ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৪] :: লংরেন্জ FM ট্রান্সমিটার এখন আপনার হাতের মুঠোয় আসুন সবাই একবার চেষ্টা করি।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি


  • টেকটিউনস এর সকল বন্ধুদের প্রতি সালাম রইল। আশাকরি সবাই ভালো আছেন।
  • রোজার মধ্যে Fm ট্রান্সমিটর টিউনস করার ইচ্ছা ছিলনা অনেকের ফোনের কারণে টিউনসটি না করে পারলামনা। 
  • আজকে যে FM সারকিটটি দেব মোটামুটি ভালই রেন্জ। সফল ভাবে তৈয়ার করতে পারলে 
  • ফুল রেঞ্জ পাবেন। যদি সার্কিট ভালোভাবে তৈয়ার না করতে পারেন কখনও 100% রেঞ্জ পাবেন না
  • যে সব টেকটিউনস এর বন্ধুরা ইলেকট্রনিক পাস সম্পর্কে কোন ধারনাই নেই আপনাদেরকে
  • আমি অনুরোধ করব আপনার আশে পাশে যাদের ইলেক্ট্রনিক্স পার্সের সম্দে ভাল ধারণা রয়েছে তাদের কাছ থেকে
  • হাতে কলমে ভাল করে শিখে নিন তারপর চেষ্টা করুন । আশা করা যায় আপনিও একদিন সফল হতে পারবেন।
  • আসুন আর দেরি না করে সার্কিট একবার দেখে নেই। 
  • এই লে আউটটি অনেক দিন আগে এক বার দিয়েছিলাম জানি না আপনার মনে আছে কি না
  • একটি পিসিবি নিবেন 20 সেন্টিমিটার লম্বা 10 সেন্টিমিটার প্রস্থ পি সি টির দিকে ভাল করে তাকান
  • তামার প্রলেপ দেয়া পিটিসি থেকে,উপরের দেয়া পিসিবিটি যে ভাবে সাদা লাইন গুলো কাটা হয়েছে 
  • ঠিক আপনার পিসি বিটি এভাবে কাটুন কাটার সময় খেয়াল রাখবেন লাইন গুলো যাতে ছোট বড় না হয়
  • পিসিবিটি যে ভাবে দেয়া আছে ঠিক আপনার টা যেন কার্বন কপির মত হয়ে বারে নিচে আসুন
  • সার্কিটে ব্যবহৃত সকল পার্টস গুলো এখানে দেয়া আছে
  •  এবার নিচে আসুন
  • আপনাদের বুঝতে অসুবিধা না হয় এ জন্য কিছু পার্টস এর নাম গুলি লিখে দেয়া হল।
  • এবারে নিচে আসুন।
  • এই হল মূল সার্কিট যে ভাবে পিসিবর উপরে যে ভাবে পার্স গোলি বসানো হয়েছে ঠিক সেই ভাবে পাস গুলো বসান।
  • অডিও ইনপুট মাইক্রোফোন লাগিয়ে নেবেন।পাওয়ার ইনপুট সাপ্লাই ভোল্টেজ দিবেন। এন্টেনা আউট পুটে আউটডোর এন্টেনা দিবেন।
  • আজকের মত এখানেই রাখলাম। মোঃ সেন্টু খান =01713531965
  • যেসব বন্ধুদের এই সার্কিট একটু কঠিন মনে হয শুধু তারাই নিচে আসুন এক টুক সহ একটি সার্কিট দেয়ার চেষ্টা করি
  • উপরে সার্কিট ডায়াগ্রাম দেয়া হল।পাশাপাশি পার্স গুলি সহ কি ভাবে
  • কোথায় বসাবেন ছবি সহকারে দেওয়া হল। আশা করি বুঝতে সুবিধা হবে না

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার খুব ইচ্ছা যে আমি একটি তৈরি করবো কিন্তু আমি পারি না, এই সার্কিট আমি অনেক আগেই নামিয়ছে এবং পার্টস গুলো কিনেছি কিন্তু যত জনের কাছে গেছি বানানোর জন্য সবাই ফিরিয়ে দিয়েছে। আপনার পোস্ট গুলো অনেক সুন্দর।
যদি সম্ভব হয় আমাকে একটা তৈরি করে দিতে পারবেন?
[email protected]

আমাকে একটা তৈরি করে দিতে পারবেন?
[email protected]

Level 0

আমাকে একটা তৈরি করে দিতে পারবেন?
[email protected]

Level 0

amar kasa bes kichue sirkit asa but parse paoa jai na………
tobe apnake osonko dhonnobad , share korar jonne.

