আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। নতুন একটি বইয়ের তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো। বইটির নাম মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট'স
বর্তমান ইলেকট্রনিক্সের যুগ – মাইক্রোকন্ট্রোলার প্রোগাম করতে সক্ষম এবং প্রোগাম করতে সক্ষম নয়; এমন দুইভাগে বিভক্ত। যদি আপনি মাইক্রোকন্ট্রোলার প্রোগাম করতে সক্ষম নয় গ্রুপে থাকেন, তবে এই বইটি আপনার জন্য।
মাইক্রোকন্ট্রোলার কি? মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এক চিপের কম্পিউটর। যেখানে সুপার কম্পিউটর বিশাল এক রুম দখল করে, পার্সোনাল কম্পিউটর টেবিলের এক বড় অংশ দখল করে, সেখানে মাইক্রোকন্ট্রোলার এর আকার মাত্র কয়েক ইঞ্চি। ছোট আকারের কারনে একে বলে হয় মাইক্রো এবং কন্ট্রোলার অংশটি এসেছে এর ব্যবহার থেকে। মাইক্রোকন্ট্রোলার এর কাজ হচ্ছে বিভিন্ন ডিভাইসকে কন্ট্রোল বা নিয়ন্ত্রন করা। আজকের দিনে আমরা মোটামুটি যত ইলেকট্রনিক্স ডিভাইস বা সিষ্টেম ব্যবহার করি, তাদের অধিকাংশের ভিতরে মাইক্রোকন্ট্রোলার রয়েছে। সাধারন খেলনা থেকে শুরু করে, রেডিও, টিভি, ফ্রীজ, ওয়াসিং মেশিন, রোবট, সেলফোন, মোটর গাড়ী, স্যাটেলাইট পর্যন্ত সবকিছুতেই মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার। সুতরাং বোঝা যাচ্ছে মাইক্রোকন্ট্রোলার গুরুত্ব কতখানি।
ইলেকট্রনিক্স সিরিজের অন্য সব বইয়ের মতো ‘মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট’স’ বইতেও, প্রজেক্টের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারের জটিল বিষয়কে সহজভাবে বর্ননা করা হয়েছে। কোন জটিল বিষয়ের অবতারনা না করে, সহজ, প্রাঞ্জল ভাষায় মাইক্রোকন্ট্রোলার সর্ম্পকিত প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইয়ের সাথে সিডিতে, সি ল্যাঙ্গুয়েজ এবং এসেম্বলী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলার প্রোগামিং এর উপকরন সরবরাহ করা হয়েছে। সাথে সংযুক্ত করা হয়েছে মাইক্রোকন্ট্রোলার সার্কিট সিম্যুলেশনের জন্য মাল্টিসিম এবং সিম্যুলেশন থেকে লে-আউট এবং পিসিবি নির্মানের জন্য আল্টিবোর্ড। পাঠক যেন কার্যক্ষন সার্কিট নির্মান করতে পারেন, সেজন্য সংযুক্ত করা হয়েছে কম্পোনেন্ট বক্স। বক্সে, মাইক্রোকন্ট্রোলার প্রোগামার থেকে শুরু করে বইয়ের সবকটি প্রজেক্ট নির্মানের উপকরন সংযোজিত হয়েছে।
বইটি পড়ুনঃ
https://docs.google.com/file/d/0B_2MZD6mxahXUGhpVkhnTzljaVk/edit
আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই