ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৫] :: লাইফ গেরান্টি ডিম লাইট,আপনার রুমের যে কোন বাতি কে রাত্রে ঘুমানোর আগে ডিম লাইট বানিয়ে ফেলুন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ ভরসা, টেকটিউনসের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা

আপনাদের সবার কথা চিন্তা করেই আজকের এই সার্কিট দিয়ে দিলাম অতি

সহজেই তৈয়ার করুন। নামে মাত্র কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছে এই

সার্কিট টি। দেখলেই বুঝবেন সার্কিট তৈয়ার করা কত সহজ। আসুন সার্কিট একবার দেখে নেই

আমাদের ঘরের ব্যবহার কি যে কোন ওয়াটের বাল্ব যেমন 25w-40w-60w-100w-200w-  যে কোন ওয়াটের

বাতি কে আপনার ইচ্ছা মত আলোকে কমাতে এবং বাড়াতে পারবেন। যেমন 200w-বাল্ব কে সার্কিট দেওয়া ভলিউম

ঘুরিয়ে একেবারে আলো কমিয়ে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। বাজারে যেসব ডিম লাইট কিনতে পাওয়া যায়

এগুলো বেশী দিন টিকে না। কারন বাল্ব এর ওয়াট যত কম হবে ফিলামেন্ট ততই চিকন হবে। যে কারনে কম ওয়াটের

বাল্ব গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সার্কিট ব্যবহার করুন  আপনাকে আর ডিম লাইট কিনতে হবে না

যেসব বন্ধুরা টেবিল ল্যাম্প ব্যবহার করেন টেবিল লেম্প ও সার্কিটটি ব্যবহার করতে পারবেন।

লেম্পের আলোকে প্রয়োজনে বাড়াতে এবং কমাতে পারবেন সার্কিটটি বুঝতে তাদের অসুবিধা হয়। নিচের লক্ষ করুন

একটি ট্রায়াক 400/600v=যে কোন নাম্বারে একটি ড্রায়ক যে কোন নাম্বারে একটি 10k 1w রেজিষ্টর একটি। 470k ভাল কোয়ালিটির

ভলিউম কন্ট্রোল একটি। একটি 0.47 ক্যাপাসিটর  যেভাবে কানেকশন গুলি দেখতে হয়েছে ঠিক এভাবেই কানেকশন গুলি করুন

সার্কিটটি চালু অবস্থায় কোথায় হাত দিবেন না ভলিউম ঘোরার জন্য প্লাস্টিকের নব লাগিয়ে নিন বাজারে কিনতে পাওয়া যায়।

মোঃ সেন্টু খান =01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর টিউন। ভাই জান আমি যদি ১০০ ওয়াটের লাইটকে আপনার এই সার্কিট দিয়ে ব্যবহার করি তাহলে বিদ্যুৎ কি ১০০ ওয়াটই খরচ হবে না কম হবে?

Level 3

বিদ্যুৎ অবশ্যই কম খরচ হবে।

যারা নতুন তার কিন্তু TRIAC এর পিন কেনটা কি হবে সেটা বুঝবে না। TRIAC পিন গুলো কেমন করে চিনতে হবে সেটা ১-২-৩ করে বলে দিন।

Level New

বৈদুতিক পাখা বা ফ্যান আস্তে ঘুরলে কি বিদ্যুৎ খরচ কম হয়? http://helpfulhub.com/9689/ আশা করি এই প্রশ্নের উত্তরটি দিবেন। এবং যদি কম খরচ না হয়ে থাকে তাহলে ফ্যান এর ক্ষেত্রে এরকম কোন পদ্ধতি আছে কি যা আপনি লাইতের ক্ষেত্রে করেছেন?

