যাদের পেপাল আছে তারা Sparkfun থেকে 40$+ শিপিং কস্ট 38$ দিয়ে Raspberry Pi কিনতে পারবেন (তবে বাংলাদেশে আসার পর কাস্টমস দিতে হবে প্রায় 60% এর মত ।
বাংলাদেশে Raspberry Pi পাওয়া যায়, আমি বাংলাদেশে raspberry pi পেয়েছি ৬,৩০০ টাকায় নিচের লিংক দেখুন।
তবে এর চেয়ে কমে এখনো বাংলাদেশে কোথাও পাই নি।
http://store.roboticsbd.com/home/29-raspberry-pi-bangladesh.html
Raspberry Pi কে পাওয়ার দিতে মাইক্রো USB পোর্ট লাগবে। সাধারণত ৮০ শতাংশ মোবাইল এর ডাটা ক্যাবল মাইক্রো USB হয়ে থাকে। সুতরাং আপনি আপনার মোবাইল এর মাইক্রো USB চার্জার দিয়ে Raspberry Pi পাওয়ার দিতে পারবেন। পাওয়ার Rating হতে হবে 5V, 900mA
Raspberry Pi এর ভিডিও আউটপুট HDMI। কিন্তু আমরা সাধারণত VGA ইনপুট মনিটর ব্যবহার করি। যেহেতু Raspberry Pi এ কোনো VGA আউটপুট নেই, সুতরাং আমাদের HDMI to VGA কনভার্টার ব্যবহার করতে হবে, এটি সাধারণত কম্পিউটার মার্কেট এ পাওয়া যায়।যাদের HDMI পোর্ট এর মনিটর আছে তাহলে তারা খুব সহজে Raspberry Pi ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে শুধু মাত্র একটি HDMI ক্যাবল লাগবে।
Raspberry Pi এ Composite ভিডিও আউটপুট RCA jack এর মাধ্যমে আছে যদি কোনো ভাবেই HDMI না পাওয়া যায় তাহলে আমরা Raspberry Pi যে কোনো TV টেলিভশন এ লাগাতে পারব।
যে কোনো USB কীবোর্ড এবং USB মাউস RasPberry Pi এ সাপোর্ট করে।
Raspberry Pi SD মেমরি কার্ড সাপোর্ট করে। 4 GB SD মেমরি কার্ড Raspberry Pi এ ব্যবহার করা হয়। SD মেমরি কার্ড Raspberry Pi এ সাপোর্ট করার জন্য কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে।
Raspberry Pi চালু করতে হলে মেমরি কার্ড নিয়ম মাফিক ফরমেট করতে হবে। Properly formatted মেমরি কার্ড ছাড়া Raspberry Pi চালু হবে না।
আমরা আমাদের ল্যাপটপ / পিসি থেকে Sd কার্ড টি ফরমেট করতে পারি।
SD Card টি প্রথমে SD Card Association’s formatting tool দিয়ে ফরমেট করতে হবে । (Download)
ডাউনলোড করুন NOOBS zip file টি (Download) (raspberry pi os ইমেজ)
file টি আপনার SD কার্ড এ Unpack/Unzip করুন ।
NoBOS কি ?
New Out Of Box Software (Recommended) যারা প্রথম বার raspberry pi use করছেন তাদের জন্য এটি recommended ।
SD কার্ড টি এখন আমরা Raspberry Pi এ লাগাবো। Raspberry pi কে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে raspberry pi sd কার্ড থেকে অটোমেটিক বুট হবে। এবং বিভিন্ন os এর লিস্ট দেখাবে আপনার প্রয়োজন মত os ইনস্টল দিন তাহলে raspberry pi ওই os টি ইনস্টল করবে এবং ইনস্টল শেষে তা বুট করে চালু করবে।
আমি Epsilon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে ধন্যবাদ।ভাই আমি আজকে আমার পোস্ট দিয়েছি ।সেটা এখনও পাবলিস হচ্ছে না ।আপনি একটু এডমিনকে বলিয়েন ।