সবাই কেমন আছেন ? এর আগে আমি একটি টিউন করেছিলাম LED ইন্ডিকেটর নিয়ে ! গতকাল আনমনে হয়ে বসে থাকতে থাকতে একটি সার্কিট আঁকলাম ! পরে এই সার্কিট অনুযায়ী কাজ করে সফল হলাম ! এখন এটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ! বর্তমানে বাজারে এক ধরনের LED পাওয়া যায় যা মাল্টি কালারের এবং কয়েক ভাবে ফ্লাশ মারে ! মানে একটা LED এর ভিতরে 4 টা কালার থাকে যা তিন ভোল্ট ডিসিতে চলে এবং বিভিন্ন ভাবে জ্বলানেভা করে ! অর্থাত্ বিভিন্ন খেলনা এর ভিতরে যেই 4 কালারের LED থাকে ! আমি আজ আপনাদের শিখাবো কিভাবে এই LED খুবই অল্প খরচে এসি 220v থেকে জ্বলাতে পরবেন ! কেন জ্বলাবেন ?
যাইহোক এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
good job bro