“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি অন্যরকমের টিপস দিব, যার দ্বারা আপনি UPS কে IPS এর মতন করে ব্যবহার করতে পারবেন। মূলত বলতে গেলে UPS এবং IPS এর কাজ একই রকমের। UPS এর বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা কম এবং IPS এর বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা বেশি। বর্তমানে একটি IPS এর মূল্য ১২হাজার থেকে ২৫হাজার পর্যন্ত হয়ে থাকে এবং বছর এক-দুয়েক পর ব্যাটারি পরিবর্তন করতে হয়। যা কিনা আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য খুব একটি সাস্রয়ী নয়। তবে এই পদ্ধত্তি প্রয়োগ করে ভাল ফলাফল পেতে পারেন।
১। প্রথমে UPS টি পরিপূর্ণ চার্জ করে চার্জিং প্লাগটি টেপ দিয়ে ভালভাবে পেঁচিয়ে দিন।
২। এখন পিছনের দুটো আউটপুট লাইন (যেখানে পিসির এবং মনিটরের সংযোগ/প্লাগ লাগানো হয়) সেখানে একটিতে একটি 14/23 ওয়াটের এনার্জি সেভিং বাল্ভ সংযোগ করুন।
৩। এখন UPS টি চালু করলেই এনার্জি সেভিং বাল্ভটি জ্বলে উঠবে।
একটি নতুন 650w-UPS দিয়ে 14w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ১.৩০ মিনিট হতে ২ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 650w-UPS দিয়ে 23w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ৪০ মিনিট হতে ১ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 1000w-UPS দিয়ে 14w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ২ ঘন্টা হতে ৩ ঘন্টা পর্যন্ত।
একটি নতুন 1000w-UPS দিয়ে 23w এনার্জি সেভিং বাল্ভ জ্বলবে টানা ১ ঘন্টা হতে ২ ঘন্টা পর্যন্ত।
আসা করি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
হুমম সবসময়ই জটিলস………………………….
দারুন আশা করি কাজে লাগবে………………………………………
ধন্যবাদ ভাই……………………………………………………………………