বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সখলেই ভালই আছেন আজ আপনাদের জন্য সুন্দর একটি সার্কিট নিয়ে এলাম সার্কিটটি হল LED লাইটিং সার্কিট
জন্মদিন এবং বিয়েতে লাইটিং করুন নিজের হাতে বাসা এবং বাড়ী। LED হল টেপরেকর্ডা বা CD বা DVD ইত্যাদিতে মধ্য যে সব ছুট্ট ছুট্ট রঙিন বাতি গুলী ব্যবহার
করা হয়ে থাকে এ গুলিকেই LED লাইট বা বাতী বলে।
LED বাতি গুলির পুলারেটি রয়েছে যেমন উপরের ছবিতে দেখানু হয়েছে A এবং B। দোকান থেকে যখন নুতন LED কিনবেন লক্ষকরে দেখবেন LED পা একটি ছুট একটি বড়
ছুট পাটি হল A প্রান্ত বড় পাটি হল B প্রান্ত। নিচের সার্কিটের LED গলি লক্ষ্য করে দেখুন কিভাবে লাগানু হয়েছে LED উল্টা পাল্টা কানেকশান হলে কিন্তু LED জ্বলবেনা।
সার্কিটি তৈয়ার করুন এবং দেখুন বাতি গুলী কি সুন্দর করে নিবা জ্বলা করে। সার্কটটি এখান থেকে ডাওনলাড করুন।
জন্মদিন এবং বিয়েতে লাইটিং করুন নিজের হাতে বাসা এবং বাড়ী।
LED হল টেপরেকর্ডা বা CD বা DVD ইত্যাদিতে মধ্য ব্যবহার করতে পারবেন
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অনেক দিনের স্বপ্ন একটা ভালো রেঞ্জের FM ট্রান্সমিটার আর একটা ভালো মানের Cell Phone Jammer বানাবো.. কিন্তু পাটর্স পাচ্ছি না.. দোকানে গেলে দোকানদার এমনভাবে চাইয়া থাকে যেন আমি চিড়িয়াখানার কোন যন্তু… প্লিজ কারো জানা থাকলে ঠিকানাটা দেন না .. আর অনলাইনে অর্ডার করা গেলে তো সোনায় সোহাগা…. [email protected]
input voltage koto?