বন্ধুরা সবাই ভাল আছেন আমি কিন্তু বেশি ভালো না কারন আপনাদের জন্য কষ্ট করে টিউনস গুলি করি
কিন্তু টিউনস গুলো কেমন লাগল। তার জন্য কিন্তু টিউমেন্ট করে ভাল কি মন্দ কিছুই জানেন না। অথবা
কি ধরনের সার্কিট আপনাদের প্রয়োজন তা অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দ মত সার্কিট দেয়ার
ছেষ্টা করব। যাই হোক কাজের কথায় আসা যাক আজকের যে সার্কিটটি নিয়ে আলোচনা করব
তা হল 2 WATT মিনী এম্মলীফায়ার। এই মিনী এম্পলী ফায়ারটি আপনি ল্যাপটপ অথবা পি সি তে
ব্যবহার করতে পারেন তা ছারা মোবাইল দিয়েও বাজাতে পারবেন। LM386 আইসী টিতে
6থেকে 9 volt পর্যন্ত পওয়ার সাপ্লাই হিসেবে দেয়া যায়। কিন্তু 6 volt দেয়াটাই ভাল।
তাহলে সার্কিটি একটু দেখে নেই
উপরে দেয়া সার্কিটটি লক্ষ্য করে দেখুন মাত্র পা৺চটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর ব্যবহার করা হয়েছে আর একটা ভলিয়ম কন্ট্রোল এই কয়টি পার্স নিয়ে হয়ে গেল আপনার এম্পলীফায়ার।
তাহলে আজকের মত বিদায় নিলাম মোঃ সেন্টু=01713531965 সার্কিটটি এখান থেকে ডাওনলোড করুন। সার্কিটির সাথে সকল পার্স গুলির মান দেয়া আছে।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aro detaile kor likun………….buztay somossa hoy