প্রোজেক্ট বুক :১: স্বয়ংক্রিয় বাতি https://www.techtunes.io/electronics/tune-id/207973
প্রোজেক্ট বুক :২: 555 টাইমার আইসি https://www.techtunes.io/electronics/tune-id/208501
4017 counter আইসি
আসসালামুয়ালাইকুম আমি আজকে আপনাদের আরেকটি আইসি নিয়ে আলোচনা করবো ।
এই আইসি নিয়ে বলার পরেই আমি প্রোজেক্ট নিয়েই শুধু টিউন করবো। প্রতিটি প্রোজেক্ট এর আগে আমি চেষ্টা করবো আইসি গুল নিয়ে বিস্তারিত বলার ।
এটির নাম হচ্ছে 4017 counter IC (আইসি) এটি দিয়ে সোজা বাংলায় বলতে গেলে আপনি ০ থেকে ৯ পর্যন্ত বাইনারি সংখ্যক ভাবে ভোল্ট দিতে পারে ।
এটা হচ্ছে পিন সংখ্যা এবং কোন পিনে কি আছে তার ছবি । এটা আপনার ৫ থেকে ১৩ ভোল্ট পর্যন্ত কাজ করে । এটার কাজ খুব সাধারন । কাজ হচ্ছে ৫৫৫ আইসি থেকে যে পালস আসে তার মাধ্যমে এটা আপনাকে Output 0 থেকে Output 9 এই কয়েকটি পিন দিয়ে পর্যায়ক্রমে অল্প পরিমানে ভোল্ট দিতে পারে । আর RESET পিন যেটা করে তা হচ্ছে যখন Output 0 থেকে Output 9 এ আসে তখন আবার পুনরায় থেকে সে ভোল্ট দিতে থাকে VDD দিয়ে ভোল্ট সাপ্লাই বুঝানো হয়। এখানে একটি কথা না বললেই নয় । সেটি হল যে VDD এবং Vcc এর মধ্যে পার্থক্য । অনেক জায়গায় লেখা থাকে VDD আবার অনেক জায়গায় Vcc । কেন ? কিসের জন্য ? যেমন আমি গত টিউন এ ৫৫৫ এ Vcc বলেছি কিন্তু আজকে বলছি VDD । একটু পিছনে তাকান যাক ১৯৬০ সাল এবং তারও আগে যখন BJT (Bipolar Junction Transistor) নিয়ে কাজ করা হত তখনকার কথা । তখন বলা হত Vcc এর c বলতে collector (সংগ্রাহক) আর Vee এর e বলতে emitter ( নিঃসরক) । আর যখন এরও উন্নত প্রযুক্তি আসলো FET (Field Effect Transistor) তখন নামকরন হল VDD । D বলতে Drain বুঝানো হয় , মানে সাপ্লাই। আর এই আইসি হচ্ছে FET ডিভাইস । আর তাই এর সাপ্লাই এর নাম হচ্ছে VDD ।
আর ENABLE পিন ভুমির (GND )সাথে সংযুক্ত করে রাখা হয় । আর ১৪ নম্বর পিন এ আছে CLOCK । এর কাজ হচ্ছে ৫৫৫ আইসি (অথবা অন্য যেকোনো) থেকে যে পাল্স আসে তা গ্রহন করে Output 0 থেকে Output 9 পর্যন্ত সাপ্লাই করা ।
ইনশাআল্লাহ্ আগামি টিউন থেকে পূর্ণ প্রোজেক্ট নিয়ে লিখবো ।
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
reset pin কিসের সাথে কানেক্ট হবে?