সুপ্রিয় টেক টিউন বন্ধুরা । আজ অনেক দিন পর লিখতে বসলাম । আজকে আমি আপনাদের একটি প্রজেক্ট নিয়ে কথা বলব । আমরা সবাই সন্ধ্যার সময় বাসার সব বাতি গুল জ্বালাই আর সকাল হতেই সব গুল বন্ধ করে দেই । কিন্তু যদি বাতিগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায় তাহলে ত কথাই নেই। যাকে আমরা বলি Automatic system .আজকাল পুরো বিশ্বতে চলছে এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া । আজকে আমি আপনাদের যেটা নিয়ে লিখছি সেটা আমি ১ বসর আগে আমার বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ব্যাবহারিক ক্লাস এ প্রোজেক্ট হিসেবে করেছিলাম । কিন্তু নিচে যে ছবিটা দেয়া সেটা আমার প্রোজেক্ট এর নয় । সেটা ইন্টারনেট থেকে নেয়া । আমার প্রোজেক্ট এর কোন ছবি আমার কাছে ছিল না । কিন্তু এই ছবিটা দেখে আপনারা বেশ ভালো ধারনা পাবেন । এটি একটি খুব ছোট কিন্তু খুব কাজের প্রোজেক্ট । আপনি আপনার বাসার D.C কারেন্ট এ চলে এমন সব জিনিস এটা দিয়ে চালাতে পারবেন । আগামি টিউন এ আমি এটার নতুন ভার্সন যেটা A.C তে চলে সেটা দিব। যাই হক কাজের কথায় আসি । এটা একটি ছোট সার্কিট । যাতে আছে একটি LDR (Light Dependent Resistor) একটি Relay একটি Op-Amp একটি Transistor ৪ টিresistors আর আছে ৫ ভোল্ট এর একটি D.C source (Battery /Adapter/D.C source) । ছবিতে দেখানো মতে আপনি সার্কিটটি বসিয়ে ফেলুন । এ জন্য অবশ্য আপনাকে একটি verro বোর্ড কিনতে হতে পারে । এটার ঠিক উলটো পাশে যেখানে soldering করা নেই সেখানে আপনি সার্কিট টি বসাবেন । আপনার এবার দরকার হবে একটি সেট যেখানে আপনি পাবেন এটা জোড়া দেয়ার সব উপকরন । সেগুল হচ্ছে ।
1 . SOLDERING IRON
2. SOLDERING PASTE
3.some connecting wire (if necessary)
4. D.C source (5-9 volts)
5. resistors (given value )
6. potentiometer
তবে একটু সমস্যা হতে পারে resistor , potentiometer গুলর মান নিয়ে । আমি আগেই বলে রাখছি আমাদের দেশে আমরা যে সব জিনিস ব্যাবহার করি সব গুলতে কম বেশি ঝামেলা থাকে । দেখা যাচ্ছে আপনি ব্যাবহার করলেন ১০০ কিলো ওহম এর । কিন্তু আপনাকে দিবে হয়ত ৮৮।৯০ কিলো । এগুল খুবই বিরক্তিকর ব্যাপার । একটু ধৈর্য ধরতে হবে ।
@@@@@@@@@@@@
কিভাবে কাজ করে ?
এখানে যে আছে সেটা হচ্ছে এক প্রকার resistor জার কাজ হচ্ছে আলো পরলে resistor রোদক আর অন্ধকার মানে আলো না পরলে conductor wire হিসেবে কাজ করে । Resistivitir কম বা বেশির উপর এটা নির্ভর করে । ঠিক এই ভাবে এটি ভোল্ট দেয় । আপনি চাইলে Potentiometer দিয়ে কম বেশি করে নিতে পারেন । এর কারন আমি আগেই বলেছি । আর Relay হচ্ছে Mechanical switch . আর তাই যখন দিনের আলো পরবে তখন সব বাতিগুলো বন্ধ থাকবে আর যখন সন্ধ্যার পর অন্ধকার পরবে তখন সব বাতি জ্বলে উথবে। আপনাকে কষ্ট করে সুইচ টিপতে হবে না।
কোথায় পাবেন ?
আজকাল অনেক অনলাইন শপ আছে যেখান থেকে আপনারা নিজেদের প্রয়োজন মত কিনতে পারেন । খরচ খুব বেশি না। যদি আপনার কিছুই না থাকে তাহ্লে ৪০০ টাকার মত খরচ পরবে । আর যদি শুধু সার্কিটটি কিনেন তাহলে ১৩০ থেকে ১৭০ টাকা ।
http://www.techshopbd.com
আমি আমার প্রয়োজনীয় সব এখান থেকে কিনি । আর আমাদের দেশীয় গর্ব পুরান ঢাকা ত আছেই । তবে কম জিনিস কিনার জন্য Stadium market যেতে পারেন ।
আজকের জন্য এত তুকুই । আগামিতে আরও ভালো কোন টিউন নিয়ে আসব। কোন সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন
[email protected]
আমার ফেসবুক আইডি
[email protected]
ফেসবুকে আমার গ্রুপ
We The Engineer's
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
সুন্দর পোস্ট। চালিয়ে যান পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ……………..