন্যবাদ আপনার কাজের জন্য খুব উপকার হল এমন একটা কিছুই খুঁজছিলাম

Level 3

Enam ভাই আমর সব টিউনস গুলী আপনাদের জন্য। টিউনস থেকে যদি কেহ উপকৃত হন তাহলে আমার কষ্ট টা কাজে লাগবে।

Level 3

MD faruk ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ

Level 0

যদি বাস্তবে রুপ দিতে পারতাম তাহলে মনে হয় আমি খুব খুশি হতাম।

অনেক ধন্যবাদ C9014 ট্রান্জেষ্টর পাব কোথায়?

Level 3

আহম্নাদ ভাই আপনার আশে পাশে যদি c9014 ট্রান্জেষ্টর না পান তালে পরিবর্তে c1684 অথবা c828 লাগিয়ে নিবেন।

সেন্টু ভাই,
এই সার্কিটের পিসিবি যে বাজারে সহজলভ্য সেটা সবাইকে আগে বলবেন না.. তাহলেই তো কষ্ট কমে .. তৈরীর সম্ভাবনা বাড়ে… সাকসেস রেটটাও বেড়ে যায়। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় একটা আইসি LA4508 এছাড়া LA4440 দিয়ে তৈরী আরেকটি সার্কিট আছে সেটির পার্টসও বেশ সহজলভ্য… সংগ্রহে থাকলে পোষ্ট করবেন প্লিজ আশা করছি সবার কাজে লাগবে। ধন্যবাদ।

C828 অথবা D400 দিয়ে কি সার্কিটটি কাজ করে…? করলে কিন্তু আমার দারুন কাজে লাগবে…….. ধন্যবাদ ঈদের ছুটিতে ট্রাই করবো বলে ভাবছি।

Level 0

ওয়্যারলেস মাইক্রোফোন এ সাকির্ট ডায়াগ্যাম আছে কি থাকলে শেয়ার করুন।
ধন্যবাদ।

Level 3

মামা জান আপনাকে প্রথমে একটি অনুরোধ করব আপনার একটি সুন্দর নাম টিউনসে দিলে ভাল হয়।
আপনার ইচ্ছাটা LA4440 আইসি দিয়ে এম্পলীফায়ার তৈয়ার করবেন। ঠিক আছে সারকিটটি আমি টিউনস
কেরে দিব।

Level 3

মামা C828/D400 দিয়েও হবে কিন্তু 9014/1684 দিয়ে সাউন্টা আরো ভাল হয়।

Level 3

Najmul 13 ভাই শুদু ওয়্যারলেস মাক্রফোন ডায়গ্রাম দিলেত হবেনা ট্রান্সমিটকিত শব্দটি রিসিভ করার জন্য
একটি রিসিভার ডায়গ্রামও লাগবে।

Vaia best amlifier IC konta…..

ekta 4440 double IC 370 taka chacche nibo ki ?
https://www.facebook.com/mdmosta3191

Level 3

LA4508 কিনেন এটাও খারাপ না মোটা মোটি ভালই IC মূল্য 60/65 টাকা

Level 3

কমদামের মধ্যে ভাল সাউন্ড। TDA2009 তার পর TDA2030A এই আইসি গুলি কম দামের মধ্যে ভাল সাউন্ড হয়।

Santo ভাই অনেক ধন্যবাদ।
Microphone Pre-amplifier circuit কি always mono হয়? Sterio হয় না? Sterio করতে হলে কি করতে হবে?

Level 3

jhorapalok ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন প্রি এম্পলীফায়ার ষ্টেরিও হয় কি না । ট্রান্জেষ্টর দিয়ে যদি তৈয়ার
করেন তাহলে এখানে যে সারকিটটি দেয়া হয়েছে এরকম দুইটা তৈয়ার করবেন। কিন্তু একটুক সমস্য হল
দুইটা প্রি এম্পলীফায়রে যদি দুইটা মাক্রফোন লাগান তাহলে L সাইটের মাক্রফোন দিয়ে L সাইটের এবং R সাইটের মাক্রফোন দিয়ে R সাইটের স্পিকারে সব্দ যাবে। এক সাথে দুই স্পিকরে শব্দ পাঠাতে হলে । পাউয়ার এম্পলীফায়ারের ইনপুটে দুইটি কেপাসিটর, উপরে দেয়া LA 4508 আইসির ইনপুটটি লক্ষকরুন কি ভাবে লাগানো হয়েছে আইসিটর 2নং এবং 13নং পাটি । এভাবে কানেকশনটি করুন ।

Santo ভাই আবারও ধন্যবাদ।
ষ্টেরিও microphone কি কিনতে পাওয়া যায় না? যেটা থেকে তিনটা তার বের হবে, একটা L, একটা R আর একটা Ground. আপনার Preamp circuit টা double বানালে দুইটা circuit এর input থেকে চারটা তার পাওয়া যাবে যার দুটো Ground এখন এই দুটো Ground এক করে ষ্টেরিও microphone এর Ground আর বাকি দুটোর একটা L, আর একটা R কানেকশন দিয়ে কোন sterio power amplifier এর সাথে কানেকশন দেয়া যাবে না?

Level 3

ভাই ষ্টেরিও মাক্রফোন কিনতে পাওয়া যায়। মাক্রফোনের সাথে ষ্টেরিও যেক পিন লাগানোই থাকে আপনাকে
যা করতে হবে আপনার তৈয়ার করা সারকিটটির ইনপুটে একটি ষ্টেরিও যেক সকেট লাগিয়ে নিবেন।
দুইটা মাক্রফোন দিয়ে তৈয়ার করতে ছাইলে গ্রাওন্ড দুইটি একত্রিত করে সারকিট এর গ্রাওন্ডে লাগাবেন।
বাকি দুইটি সারকিটটের দুইটি ইনপুটে লাগাবেন ।

Level 0

ভাই যে কোন গান এর music এর শাতে LED লাইট কি নাজবে? যদি নাচে তাহলে কিভাবে বানাব?
http://[email protected]

ভাইয়া, C9014 এর C, B, E পা গুলা যদি একটু দেখাতেন, ভাল হত, আর মাল্টিমিটার দিয়ে কিভাবে এগুলো নির্নয় করবো?

ভাই্ সাধারণ কম্পিউটার স্পিকারকে কারাওকে স্পিকার বানানোর কোন উপায় আছে? যদি থাকে তাহলে একটু বলবেন।
** ব্লুটুথ স্পিকারে গানের মিউজিক বাজবে এবং মাইক্রোফোন দিয়ে গান গাওয়া যাবে।
** ভয়েজ ভলিউম থাকতে হবে যাতে মিউজিকের সাথে কন্ঠ এডজাস্ট করা যায়।
** ইকো সিস্টেমটি থাকতে হবে যাতে বুঝা যায় যে হলরুমে গাওয়া।
ভাইয়া একটু দেখেন না করা যায় কি না। প্লিজ প্লিজ প্লিজ।