আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মামা জান আপনাকে প্রথমে একটি অনুরোধ করব আপনার একটি সুন্দর নাম টিউনসে দিলে ভাল হয়। আপনার ইচ্ছাটা LA4440 আইসি দিয়ে এম্পলীফায়ার তৈয়ার করবেন। ঠিক আছে সারকিটটি আমি টিউনস কেরে দিব।
jhorapalok ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন প্রি এম্পলীফায়ার ষ্টেরিও হয় কি না । ট্রান্জেষ্টর দিয়ে যদি তৈয়ার করেন তাহলে এখানে যে সারকিটটি দেয়া হয়েছে এরকম দুইটা তৈয়ার করবেন। কিন্তু একটুক সমস্য হল দুইটা প্রি এম্পলীফায়রে যদি দুইটা মাক্রফোন লাগান তাহলে L সাইটের মাক্রফোন দিয়ে L সাইটের এবং R সাইটের মাক্রফোন দিয়ে R সাইটের স্পিকারে সব্দ যাবে। এক সাথে দুই স্পিকরে শব্দ পাঠাতে হলে । পাউয়ার এম্পলীফায়ারের ইনপুটে দুইটি কেপাসিটর, উপরে দেয়া LA 4508 আইসির ইনপুটটি লক্ষকরুন কি ভাবে লাগানো হয়েছে আইসিটর 2নং এবং 13নং পাটি । এভাবে কানেকশনটি করুন ।
Santo ভাই আবারও ধন্যবাদ। ষ্টেরিও microphone কি কিনতে পাওয়া যায় না? যেটা থেকে তিনটা তার বের হবে, একটা L, একটা R আর একটা Ground. আপনার Preamp circuit টা double বানালে দুইটা circuit এর input থেকে চারটা তার পাওয়া যাবে যার দুটো Ground এখন এই দুটো Ground এক করে ষ্টেরিও microphone এর Ground আর বাকি দুটোর একটা L, আর একটা R কানেকশন দিয়ে কোন sterio power amplifier এর সাথে কানেকশন দেয়া যাবে না?
ভাই ষ্টেরিও মাক্রফোন কিনতে পাওয়া যায়। মাক্রফোনের সাথে ষ্টেরিও যেক পিন লাগানোই থাকে আপনাকে যা করতে হবে আপনার তৈয়ার করা সারকিটটির ইনপুটে একটি ষ্টেরিও যেক সকেট লাগিয়ে নিবেন। দুইটা মাক্রফোন দিয়ে তৈয়ার করতে ছাইলে গ্রাওন্ড দুইটি একত্রিত করে সারকিট এর গ্রাওন্ডে লাগাবেন। বাকি দুইটি সারকিটটের দুইটি ইনপুটে লাগাবেন ।
ভাই্ সাধারণ কম্পিউটার স্পিকারকে কারাওকে স্পিকার বানানোর কোন উপায় আছে? যদি থাকে তাহলে একটু বলবেন। ** ব্লুটুথ স্পিকারে গানের মিউজিক বাজবে এবং মাইক্রোফোন দিয়ে গান গাওয়া যাবে। ** ভয়েজ ভলিউম থাকতে হবে যাতে মিউজিকের সাথে কন্ঠ এডজাস্ট করা যায়। ** ইকো সিস্টেমটি থাকতে হবে যাতে বুঝা যায় যে হলরুমে গাওয়া। ভাইয়া একটু দেখেন না করা যায় কি না। প্লিজ প্লিজ প্লিজ।
এই জিনিসটা কিছুতেই আমরা মাথায় ঢোকে না। আসলে সব কাজ সবাইকে দিয়ে হয় না। 🙁