বন্ধুরা অনেক সালাম প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টেকটিউনস এ আমার প্রথম ব্লগ। ইলেকট্রনিক্স সার্কিট তৈরী করা কারো হবি কারো হয়তো পেশা তবে সার্কিটের ডায়াগ্রাম দেখে সার্কিট তৈরী করতে কেউ হয়তো পারদশী আবার অনেকেই হয়তো একদম বুঝতেই পারেন না।
কখনো দেখা যায় কোন একটি সার্কিট আপনি তৈরী করলেন কিন্তু দেখা গেল একই সার্কিট বাজারে রেডিমেট অনেক কমদামে বিক্রি হচ্ছে। তাহলেতো মন খারাপ হবারই কথা। কথা গুলো শুনে হয়তো ভাবছেন আমি এধরনের কোন সার্কিট নিয়ে কথা বলবো। না ভাই, আপনাকে আশ্বস্থ করছি আমি যে সার্কিটের কথা বলতে যাচ্ছি সেটা নি:সন্দেহে আপনি বাজারের দামের চাইতে অনেক কমদামে তৈরী করতে পারবেন।
আজকাল বিভিন্ন বেসরকারী সংস্থার অবদানে আমরা নেহায়েত পল্লী এলাকায় সোলার পৌছাতে দেখছি সেখানে আলো জ্বলছে, ফ্যান ঘুরছে কিংবা কম্পিউটার চলছে। এর সবই হচ্ছে সোলার বা সৌর বিদ্যুতের সাহায্যে।
আমাদের ইউনুস মার্কা এনজিও গুলো সোলার এর কেমন দাম নিচ্ছে সে প্রসংগে নাই বা গেলাম। কিন্তু নগদ টাকায় কিনে নিলে হয়তো এর চাইতে অনেক সাশ্রয়ী দামে কেনা সম্ভব।
আর যদি আপনি বিদ্যুৎ সংযোগ আছে এধরনের যায়গায় ইমার্জেন্সি লাইট জালাতে চান তাহলে অটো সুইচিং এ ব্যবস্থা করতে হবে। আমি আজ আপনাদের সামনে একটি সোলার ড্রাইভেন মিনি ইমার্জেন্সী লাইটের চার্জার ইউনিট (চার্জ কন্ট্রোলার) নিয়ে হাজির হয়েছি
সোলার ৬ভোল্ট, ৪.৫এ্যাম্পিয়ার ব্যাটারী চার্জ কন্ট্রোলার
আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের চার্জার সার্কিট ব্যবহার করে থাকি। যাতে করে কোন অবস্থাতেই ব্যাটারী ওভার চার্জড কিংবা ডিপলি ডিসচার্জ না হয়ে যায়। আর এরকম হলে আমাদের দামী রিচার্জেবল ব্যাটারী আয়ুস্কাল কমে যাবে। আর তাই ব্যাটারী আয়ুস্কাল ঠিক রাখতে একটি মানসম্মত ব্যাটারী চার্জার সার্কিটের কোন বিকল্প নেই।
আমি আজ আপনাদেরকে যে সার্কিট ডায়াগ্রামটি দিতে যাচ্ছি সেটি হয়তো কারো সংগ্রহে থাকতে পারে।
সার্কিটটিতে ১২ভোল্ট, ৫ওয়াট এর ১টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে প্যানেলের স্থলে ১২ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করে এসি কারেন্ট থেকে চার্জ করতে পারবেন।
ব্যাটারী হিসেবে বাজারের বহুল প্রচলিত 6V 4.5Amp এর (SUNCA) ব্যাটারী ব্যবহার করা হয়েছে। বাজারে এধরনের ব্যাটারী ৩২০টাকা থেকে ৩৫০টাকার মধ্যেই পাওয়া যায়। আর ভালো কোয়ালিটির (জার্মানীর তৈরী) সোলার প্যানেল ১০০টাকা ওয়াট হতে পারে অর্থাৱ ৫ওয়াটের ১টি প্যানেলের দাম ৫০০টাকার মতো হবে চায়নার তৈরী হলে ৬৫ টাকা থেকে ৮৫/৯০টাকার মধ্যে প্রতি ওয়াটের দাম হবে। চাইনিজ সোলার প্যানেল গুলোর মান ততোটা ভালো নয় এগুলোর কারেন্ট সাপ্লাই কম তাছাড়া কম রোদে চার্জ হতে চায়না। সে তুলনায় জার্মানীর তৈরী সোলার প্যানেলগুলো ঢের ভালো। এই চার্জার সার্কিটটিতে সয়ংক্রিয় ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিদ্যুত সরবরাহের জন্য রয়েছে ১টি ১২ভোল্ট সোলার প্যানেল, ১২ভোল্ট প্যানেল সাহায্যে ৬ভোল্ট ব্যাটারী চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে LM317 ভোল্টেজ রেগুলেটর আইসি। সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় কারেন্ট D1 ডায়োড এরমধ্য দিয়ে রেগুলেটর আইসি’র ইনপুট এ আসবে যার আউটপুট কারেন্ট এবং ভোল্টেজ দুটোই নিয়ন্ত্রন করা LM317 এর এডজাষ্টিং পিন দ্বারা। ৬ভোল্টের ব্যাটারী চার্জ করার জন্য LM317 এর আউটপুট ভোল্টেজ ৯ভোল্টে সীমিত রাখতে হবে। তাই ভেরিয়েবল রিজিষ্টারটি LM317 এর এডজাষ্টিং পিন এবং গ্রাউন্ড/ নেগেটিভ প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ব্যাটারী ডিসচার্জিং রোধ করার জন্য D2 ডায়োডটিব্যবহার করা হয়েছে। D2 এর আউটপুটে চার্জিং কারেন্ট নিয়ন্ত্রনের জন্য ১ওয়াটের ১০০ওহমস মানের (R3) রেজিষ্টার ব্যবহার করা হয়েছে।
সার্কিটে ব্যবহৃত একমাত্র ট্রানজিষ্টর T1 এবং জেনার ডায়োডটি ZN কাট-অফ সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারনত ট্রানজিষ্টরটি বন্ধ থাকবে যাতে করে ব্যাটারী চার্জ হতে থাকবে। যখনই ব্যাটারীর দুই প্রান্তের ভোল্টেজ 6.8Volt এ পৌছে যাবে তখনি ZN জেনার ডায়োডটিট্রানজিষ্টরের বেস এ কারেন্ট সরবরাহ করবে। সাথে সাথে ট্রানজিষ্টরটি রেগুলেটরের আইসি’র আউটপুটকে গ্রাউন্ডিং করে চার্জিং বন্ধ করে দেবে। তাই কোন ভাবেই ব্যাটারীর ওভারচার্জড হবার সুযোগ নেই।
আশা করছি সার্কিটটি আপনাদের কাজে লাগবে। শুভকামনা করে আপনাদের গঠনমুলক মন্তব্যের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।
আমি ভাইজান মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Post ta contunue korun…
http://www.hugescript.com