আরডুইনো হচ্ছে একটি ওপেন সোর্স ইলেকট্রোনিক্স প্রটোটাইপিং প্লাটফর্ম।সহজভাষায় মাইক্রোকন্ট্রোলার কন্ট্রোলড ওপেন সোর্স হার্ডওয়ার বলা যেতে পারে। এর সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু করে, ড্রাইভার, সফটওয়ার সবই ওপেন সোর্স। তাই আপনি চাইলে আপনার ইচ্ছা মত ব্যবহার করতে পারেন। এটা সকল ধরনের ব্যবহারকারীদেরকে বিবেচনা করে তৈরি করা হয়েছে। আপনি যদি নিজেকে ইমবেডেড সিস্টেম ডেভলপার, হা্র্ডওয়ার ডিজাইনার অথবা হোবিস্ট মনে করেন অথবা নিজেকে এভাবে তৈরি করতে চান তাহলে আরডুইনো আপনাকে আপনার কাজ অনেক সহজ করে দেবে।
আপনি কেন আরডুইনো ব্যবহার করবেন।
মাইক্রোকন্ট্রোলার থেকে বাড়তি সুবিধা এবং নতুনদের জন্য সহায়ক
এমন অনেকেই আছেন যারা মাইক্রোকন্ট্রোলার শেখার চেষ্টা করেছেন, কিন্তু প্রয়োজনীয় সাপোর্টের অভাবে শিখতে পারেননি। অনলাইনে অসংখ্য টিউটোরিয়াল থাকলেও তা নতুনদের বোঝার জন্য বেশ কঠিন। কারণ মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে প্রোগ্রামার, পাওয়ার সাপ্লাই, ডেভলপমেন্ট বোর্ড, কিটস্ অলাদা আলাদা ব্যবহার করতে হয়। এবং বিভিন্ন জন বিভিন্ন ধরণের প্রোগ্রামার এবং সফটওয়্যার ব্যবহার করেন। এক্ষেত্রে আরডুইনো নতুনদের জন্য খুবই সহায়ক করণ অনবোর্ড প্রোগ্রামার, ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট এবং অনবোর্ড পাওয়ার সাপ্লাই এবং প্রয়োজনে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। http://arduino.cc/en/Tutorial/HomePage তে পর্যাপ্ত সহজবোধ্য টিউটোরিয়াল এবং কোড লাইব্রেরী রয়েছে যা থেকে নতুনরা সহজেই শিখতে পারেন এবং এডভান্স প্রজেক্ট তৈরি করতে পারেন। টিউটোরিয়াল সমূহ সহজ থেকে এডভান্স পর্যায়ক্রমে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পর্যাপ্ত প্রয়োজনীয় ইমেজ এবং স্ক্রিনশর্টের মাধ্যমেউপস্থাপনা করা হয়েছে। http://forum.arduino.cc ফোরামে অংশ নিয়ে আপনি তাদের অনলাইন কমিউনিটি থেকে প্রয়োজনে সহযোগিতা নিতে পারেন, সমস্যা সমূহ সমাধান করে নিতে পারেন।
আরডুইনো ব্যবহার করে আপনি ফ্লাসিং এলইডি, মটোর কন্ট্রোল থেকে শুরু করে এডভান্সড রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এডভান্স সিকিউরিটি সিস্টেম, কম্পিউটার কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, জি পি এস, জি এস এম, ইথারনেট কমিউনিকেশনের উপর কাজ করতে পারেন। আপনি আরডুইনো ব্যবহার করে অটোমেটিক হোম অটোমেশন এর মত প্রজেক্ট খুব ভালভাবেই করতে পারেন।আমাদের দেশে বর্তমানে আরডুইনো বেশ সহজলভ্য হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কন্ট্রোল এবং কমিউনিকেশন সিস্টেমের উপর গবেষণায় ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন কমার্শিয়াল প্রজেক্টেও এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। নতুন এবং ইলেকট্রনিক্স ও ইমবেডেড সিস্টেম নিয়ে যারা অগ্রহী তাদের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে।
………………………………………………………………………………..
জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল।
পোস্টটির মূল লেখক টিউটোহোস্ট টিম সদস্য অসিম কুমার
পোস্টটি ইতোপূর্বে এখানে প্রকাশিত
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
notun tottho janlam 🙂