ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৩] :: এবার ল্যাপটপ এবং মোবাইলের জন্য তৈয়ার করুন 2WATT মিনী এম্পলীফায়ার

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

বন্ধুরা সবাই ভাল আছেন আমি কিন্তু বেশি ভালো না কারন আপনাদের জন্য কষ্ট করে টিউনস গুলি করি

কিন্তু টিউনস গুলো কেমন লাগল। তার জন্য কিন্তু টিউমেন্ট করে ভাল কি মন্দ কিছুই জানেন না। অথবা

কি ধরনের সার্কিট আপনাদের প্রয়োজন তা অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দ মত সার্কিট দেয়ার

ছেষ্টা করব। যাই হোক কাজের কথায় আসা যাক আজকের যে সার্কিটটি নিয়ে আলোচনা করব

তা হল 2 WATT মিনী এম্মলীফায়ার। এই মিনী এম্পলী ফায়ারটি আপনি ল্যাপটপ অথবা পি সি তে

ব্যবহার করতে পারেন তা ছারা মোবাইল দিয়েও বাজাতে পারবেন।  LM386 আইসী টিতে

6থেকে 9 volt পর্যন্ত  পওয়ার সাপ্লাই হিসেবে দেয়া যায়। কিন্তু  6 volt দেয়াটাই ভাল।

তাহলে সার্কিটি একটু দেখে নেই

উপরে দেয়া সার্কিটটি লক্ষ্য করে দেখুন মাত্র পা৺চটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর ব্যবহার করা হয়েছে  আর একটা ভলিয়ম কন্ট্রোল এই কয়টি পার্স নিয়ে হয়ে গেল আপনার এম্পলীফায়ার।

তাহলে আজকের মত বিদায় নিলাম মোঃ সেন্টু=01713531965 সার্কিটটি এখান থেকে ডাওনলোড করুন। সার্কিটির সাথে সকল পার্স গুলির মান  দেয়া আছে।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aro detaile kor likun………….buztay somossa hoy

post গুলো সুন্দর ও কার্যকরী কিন্তু আমার মনে হয় সবার ধারা এটা বানান সম্ভব না আমার মত…
তাই একটা পরামর্শ, জিনিস টা আপনি তৈরি করেই এড দেন,সেল করেন অনেকে হইত কিনবে।
আমি মাস্ট কিনব

Level 0

bro……….darun lagche apnar post gula……..tnx apnake…

Level 3

আমি আমার সব বন্ধু দেরকে বলছি মনের দিলে কান লাগিয়ে শুনুন আমকে যদি সিমেন্ট আর বালি দিয়ে কেহ বলে বাইজান ৩২ তালা একটা বিল্ডিং তৈয়ার করে দেন । তখন আমি বলব আল্লাহ্ রস্তে মাপ চাই কারন এ বিষয়ে আমার কোন অভিগ্যতা নাই । কাজেই যেসব ভাইয়েরা পার্সগুলির সাংকেতিক চিহ্ন একেবারেই চিনেন্ না তাদের জন্য ডায়াগ্রাম দেখে কোন কিছু তৈয়ার করা সম্ভব না ।

    Level 0

    @santo khan: এইটাতো mono Ampliffier. কিন্তু ল্যাপ্টপ/ মোবাইল এর output (o/p) হল Stereo যার টার্মিনাল ৩টা।
    অর্থাৎ, Left channel, Right channel এবং Ground/Neutral/Common
    তাই যারা এটা ব্যবহার করতে চান, তারা এরকম দুটো identical (same) Amplifier use করুন; যার একটার Input (i/p) হবে Left+Ground অন্যটার Right+Ground.
    o/p এ Ground টা common/short করে দিবেন।
    কিন্ত মনে রাখবেন Stereo Amplifier এরকম নয়, , অইটার i/p Terminal ৩টা, , o/p Terminal ও ৩টা।
    আর এই ছবিটা দেখলে অনেক কিছু clear হয়ে যাবে। লিঙ্ক নিচেঃ
    http://en.wikipedia.org/wiki/File:Jackplug-wiring.svg

ভাই আপনার টিউনগুলো আমি মোটামোটি পড়লাম। বেশ ভাল তবে , এগুলো আর একটু বিস্তারিত লিখলে ভাল হয়। তবে উদ্যগটা ভাল। চালিয়ে যান।

ভাই cap এর মান কোন একক এ দিসেন। মিলি না মাইক্রো। দয়া করে রিপ্লাই দিন ।

শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানানোর জন্যই লগইন করলাম। চালিয়ে যান সাথে আছি।