ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৬] :: যাদের হারমোনিয়াম বাজানোর মন চায়, নিজে তৈয়র করে হারমোনীয়াম বাজান।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ ভরসা আশা করি সবাই ভালোই আছেন

আপনাদের জন্য নিয়ে এলাম এবার অর্গান সার্কিট ডায়াগ্রাম

সার্কিটে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে প্রথম টি NE555 আইসি এই আইসিটি দিয়েই তৈয়ার

করা হয়েছে মূল হারমোনিয়াম। LM386 আইসিটি ব্যবহার করা হয়েছে এমপ্লিফায়ার হিসেবে

আসুনসার্কিটটি এবার দেখে নেই

বন্ধুরা আপনাকে সারকিটটি দেয়া হয়েছে শুধু অবসর সময় টুকু বাসায়

ছোট বাচ্চাদের কে নিয়ে সময় কাটানোর জন্য

দেই কেন এটা দিয়ে আবার মমতাজ বেগম এর গান শুরু করে দিয়েন না

তাহলে পবিত্র রমজান মাস আমি আবার গুনাহগার হয়ে যাব

কাজের কথায় আসা যাক IC NE555  আইসিটির  7 নং পাটিতে  7 টি 100K ভেরিএবল

রেজিস্টার দেওয়া হয়েছে এই ভেরিএবল গুলি

ঘুরিয়ে হারমোনিয়াম এর সুর এডজাস্ট করে নিবেন যে সব বন্ধুরা সার্কিটটি

একটু বড় দেখে টেনশনে আছেন তাদের জন্য

NE555 আইসিটির 3 নং পার্টিতে একটি স্পিকার লাগিয়ে নিন ডান পার্শের LM386 সার্কিটটি আর প্রয়োজন নেই

শুনতে সাউন্ড এক টুক কম হবে কিন্তু হারমোনিয়াম টি বাজবে সবাই তৈয়ার করুন এবং বাজান।

হারমোনিয়াম বাজানোর জন্য যে সুইচ গুলো ব্যবহার করা হয়েছে সুইচ গুলো হল (TV) টিভির মধ্যে চ্যানেল পরিবর্তন অথবা ভলিয়ম কমানো বরানোর জন্য যে পুশ সুইচ গুলি ব্যবহার করা হয়েছে এ পুশ সুইচ গুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া বর্তমানে চাই না টস লাইট গুলোতে যে পুশ সুইচ গুলো ব্যবহার করা হয়েছে এই সুইচ গলি ও ব্যবহার করতে পারেন। তা ছাড়াও বাজারে এখন বিভিন্ন ধরনের সফট পুশ সুইচ কিনতে পাওয়া যায়। আপনার পছন্দ মত কনে নিবেন।

বিদায় নিলাম =মোঃসেন্টু খান।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Upnar tune er man onik develop koraca.Ajkal upnar tune manei osadan kishu.Tune er jonno donnobad.acha harmonium ta bajabo kevabe?

বস্ আপনার টিউনসের জন্য সব সময় অপেক্ষায় থাকি খুব ভাল লাগে।
বেস্ দেশেতো বিদ্যুৎ সমস্যা এটা নিয়ে কিছু টিউন কি করা যায় ………………

আপনি কিন্তু রীতিমত জোস টিউন করেই চলেছেন 😀
সালাম আপনাকে।

আমি আপনার বুদ্ধি দেখে মুগ্ধ… Just I’m ur fan.

Level 3

সবাই কে ধন্য বাদ

Level 0

Good

very good vai……