নিজেই তৈরি করুন থ্রিডি প্রিন্টার!!!!! [পর্ব ১]

থ্রীডি প্রিন্টিং এ অনেকেরই ইন্টারেস্ট আছে । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারন থ্রিডি প্রিন্টার(যদিও আমার কাছে অসাধারণ) বানাতে হয়।আমি যে প্রিন্টিং মেথড টা দেখাতে যাচ্ছি তাকে এক্সট্রুশন প্রিন্টিং বলে।এটা এমন একটি পদ্ধতি যাতে করে কোন গরম উপাদানকে একটি পৃষ্ঠে লেয়ার থেকে লেয়ার প্রয়োগ করার জন্য প্রোগ্রাম করে দেয়া হই যাতে করে থ্রী ডাইমেনসন প্রিন্ট করা যায়।আমরা এখানে গরম আঠাকে প্রিন্টিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করব।এটা দিয়ে মাল্টিকালার প্রিন্ট দেয়াও সম্ভব!!!!

চলুন এবার কাজে নামা যাকঃ

সবার প্রথমে গরম আঠা (হট গ্লু স্টিক,Hot Glue Stick) বানাতে বা কিনতে হবে।

মোটর ব্যবহার: এক্স-আক্সিস (X-axis) এবং ওয়াই-আক্সিস (y-axis) মুবমেন্টের জন্য দুটি মোটর, গরম আঠা প্রয়োগ করার জন্য আরেকটা মোটর। মোট তিনটি মোটর।

গ্লু গান(glue gun) প্রস্তুতিঃ এই কাজের জন্য আপনার হট গ্লু গানটি (glue gun)  খুলতে হবে এবং ট্রিগারটি সরাতে হবে।করার আগে আপনার গানটিকে প্রথমে আনপ্লাগ করুন।এটি গরম আঠাকে ফ্রীলি নীচে চেপে যেতে দিবে।সাবধান থাকবেন ভেতরের ওয়াইরিং এ কোন গণ্ডগোল করবেন না।এরকম গান বানানোর কোম্পানিগুলো স্টিকারের নীচে ডিসএসেম্বলি স্ক্রগোলো লুকিয়ে রাখে।

নীচে গ্লু স্টিক ও গ্লু গানের ফটো দেয়া হলো

চলবে............সব পর্ব একসাথে দেখুন এখানে

এটি আমার টিটিতে ১ম টিউন তাই কমেন্ট করে উৎসাহ জানাবেন।

Level 2

আমি হেহে হিহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জোহ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে গেছে আপনার টিউনটা। এত্ত ছোট্ট করে টিউন করেছেন কেন?? 🙁 🙁 পরের পর্বে শেষ করে দিবেন কিন্তু!!!

Level 0

আপনার ব্লগ পেজটি দেখলাম পুরোপুরি কপি পেস্ট করা এই ভাবে আর একজনের পোস্ট কপি করা ভালো না কপিরাইট আইন আছে কপি করলে যেই ওয়েবসাইট হইতে কপি করসেন তার লিংক দেওয়া উচিত | আপনার প্রিন্টার এর পোস্টটি এইখান থেকে কপি করসেন http://www.instructables.com/id/DIY-Glow-3D-Printer/ কপিরাইট আইন মানা উচিত |