নিজেই বানিয়ে ফেলুন ইউএসবি পাওয়ারড সাউন্ড বক্স

আশা করি সবাই ভাল আছেন।এটা আমার প্রথম টিউন। বাজারে ইউএসবি পাওয়াড সাউন্ড বক্স পাওয়া যায় যা পিসি এর ইউএসবি পোর্ট থেকে পাওয়ার নিয়ে কাজ করে ফলে আলাদাভাবে পাওয়ার এর প্রয়োজন হোয়না। আজ আমি আপনাদের ইউএসবি পিসি আমপ্লিফায়ার এর জন্য একটা সার্কিট ডায়াগ্রাম এর সাথে পরিচয় করিয়ে দিব। নতুন হবিস্টদের জন্য এটা ভাল প্রোজেক্ট হতে পারে।অনেকে নেট এ সার্চ করে সার্কিট সংগ্রহ করে বানান তার বেশিরভাগই আশানুরুপ ফল আসেনা। আমি আপনাদের সাথে যে সার্কিট শেয়ার করব তা আমি নিজেই বানিয়ে দেখাছি এবং ভাল ফল পেয়েছি। এটা ল্যাপটপ ও ডেক্সটপ এ ব্যবহার করা যাবে।

সার্কিট এ একটি ইউএসবি পোর্ট আছে যা যেকোনো ডাটা কেব্‌ল থেকে সংগ্রহ করা যাবে। তবে ইউএসবি পোর্ট এর GND(4) ও +5V(1) পিন দুটি বাবহৃত হবে যা । নিম্নে ইউএসবি কেব্‌ল এর চিত্র দেয়া হল।

সার্কিটটি একটি ভ্যরো বোর্ডে করা যায়। স্পিকার ম্যাচ হলে সাউন্ড ভাল হয়। ছোট স্পিকার বা মোবাইল এর স্পিকার ব্যবহার করা যেতে পারে। সার্কিটএ সকল পার্টস এর মান দেয়া আছে। আশা করি বানাতে অশুবিধে হবেনা। এটা আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমা করবেন।

এরকম আরও সার্কিট পেতে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি Shahriar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দরকারী টিউন কিন্তু মাথার উপর দিয়ে গেল। আরও বিস্তারিত লিখলে ভাল হত। আর আপনার বানানো স্পীকার টার ছবি দেন।

কিচ্ছু বুঝলাম না ভাই।আরেকটু ডিটেইলস দিলে ভাল হত।