আপনার টিউনগুলো খুবই সুন্দর। যারা এই জিনিসগুলো চিনেন তাদের জন্য আরও ভাল। আমি আপনার চার্জার লাইট বানানোর ডায়াগ্রামটি দেখে এটি বানানোর চেষ্ঠা করেছিলাম। তবে অনভিজ্ঞতা নতুন কিছু বানানোর আনন্দটুকু দিতে পারে নাই। তারপরেও শুভ কামনা রইল।

Level 3

HELPFUL HUB ভাই কেমন আছেন । ভাই আপনার বাসায় ফ্যানটি ফুল স্পিডে চালন তার পর মিটারের দিকে
লক্ষ করুন । আবার ফ্যান টিকে একেবরে স্পিড কমিয়ে দিন মিটারের দিকে লক্ষ করুন । পরিবর্তন টা নিজেই
দেখুন। তার পর উত্তর টা আপনি নিজেই দিতে পারবেন ।

Level 3

রবিন ভাইয়া আশা করি ভলই আছেন । ডায়গ্রামটি ভাল করে দেখেন নি নিচে দেয়া ডায়াগ্রামটি তে ট্রায়াকের
ছবি সহ কানেকশনটি দেখানু হয়েছে ডানের পাটি, মাঝের পাটি, বামের পাটি , কোথায় কি ভাবে কানেকশান দেওয়া হবে । M1- M2- GATE =

    @santo khan: rag koiren na
    যার প্রয়োজন সে ৫০ টাকায় একটা মিনি রেগুলেটর কিনে সেটা যেকোনো লাইটে সিরিজে কানেকসন করে নিন মন মত যতখুশি তত টুকু আলো কমাতে পারবেন আসাকরি।দেখে আসি ব্লগ http://www.onlinebarisal.blogspot.com

    @santo khan: ভাই, আপনার প্রতিটা টিউন সেইরকম সেইরকম। কিন্তু ছবি দেওয়ার পাশাপাশি লিখে বর্ণনা দিলে বুয্হা যেত। কারণ আমার মত নতুনদের জন্য শুধুমাত্র ছবি দেখে বুঝা কঠিন। তবু ট্রাই করতেচি।দেখি হই কিনা।

ভাই, একটা ছোট জিনিস। সিরিজ কানেকশনে লোডে ভোল্টেজ ভাগ হয়; আর প্যারালাল কানেকশনে লোডে ভোল্টেজ একই থাকে। এই থিওরিতে ফ্যানের রেগুলেটর সিরিজে লাগিয়ে রেগুলেটরের ভোল্টেজ ড্রপ বাড়ালে ফ্যানের ভোল্টেজ ড্রপ কমে। ফলে ফ্যান আস্তে ঘোরে। আর ফ্যান আস্তে ঘুরলে কারেন্ট ও কম টানার কথা। রেগুলেটর আর কতই বা কারেন্ট টানতে পারে? ফলে বিদ্যুত বিল কম উঠবে বলে আমার ধারনা। আমার জানায় ভূল থাকলে কেউ ঠিক করে দিয়েন।

আর এই থিওরিতে শান্ত ভাইয়ের সার্কিট টা আমার মাথায় ধরছে না। একটু বুঝিয়ে দিবেন প্লিজ…

এনার্জি সেভিং লাইটে কি এটা কাজ করবে? দয়া করে জানাবেন। আপনাকে ধন্যবাদ।

Level 3

ভাই টপ_টেক এনার্জি সেভিং বাল্ব এবং টিউব লাইট এই ধরনের বাল্ব ডিমার সারকিট ব্যবহার করা যাবে না ।

Ips Fan এর Dimmer খুব তাড়াতাড়ি নষ্ট করে। কোন উপায় আছে।

Level New

Eta banate ki apnar Photo tao Dite Hobe? Electrick Jinis Bola jay na, Jodi photo na peye amake dhore boshe 😀 😀 :p

যার প্রয়োজন সে ৫০ টাকায় একটা মিনি রেগুলেটর কিনে সেটা যেকোনো লাইটে সিরিজে কানেকসন করে নিন মন মত যতখুশি তত টুকু আলো কমাতে পারবেন আসাকরি।দেখে আসি ব্লগ http://www.onlinebarisal.blogspot.com

    @milon ar rasid: আপনি বারেবারে বলছেন যাদের লাগবে তারা টাকা দিয়ে কিনে নিলেই হয়। টাকা দিয়ে প্রায় অনেক কিছু কেনা যায় কিন্তু বিষয়টাতো জানতে হবে আর নিজেই তৈরি করতে পারলে কত ভালো তাইনা। যদিও আমি পারি না।

ভাল জিনিস

ফ্যানের রেগুলেটর দিয়েও লাইট ডিম করা সম্ভব