আরডুইনো ব্যবহার করে কোন কাজ করার পূর্বে LilyPad Arduino, Arduino Due, Arduino Uno, Arduino Mega ইত্যাদির যে কোন একটি এবং একটা USB কেবল সংগ্রহ করতে হবে। Arduino Uno ড্রাইভার এবং Arduino IDE এখান থেকে ডাউনলোড করুন। এরপর আরডুইনো ড্রাইভার কম্পিউটারে সেটাপ করে নিতে হবে। আজকে আমরা উইন্ডোজ ৭ এ কিভাবে আরডুইনো সেটআপ করতে হয় দেখব।
কম্পিউটারে আরডুইনো ড্রাইভার সেটআপ করার পদ্ধতি
তাহলে নিচের ছবির মতো Device Manager এ Other devices এর মধ্যে USB Serial Port লেখাটি প্রদর্শন করবে।
তাহলে আরডুইনো ড্রাইভারটি কম্পিউটারে সেটআপ করা হয়ে যাবে।
এখন Device Manager এর Ports(COM & LPT)এর মধ্যে USB Serial Port(COM2) এর অনুরূপ দেখাবে।
এখন আমাদের আরডুইনো বোর্ডটি কাজ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
………………………………………………………………………………..
জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
আরডুইনো ড্রাইভার কি কাজের জন্য ব্যবহার করে।