ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৬] :: কেমন হয় যদি রাত নামলেই বাসার বাতি গুলি অটোমেটিক জ্বলে যায়।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

  • কেমন হয় যদি রাত নামলেই বাসার বাতি গুলি অটোমেটিক জ্বলে যায় আবার রাত ফুরিয়ে দিনের আলো ফুটে ওঠা মাত্রই বাতিগুলি নিবে যায়
  • বেশ মজা হয় তাই না হা এবার আমি এমনি একটি প্রজক্ট আপনাদের সামনে উপস্থাপন করছি।মাত্র কয়েকটি পার্টস নিয়ে গটিত।এ সার্কিটি
  • বেশ কাজের  যে সকল ক্ষেত্রে সময় মত অর্থাৎ অন্ধ কারের সময় বাতি জ্বালাতে হয় যেমন বাগানে রাস্তায় ইত্যদি স্তানে সে সকল স্তানে এ
  • ধরনের একটি প্রজেক্ট একান্ত প্রয়োজন বাতি জ্বালানো  নিবানো কোন টেনশান নেই।
  • সার্কিটি 220V AC সর্বরাহ লাইনে  কার্যকরী। মূলতঃ ট্রায়াক ও LDR সার্কিটি মূল অংশ। LDR টি এমন যায়গায় বসাতে হবে যেকানে
  • দিনের আলো ও রাতের আধার LDR টির উপরে পরে এক কথায় ঘড়ের বাহিরে যেকানে বৃষ্টি না পরে। ভেরি এবলটি গুরিয়ে  একজাষ্ট করে নিবেন।
  • সার্কটির একান থেকে ডাওনলোড করুন  ।  ভাল লাগলে অবশ্যই জানা বেন কারন একটি টিউনস এর জন্য অনেক সময় নষ্ট করতে হয়।
  • বন্ধুরা মনটা বেশী ভালনা কারন আমার দেয়া অনেক টিউনস পেন্ডিং হয়ে যায় কারনটা বুজিনা  এ বিষয়ে যদি কার যানা থাকে দয়া করে যানা বেন।
  • আজকের মত বিদায় নিলাম মোঃ সেন্টু খান =01713531965

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😛

অনেক সুন্দর টিউনস। কাজে লাগার মত …….

কানে কানে বলি আপনার টিউনস-এর জন্য আমি কিন্তু “অপেক্ষায় থাকি”। আর কেহু থাকুক না নাই থাকুক

Level 0

কোথায় পাবো এগুলো?

Level 0

darun hoise bhi ………..chaliye jan ………..aro notun kichu chai ..

খুব সুন্দর হয়ছে ।

ভাই পার্টস গুলার description/details দিলে ভালো হত। কাইন্ডলি একটু দিবেন

Thanks
If possiable make one and upload picture …….

Level 3

আমার সব বন্ধুরাই আশাকরি ভালই আছেন আপনাদের জন্যই টিউনস করি যদি সার্কিটি্ নাই বানাতে পারেন
তাহলে আমার কষ্ট লাগে । সার্কিটিতে মাত্র চারটি পার্স ব্যবহার করা হয়েছে ১টা ভেরিএবল ১০ মেগাওমস
১টাএল্ ডি আর ১টা ট্রায়াক BT137/BT139 আর ১টা ড্রায়াক BR100 । পার্স বিক্রেতা দোকানে গিয়ে এই
পার্স গুলির নাম বল্লেই পার্স গুলি পাউয়া যাবে। তার পরেও অসুবিধা হলে ফোন করবেন ।

Level 2

আপনার পোষ্ট এ অনেকটা ছেলেমানুষি আছে । যেটার কারনেই হয়তো পোষ্ট পেন্ডিং থাকে ।

আপনার ছবি এত দেখানোর কিছু নাই । পোষ্ট এর উপর বেশি গুরুত্ব দিন । পোষ্ট এমন ভাবে লিখুন যেটা ক্লাশ ৬ এর ছাত্র ও বুঝতে পারে । মানে যেন খুব সহজে বোধগম্য হয় সবার কাছে ।

আপনার পোষ্টগুলা খুব কাজের কিন্তু এটাকে কাজে লাগানোর মত এবিলিটি আমার নাই ।
আপনার পেজেন্টেশন এর উপর আরেকটু গুরুত্ব দিন । দরকার হলে বেশি বেশি পোষ্ট পড়ে এনালাইসি করুন যে কোথায় আপনার কমতি হচ্ছে ।
অনেক শুভকামনা আপনার নেক্সট পোষ্ট এর জন্য ।

Level 0

Bai Circuit a ki 1ta Picture o Bosai Te Hobe =D

Level 2

Osthis tune. Valo lagse. Ami electronics ektu kom buji. Tarporo Try korbo. Mone hoi step by step processing ta dile valo hoto. 🙂 🙂 🙂

পোষ্ট টিতে কোন স্বচ্ছতা নাই

Level 0

apni neja make korla ogular photo deben jatay bujta subedha hoe.

Level 0

santo vai apnar post gula valo.but web thaka circuit diagram arpicture download kora post kora soja apne circuit ta neja make kora ogular photo deben.then apnar post gula aro sundor vaba present hoba.ar aktu detail likben.

Level 0

টিউনস খুব সুন্দর হয়ছে ।

অনেক ভাল লাগল

সন্মানিত সেন্টু ভাই,এভোমিটার দিয়ে ট্রান্জিস্টারের এমিটার ও কালেক্টর লেগ নির্বাচনের পদ্ধতি ফটোর মাধ্যমে দেখাইলে উপকৃত হইতাম,ধন্যবাদ।