আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৯] :: 220 ভোল্ট এসি দিয়ে 4 কালারের LED ফ্লাশিং বাল্ব জ্বালান !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন ? এর আগে আমি একটি টিউন করেছিলাম LED ইন্ডিকেটর নিয়ে ! গতকাল আনমনে হয়ে বসে থাকতে থাকতে একটি সার্কিট আঁকলাম ! পরে এই সার্কিট অনুযায়ী কাজ করে সফল হলাম ! এখন এটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ! বর্তমানে বাজারে এক ধরনের LED পাওয়া যায় যা মাল্টি কালারের এবং কয়েক ভাবে ফ্লাশ মারে ! মানে একটা LED এর ভিতরে 4 টা কালার থাকে যা তিন ভোল্ট ডিসিতে চলে এবং বিভিন্ন ভাবে জ্বলানেভা করে ! অর্থাত্‍ বিভিন্ন খেলনা এর ভিতরে যেই 4 কালারের LED থাকে ! আমি আজ আপনাদের শিখাবো কিভাবে এই LED খুবই অল্প খরচে এসি 220v থেকে জ্বলাতে পরবেন ! কেন জ্বলাবেন ?

  • বিদ্যুত্‍ আছে কিনা দেখার জন্য !
  • অন্ধকারে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য !
  • কোন জায়গা ডেকোরেট করার জন্য !
  • ডিম লাম্প হিসাবে ব্যবহার করার জন্য !

যাইহোক এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !

  • 1N4007 এই মানের রেকটিফায়ার ডায়োড একটি !
  • 22 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 1uF 50V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • মাল্টি কালার বা 4 কালার বা 7 কালারের LED একটি !

এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunesমনে রাখবেন ফেজ নিউটাল উল্টা হলে LED ফ্লাশ মারবে না ! রেকটিফায়ার ডায়োড ব্যবহার না করলেও LED ফ্লাশ মারবে না !

যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good job bro

ভাই এলইডি লাইটগুলো কি একাধারে জ্বলতে থাকবে নাকি জ্বলতে নিভতে (ব্লিংকিং করতে) থাকবে?

welcome back

Level 0

ভাল হয়েছে

একসাথে কয়টি এলইডি জ্বালাতে পারব? আর সাধারন ৫মি.মি. এর এলইডি কি এতে ব্যবহার করা যাবে?

hlw bro……. dc current baranor ki kono upay ache…… jemon ami 3v dc ke 6v dc korte chai…… plzzzz aktu janaben……….

Level 0

apnar fb id ta den @রুবেল টিটিসি