শান্ত ভাই ভাই আপনার সেল নাম্বারটা যদি দিতেন তাহলে যোগাযোগ করতাম। আমার মোবাইলে আপনার নাম্বার SMS করলেই আমি আপনাকে Back করব । আমারটা 01552639410

ওনার >>>>>>> মোঃ সেন্টু খান =01713531965।

Level 0

ভাই আপনার পোস্ট গুল অনেক জোস । আপনাকে আমার একটু অন্য রকম লাগে । ভাই আপনি এইটা যদি make করে দেন তাহলে ভালই হত । তাই আসা করব আপনি এই সম্পর্কে reply দিবেন ।

সেন্টু ভাই সালাম রইল, আমি আপনার মতই একজন ইলেক্ট্রনিক হবিষ্ট। ১৯৯৭সাল থেকে আনুমানিক ২০০২পর্যন্ত এফএম ট্রান্সমিটার নিয়ে বহু মাতামাতি দৌড়াদৌড়ি করেছি কিন্তু ফলাফল খুব সামান্য। নিজের অভিজ্ঞতায় যতটুকু জেনেছি তা হচ্ছে এফ এম ট্রান্সমিটার এর কয়েলটি যদি ঠিকাঠাক না তৈরী করা যায় তাহলে তা হবে অন্তসার শুন্য। আপনি খুব ভালো এবং চমতকার একটা কাজ করছেন এসব ইলেক্ট্রনিক্স প্রেমীদের মন ভরানোর জন্য মজার মজার অনেক ডায়াগ্রাম দিচ্ছেন। ভাই শুভাকাঙ্খী হিসেবে একটা কথা না বললেই নয়, আর তা হলো প্লিজ এমন সার্কিট ব্লগে দেবার চেষ্টা করবেন যেটা নিশ্চিত জানবেন যে এসব নব্য হবিষ্টরা তৈরী করতে পারবে। না হলে কদিন চেষ্টা করে তাদের আগ্রহে ভাটা পড়বে আর তাতে করে আপনার মূল উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে। আমিও আপনার মতো ইলেক্ট্রনিক্স সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমার মন্তব্যে মনে কষ্ট পেয়ে থাকলে আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী। চালিয়ে যান। ভালো থাকবেন। দোয়া রাখবেন। ::হাসনাত তানিম:: [email protected]

সেন্টু ভাই সালাম রইল, আমি আপনার মতই একজন ইলেক্ট্রনিক হবিষ্ট। ১৯৯৭সাল থেকে আনুমানিক ২০০২পর্যন্ত এফএম ট্রান্সমিটার নিয়ে বহু মাতামাতি দৌড়াদৌড়ি করেছি কিন্তু ফলাফল খুব সামান্য। নিজের অভিজ্ঞতায় যতটুকু জেনেছি তা হচ্ছে এফ এম ট্রান্সমিটার এর কয়েলটি যদি ঠিকাঠাক না তৈরী করা যায় তাহলে তা হবে অন্তসার শুন্য। আপনি খুব ভালো এবং চমতকার একটা কাজ করছেন এসব ইলেক্ট্রনিক্স প্রেমীদের মন ভরানোর জন্য মজার মজার অনেক ডায়াগ্রাম দিচ্ছেন। ভাই শুভাকাঙ্খী হিসেবে একটা কথা না বললেই নয়, আর তা হলো প্লিজ এমন সার্কিট ব্লগে দেবার চেষ্টা করবেন যেটা নিশ্চিত জানবেন যে এসব নব্য হবিষ্টরা তৈরী করতে পারবে। না হলে কদিন চেষ্টা করে তাদের আগ্রহে ভাটা পড়বে আর তাতে করে আপনার মূল উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে। আমিও আপনার মতো ইলেক্ট্রনিক্স সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমার মন্তব্যে মনে কষ্ট পেয়ে থাকলে আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী। চালিয়ে যান। ভালো থাকবেন। দোয়া রাখবেন।

::আবুল হাসনাত তানিম::
[email protected]

    Level 0

    @ভাইজান মামা: মিঃ মোঃ সেন্টু খান ভাই আপনি যা টিউন গুলো করেন সে গুলো ইন্টারনেট থেকে কপি পেস্ট করেন।
    আপনি আমার কথাই রাগ করবেন না,কারন আগে নিজে করুন এবং নিজে সফল হলে তার পর অন্যকে জানান,
    আরো একটি কথা (আপনাকে কেও কমেন্ট করলে তার উত্তর দেন না,আপনার এমন কোন টিউন নাই যা আপনি কোন কমেন্ট করেছেন।)
    আমি আপনাকে অনুরোধ করব সবার কমেন্টে উত্তর দেবেন।
    উত্তর না দিয়ে আমাদের অপমান করা হয়।
    কারন আমারা সবাই বন্ধুর মত

