ক্রেডিট কার্ড সাইজ এর কম্পিউটার Raspberry Pi

মাইক্রো কম্পিউটিং সব সময়ই অসাধারণ। Raspberry Pi হলো একটি ক্রেডিট কার্ড সাইজ এর কম্পিউটার যা UK এর Raspberry Pi ফাউন্ডেশন তৈরী করেছে । Raspberry Pi এর দুটি মডেল আছে মডেল A & মডেল B ।

20130630_124829_NEWRaspberry-Pi-B-set-upraspberrypi

Raspberry Pi Model B কোথা থেকে কিনতে পারবেন :

যাদের পেপাল আছে তারা Sparkfun থেকে 40$+ শিপিং কস্ট 38$ দিয়ে Raspberry Pi কিনতে পারবেন (তবে বাংলাদেশে আসার পর কাস্টমস দিতে হবে প্রায় 60% এর মত ।

বাংলাদেশে Raspberry Pi পাওয়া যায়, আমি বাংলাদেশে raspberry pi পেয়েছি ৬,৩০০ টাকায় নিচের লিংক দেখুন।

তবে এর চেয়ে কমে এখনো বাংলাদেশে কোথাও পাই নি।

http://store.roboticsbd.com/home/29-raspberry-pi-bangladesh.html

Raspberry Pi দিয়ে কিভাবে কাজ শুরু করবেন:

Raspberry Pi কে কিভাবে পাওয়ার দিবেন:

Raspberry Pi কে পাওয়ার দিতে মাইক্রো USB পোর্ট লাগবে। সাধারণত ৮০ শতাংশ মোবাইল এর ডাটা ক্যাবল মাইক্রো USB হয়ে থাকে। সুতরাং আপনি আপনার মোবাইল এর মাইক্রো USB চার্জার দিয়ে Raspberry Pi পাওয়ার দিতে পারবেন। পাওয়ার Rating হতে হবে 5V, 900mA

12108_3006091525720130630_131648_NEW

মনিটর :

Raspberry Pi এর ভিডিও আউটপুট HDMI। কিন্তু আমরা সাধারণত VGA ইনপুট মনিটর ব্যবহার করি। যেহেতু Raspberry Pi এ কোনো VGA আউটপুট নেই, সুতরাং আমাদের HDMI to VGA কনভার্টার ব্যবহার করতে হবে, এটি সাধারণত কম্পিউটার মার্কেট এ পাওয়া যায়।যাদের  HDMI পোর্ট এর মনিটর আছে তাহলে তারা  খুব সহজে Raspberry Pi ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে শুধু মাত্র একটি HDMI ক্যাবল লাগবে।

Raspberry Pi এ Composite ভিডিও আউটপুট RCA jack এর মাধ্যমে আছে যদি কোনো ভাবেই HDMI না পাওয়া যায় তাহলে আমরা Raspberry Pi যে কোনো TV টেলিভশন এ লাগাতে পারব।

20130630_131719_NEWHDMI to VGA-500x500  20130630_131704_NEW

 USB কীবোর্ড এবং USB মাউস :

যে কোনো USB কীবোর্ড এবং USB মাউস RasPberry Pi এ সাপোর্ট করে।

SD Memory Card:

Raspberry Pi SD মেমরি কার্ড সাপোর্ট করে। 4 GB SD মেমরি কার্ড Raspberry Pi এ ব্যবহার করা হয়। SD মেমরি কার্ড Raspberry Pi এ সাপোর্ট করার জন্য কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে।

SD-HC-Memory-Card

Raspberry Pi চালু করতে হলে মেমরি কার্ড নিয়ম মাফিক ফরমেট করতে হবে। Properly formatted মেমরি কার্ড ছাড়া Raspberry Pi চালু হবে না।

আমরা আমাদের ল্যাপটপ / পিসি থেকে Sd কার্ড টি ফরমেট করতে পারি।

SD Card টি প্রথমে SD Card Association’s formatting tool দিয়ে ফরমেট করতে হবে ।   (Download)

ডাউনলোড করুন NOOBS zip file টি  (Download) (raspberry pi os ইমেজ)

file টি আপনার SD কার্ড এ Unpack/Unzip করুন ।

NoBOS কি ?

New Out Of Box Software (Recommended) যারা প্রথম বার raspberry pi use করছেন তাদের জন্য এটি recommended ।

SD কার্ড টি এখন আমরা Raspberry Pi এ লাগাবো। Raspberry pi কে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে raspberry pi sd কার্ড থেকে অটোমেটিক বুট হবে। এবং বিভিন্ন os এর লিস্ট দেখাবে আপনার প্রয়োজন মত os ইনস্টল দিন তাহলে raspberry pi ওই os টি ইনস্টল করবে এবং ইনস্টল শেষে তা বুট করে চালু করবে।

Raspberry_Pi command-line windows

Raspberry Pi দিয়ে বানানো সুপার কম্পিউটার

 

মূললেখা: http://roboticsbd.com/raspberry_pi_bangladesh/

 

 

Level 0

আমি Epsilon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে ধন্যবাদ।ভাই আমি আজকে আমার পোস্ট দিয়েছি ।সেটা এখনও পাবলিস হচ্ছে না ।আপনি একটু এডমিনকে বলিয়েন ।

thanks for nice review

তুলনামূলকভাবে এরাই সবচাইতে কম খরচে Raspberry Pi দিয়ে থাকে।
http://www.sbibazaar.com/index.php?route=product/product&product_id=53

কেননা এরা প্রতিটি Raspberry Pi এর সাথে কেসিং এবং হিট সিং দিয়ে থাকে।

অনেক ভালো