গ্যাস সেন্সর নিয়ে কাজ করবার জন্য এইপর্বে বেছে নিলাম MQ-5 গ্যাস সেন্সরটিকে কারণ MQ সিরিজের গ্যাস সেন্সর গুলির মধ্যে এটির দামই সবচেয়ে কম এবং ব্যবহার করা সহজ । গ্যাস সেন্সর এর ছবিটি লক্খ্য করুন দেখতে পাবেন মোট ৬টি পিন আছে । এক সারিতে ৩টি আর অন্য সারিতে ৩টি । উপরের সারির ৩টি পিনের মাঝেরটি H পিন ( heater পিন ) আর বাকি দুটিই A পিন । নিচের সারির বেলাও একই মাঝেরটা H পিন আর বাকি দুটি B পিন । আর হ্যা A , B এর মধ্যে ওলট পালট হলেও অসুবিধা নেই । # এবার আসুন টেস্ট করে নেই গ্যাস সেন্সরটিকে :- # যা যা লাগছে :- 1. 6volt ব্যাটারী 2. গ্যাস লাইটার ( সিগারেট ধরাবার) 3. মাল্টিমিটার ব্যাটারীর পজিটিভ তার কানেক্ট করুন যেকোন একটি H পিনের সঙ্গে আর আপর H পিনটি কানেক্ট করুন নেগেটিভ তার সঙ্গে । ব্যাটারীতে কানেকশান এর সঙ্গে সঙ্গে হিটার জ্বলে উঠবে । মাল্টিমিটারটিকে10K রেজিস্ট্যান্স মোডে রেখে গ্যাস সেন্সরের A পিনে ব্লাক প্রোব রাখো , B পিনে রেড প্রোব রাখো । রেজিস্ট্যান্স রিডিং নাও । এবার গ্যাস লাইটার থেকে গ্যাস ( বিউটেন , প্রোপেন ) বের করুন পারলে গ্যাস সেন্সরের কাছে ধরুন । রিডিং নিন । প্রথম রিডিং পেলাম গ্যাসের অনুপস্থিতিতে আর দ্বিতীয় বার পেলাম গ্যাসের উপস্থিতে । লক্খ্য করুন রেজিস্ট্যান্সের পার্থক্য । এই রেজিস্ট্যান্স এর পার্থক্যে কাজে লাগিয়ে পরের পর্বে সার্কিট বানাবো ।
আমি Debashis Sinha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MQ-5 গ্যাস সেন্সরটির দাম কত? ছবি সহ টিউন করলে আমাদের বুঝতে আরো সহজ হতো।