etar rang koto vai

Level 0

মিঃ মোঃ সেন্টু খান ভাই আপনি যা টিউন গুলো করেন সে গুলো ইন্টারনেট থেকে কপি পেস্ট করেন।
আপনি আমার কথাই রাগ করবেন না,কারন আগে নিজে করুন এবং নিজে সফল হলে তার পর অন্যকে জানান,
আরো একটি কথা (আপনাকে কেও কমেন্ট করলে তার উত্তর দেন না,আপনার এমন কোন টিউন নাই যা আপনি কোন কমেন্ট করেছেন।)
আমি আপনাকে অনুরোধ করব সবার কমেন্টে উত্তর দেবেন।
উত্তর না দিয়ে আমাদের অপমান করা হয়।
কারন আমারা সবাই বন্ধুর মত

Level 3

Maruf ভাই কেমন আছেন আপনার নামের শেষে CSE বলতে কি ? যাই হোক ভাই আমার সব টিউনস গুলি
আপনি দেখেন নি।আমি উত্তর দেই কিন্তু আমি সময়ের অভাবে সবার উত্তর দিতে পারি না এ জন্য আমি একান্ত
ভাবে দুঃখিত । আমি ছুট একটি কাজ করি মাঝে মধ্যে মনে হয় ভাত যদি পানি দিয়া গুলে খাওয়া যাইত
তাহলে আমার জন্য খুব ভাল হত সময়টা কিছুটা বাচত। যাই হোক কথা বারিয়ে লাভ নেই । ভাই আপনার
কমেন্ট পরে আমার কাচে মনে হল আমি পুকুরে পরে থাকা ব্যঙং আর আপনি সাগরের ব্যঙং ভাই আপনার
কাছ থেকে অনেক কিছু শিখার ছিল । আমার জন্য দোয়া করবেন আমি যেন কিছু শিখতে পারি ।

@Maruf CSE ভাই পোস্ট গুলো কপি পেস্ট হোক আর যাই হোক এটা দেখার বিষয় নয়। আসল কথা হল পোস্ট পড়ে উপকৃত হলাম কি না? আমার তো মনে হয় এ রকম কপি পেস্ট করাও সহজ কাজ না। অনেক রিসার্চ করেই বের করতে হয়। আর ভাই আমরা আপনার মতো বিজ্ঞানী না যে, নিয়মিত জিনিস আবিস্কার করে জানাব। ধন্যবাদ।
@santo khan ভাই দয়া করে আপনি কারো কথায় কান না দিয়ে নিজের মতো চালিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ।

santo vaiya 60-70 gaj er madhhye anek gulo fm transmiter eak e apor er sange contact korte parbe ei rakom short type circuit den na

Level 0

santo khan vhai doya korey ki ektu bolben etar range koto?

vai net thaka circuit download kora tune korlen? Amar mone hoi apni nije eta nia test koren ni. Amar jana mote eta 15w fm transmiter circuit jar range 8 thaka 10km. Eta banano sombov hoto jodi er component gola paowa jeto

apni figure 1 e jei circuit disen ta sathe apnar banao circuit er kono kono mil nai. Apni jei circuit ta baniyea sen etar range somvoboto 500miter. R ekti kotha vero boad apnar component set kora ulta hoyease.ei vabe component set korle circuit sort howar somvobona thake. Dont mind bro.

Level 0

hi, i have a 1000va IPS uses 24v, 14AH battery. Now i want to change it to 24v, 70AH for long backup. so pls suggest me what type of modification i have to do it. thanks

ভাই, আপনি যে Circuit দিয়েছেন সেটা একটি Simple oscillator ………. এতে যে অডিও ইনপুট করেছেন সেটা Amplitude modulation এ modulate হয়েছে। তাই এটা হয়েছে AM transmitter ……….. আমার ধারণা আপনার FM এর Modulation সম্পর্কে ধারণা নেই ………. এটা ঠিকই নেটওয়ার্ক ছড়াবে এমনকি রেডিও তে টিউনও হবে তারপরেও এটা FM transmitter নয়।তাছাড়াও এটাতে Stable frequency পাওয়া সম্ভব নয়। পারলে একটা Reactance tube FM modulator এর সাথে Class C FM amplifier ব্যবহার করে একটি Transmitter বানিয়ে দেখাবেন। খোলাখুলি আলাপের জন্য ফোন করতে পারেন 01920 354833……

কিছু মনে করবেন না, কাউকে কিছু শেখানোর আগে নিজে ভাল মত শিখে নেওয়াটা ভাল ………..